Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Video লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Video লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রাজধানীর ২১ স্থানে হাট ভরা গরু, নেই ক্রেতা (ভিডিও)

কোন মন্তব্য নেই

বুধবার, জুলাই ০৬, ২০২২

 রাজধানীর ২১ স্থানে হাট ভরা গরু, নেই ক্রেতা



মেয়র জাহাঙ্গীর ও ইতির ফোনালাপ ফাঁস

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

গাজীপরের পৌর মেয়র ও এক নারীর গড়ম অডিও ফাস হয়েছে। এতিমধ্যেই এনিয়ে এলাজুরে আলোচনার ঝড় বইছে। এনিয়ে ওই মেয়রের দ্বিতৃয় ফোনালাপ ফাঁস হলো।


 

ব্যাটিং ফিল্ডিং ঠিক আছে প্লেয়ার ভুয়া ফানি ভিডিও বাংলা

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ২২, ২০২১

দেশের কতিপয় চাঞ্চল্যকর মামলার মধ্যে ক্রিকেটার নাসির হোসাইন, সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা, রাকিব হাসান এবং তামিমার মা সুমিদের নিয়ে আজকের আয়োজন।



মেগাস্টার রজনীকান্ত হাসপাতালে (ভিডিও)

কোন মন্তব্য নেই

শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তারকাকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।

রজনীকান্তের ব্যক্তিগত সহকারী রিয়াজ কে আহমেদ বলেন, স্যারকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন।

চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ বছর বয়সি এ মেগাস্টারকে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি।

মাত্র কয়দিন আগে দক্ষিণী সিনেমার এ তারকা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। দিল্লিতে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে চেন্নাই ফিরেছেন তিনি।

প্রবীণ এ অভিনেতা চলচ্চিত্র অঙ্গনে আসার আগে বাসচালকের সহকারী  হিসেবে কাজ করতেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার তার পুরনো দিনের ড্রাইভার বন্ধুদের জন্য উৎসর্গ করেন, যারা তাকে সিনেমায় আসার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

রজনীকান্তের নতুন সিনেমা ‘আন্নাথে’  দীপাবলিতে মুক্তি পাবে। 



সাঁতার কাটতে গিয়ে এক ব্যক্তি কুমিরের আক্রমণে যুবক (ভিডিও)

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১


মনে করেন কোথাও ভ্রমণ করতে গিয়ে জলাশয় বা নদের পানিতে আপনি গোসল করতে নেমেছেন। হঠাৎ একটি কুমির আপনাকে তাড়া করল। কেমন হবে?

ভয়াবহ এমন একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। এক ভিডিওতে দেখা গেছে একটি কুমির একজন সাঁতারুকে তাড়া করছে।

ব্রাজিলের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাম্পো গ্রান্ডের পর্যটন এলাকায় ‘দ্য লাগো আমোর নামে একটি হ্রদ রয়েছে। এই হ্রদে পর্যটকসহ সবার জন্য সাঁতার কাটা নিষিদ্ধ। কারণ, সেখানে কুমির রয়েছে।

কিন্তু শনিবার এক পর্যটক ওই হ্রদে গোসল করতে নামেন। এই দৃশ্য দেখে উইলিয়াম কেইটানো নামে স্থানীয় এক ব্যক্তি ভিডিও করা শুরু করেন।

উইলিয়াম কেইটানো বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ওই পর্যটক হ্রদের যেখানে সাঁতার কাটা নিষিদ্ধ, সেখানে নেমে সাঁতার কাটা শুরু করেন।

তার করা ভিডিওতে দেখা যায়, একটি কুমির হতভাগা ওই পর্যটককে তাড়া করছে। কুমিরের তাড়া খেয়ে পর্যটক দ্রুত সাঁতরে স্থলে উঠার চেষ্টা করেন। কিন্তু কুমিরটি যেন মৌমাছির মতো উড়ে পর্যটকে আক্রমণ করে, পর্যটকের বাহুতে কামড় বসায়।

ভিডিও ধারণকারী কেইটানো বলেন, ওই পর্যটক জানতেন না যে, হ্রদের পানিতে কুমির আছে।

স্থানীয় সাংবাদমাধ্যমের খবরে বলা হয়, কুমিরের আক্রমণের শিকার পর্যটক স্থলে উঠতে সক্ষম হন। তিনি খানিকটা আহত হন। স্থানীয়রা ভ্রাম্যমান ইমার্জেন্সি সেবায় কল করেন। ভুক্তভোগী পর্যটককে চিকিৎসার জন্য নেওয়া হয়।

গত পাঁচ বছর যাবত ওই পর্যটনস্থলে আখের রস বিক্রি করা গারাপেইরা মেরিনালভা বলেন, হ্রদের পানিতে সাঁতার কাটতে নামার ঘটনা এটিই প্রথম। সেখানে কুমির আছে সেটা সবাই জানে। অনেক সময় শিশুরা সেখানে যায়, কিন্তু আমরা নিষেধ করার পর তারা ফিরে আসে। তবে সেখানে নামার নিষেধাজ্ঞার সতর্কতাস্বরূপ কোনো চিহ্ন না থাকায় কুমিরের আক্রমণের ওই ঘটনা ঘটে বলে তিনি মন্তব্য করেন।



হোটেলে পরিমনির মাখামাখি, ছিল বোর্ডিং পাস (ভিডিও সহ)

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

গতকাল (২৪ অক্টোবর) জন্মদিনের রাতে বিমানের সাজে সাজিয়েছিলেন আরও একটি পাঁচতারকা হোটেলের হল রুম। যেখানে ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ সবকিছু। বিমানবালার সাজে সিঁড়ি বেয়ে নামেন পরী। শুধু সাজসজ্জাই নয়, বিশেষ কায়দায় বানানো স্কার্টকে লুঙ্গিতে রূপান্তর করে নেচেছেনও। চিত্রনায়ক শরিফুল রাজকে সঙ্গে নিয়ে নাচেন বেশ কিছুক্ষণ। তার সঙ্গে সামিল হয়েছিলেন পরীর কাছের কিছু মানুষ।

হয়েছে হই-হুল্লোড়ও। পরী যেন অনেকটাই গত কয়েক মাস ধরে আসা নানা চাপকে উড়িয়ে দিলেন জন্মদিনের পার্টিতে।



তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ডে পরীমনি

কোন মন্তব্য নেই

রবিবার, আগস্ট ২২, ২০২১




পরীমনির তৃতীয় দফায় ১দিনের রিমান্ড। সারাদিনের টপ ৫টি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন দেখুন আমাদের সাপোর্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেলে যে কোন ব্যবসা/প্রোডাক্টের/স্পন্সরশিপ/ Sponsorship দিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন: ০১৭১০৭৬৭৯২১, dnn24live@gmail.com

গ্রামগঞ্জে ভোটের হাওয়া: ধানসিঁড়ি ইউনিয়ন

কোন মন্তব্য নেই


শীতের হাওয়া বইতে শুরু না করলেও ভোটের হাওয়া বেশ জোরেশোরেই বইছে জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গ্রামে-গঞ্জে নানা বিশ্লেষণ চলছে সাধারণ ভোটারের মধ্যে। নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ যেমন চান তারা, তেমনি এমন প্রার্থীকে ভোট দিতে চান দু:সময়ে যাদের পাশে পাওয়া যাবে। আসন্ন ইউপি নির্বাচনে ঘিরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের সে সব খবর জানাতে আজকের ডিএনএনের বিশেষ প্রতিবেদন।
নির্বাচনকে এদেশের মানুষ উৎসব হিসেবেই দেখে। তাই নির্বাচন আসলেই রাস্তাঘাট, চায়ের দোকান সবখানেই মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে নির্বাচন প্রসঙ্গ। শহর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেলেই চোখে পড়ে হাট বাজার, দোকান এমনকি রাস্তাঘাটেও মানুষের জটলা। কাছে গেলেই শোনা যায় তাদের আলাপের বিষয়বস্তু নির্বাচন। নিজেদের মূল্যবান ভোট কেমন প্রার্থীকে দেবেন তা নিয়ে চলে নানা বিশ্লেষণ। কাজের অবসরে প্রান্তি মানুষের মধ্যে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে বিপক্ষে চলে তর্ক বিতর্ক। নিজের ভোটটা যাতে সুন্দর পরিবেশে দিতে পারেন, সে প্রত্যাশা তাদের।
নির্বাচনে এমন লোককে প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ, যারা আগে থেকেই তাদের কাছের মানুষ হিসেবে পরিচিত। এদিকে দক্ষিনাঞ্চলের রাজনৈতিক আভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু নিদের্শনা পেলে আসন্ন ইউপি নির্বাচনে ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে তৃতীয়বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে জানিয়েছেন একেএম জাকির হোসেন।

মঙ্গলবার জামিন পেতে পারেন পরীমণি

কোন মন্তব্য নেই

সোমবার, আগস্ট ১৬, ২০২১



সোমবার ফের চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন করা হবে। রোববার (১৫ আগস্ট) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী  এ তথ্য নিশ্চিত করেছেন। এবার পরীমণির জামিন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

তিনি বলেন, পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা বনানী থানার মামলায় সোমবার (১৬ আগস্ট) জামিনের আবেদন করব। তার জামিনের আবেদন বিষয়ে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে আশা করছি। আশা করি এবার তিনি জামিন পাবেন।


মাদক মামলায় ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওইদিন প্রিজন ভ্যানে করে পরীমণিকে সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এখন তিনি সেখানে আছেন। 

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam