এবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে ঝালকাঠির মো. আহসান কবির খান (৪৬)। নিহত কবির দৈনিক সংবাদে কাজ করতেন।
আজ
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা
ঘটে। নিহতের আত্মীয় জহির ইলিয়াস খান
এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসান
কবির খান এর আগে
দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। আহসান
কবির খান ঝালকাঠি জেলার
মো. আব্দুল মান্নান খান ও আমেনা
বেগমের ছেলে। তিনি ধানসিঁড়ি ইউনিয়নের দেউলকাঠি নিবাসি মরহুম হাজি মোহাম্মদ বেলায়েত হোসেন খানের মেজো মেয়ের জামাতা। তাঁর স্ত্রী ও
দুই সন্তান রয়েছে।
কলাবাগান
থানার উপপরিদর্শক (এসআই) এস এম গোলাম
রব্বানী বলেন, ‘দুর্ঘটনা ঘটার পর আমি
ঘটনাস্থলে একটি লাশের ব্যাগ
নিয়ে যাই। গিয়ে শুনি,
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার
গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন।
তারপর লাশটি নিয়ে ঢাকা মেডিকেলের
মর্গে চলে আসি।’
এদিকে
ঢাকা মহানগর পুলিশের কলাবাগান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ্ মাহমুদ বলেন,
‘শুনেছি একজন ব্যক্তি মোটরসাইকেলে
বসে ছিলেন। তিনি বোধহয় পাঠাওয়ের
মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এমন
সময় ময়লার গাড়িটি তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায়
পড়ে যান। পরে তিনি
গাড়িটির নিচে পড়েন। এতে
ঘটনাস্থলেই তিনি মারা যান।’
এর
আগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলিস্তানে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)
ময়লাবহনকারী একটি গাড়ি নটর
ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা
দেয়। পরে তাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া
হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়ির চালক ও ডিএসসিসির
পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে
জানিয়েছে পুলিশ।
ওই
ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ
করে। আজও রাজধানীর বিভিন্ন
স্থানে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।
মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা, সায়েন্সল্যাব, বেইলি রোড, শান্তিনগরসহ রাজধানীর
বিভিন্ন সড়কে বিক্ষোভ করে
তারা। এতে পুরো রাজধানীতে
সৃষ্টি হয়েছে তীব্র যানজট, বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ।