Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Patuakhali লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Patuakhali লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Cyclone Jawad পটুয়াখালীতে ঝরছে বৃষ্টি

কোন মন্তব্য নেই

শনিবার, ডিসেম্বর ০৪, ২০২১


ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে ট্রেস বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘জাওয়াদ’ নামের এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। সৌদি আরব এসকাপে এ নামের প্রস্তাব করেছিল।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও শক্তিশালী হয়ে শনিবার (০৪ ডিসেম্বর) প্রবল ঘূর্ণিঝড়ে রূপ পেতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির গতি হতে পারে ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার। তবে নিশ্চিত হওয়া যায়নি- ঘূর্ণিঝড়টি কি ভারতের পূর্ব উপূকল ঘেঁষে বেরিয়ে যাবে নাকি ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।

জানা যায়, ঘূর্ণিঝড়টির প্রভাবে ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ক্ষয়ক্ষতিও।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে ভারতেও বৃষ্টি শুরু হয়েছে।

Patuakhali পেট্রল পাম্প মালিককে লাখ টাকা জরিমানা

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কের পাশে করমজাতলা এলাকায় পায়রা অয়েলস লিমিটেডের মালিক আলতাফ খানকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র্যাব ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা করা হয়।

জানা যায়, পায়রা অয়েলস লিমিটেডে মাপের থেকে তেল কম দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব ভোক্তা অধিকার যৌথভাবে অভিযান চালায়। সময় ওই পাম্পের মালিক আলতাফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব- পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার শহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ / ৪৮ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতু যেন পর্যটন কেন্দ্র

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের সদ্য খুলে দেওয়া লেবুখালীতে পায়রা সেতু এখন নতুন পর্যটন ও বিনোদন স্পটে পরিণত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা গেছে, দুর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। সঙ্গে রয়েছে স্থানীয়দের পদচারণা। তারা ভিড় করছেন মূল সেতু ও দুপাড়ের অ্যাপ্রোচ সড়কে।

আরও দেখা গেছে, পরিবার ও বন্ধু বান্ধবসহ ঘুরতে এসেছেন অনেকেই। এক্সট্রাডোজ ক্যাবলে নির্মিত দৃষ্টি নন্দন স্বপ্নের সেতুর সঙ্গে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে দর্শনার্থীদের।

এদিকে, রাতে লাইটিংয়ের আলোতে দূর থেকে দেখলে মনে হবে শূন্যের উপর ভেসে আছে সেতুটি। সবমিলিয়ে পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সদ্য খুলে দেওয়া পায়রা সেতু।

রোববার (২৪ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেতুটি জনসাধারণের পারাপারের জন্য উন্মুক্ত ও শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সেতুটি উন্মুক্ত হলে ব্যস্ততম সড়কে জনসাধারণের পারাপারের বিরাট ধরনের ঝুঁকি তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।

দুর্ঘটনা এড়াতে সেতুর দক্ষিণ পাড়ে টোল প্লাজার আগে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের রাস্তা পারাপারের জন্য একটি ওভার ব্রিজ নির্মাণের দাবিও জানিয়েছে অনেকে।

সেতু কেন্দ্রিক আগত নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির দাবি স্থানীয়দের।

পায়রা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ২৪, ২০২১

পায়রা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৪ অক্টোবর) ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুললো।

এর আগে ২০১৩ সালের ১৯ মার্চ এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুমকী উপজেলার লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন এ সেতুর উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পায়রা সেতু দেখতে মানুষের ভিড় জমেছে। পায়রা সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় নিরবচ্ছিন্ন যোগাযোগে আরেক ধাপ এগোবে দেশের দক্ষিণাঞ্চল।

কলাপাড়ায় জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১


পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে ইলিশ আহরণে নিষিদ্ধ সময়ে মানবিক সহাযতা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার লালুয়া ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ কার্যক্রম মনিটরিং করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শওকত হোসেন বিশ্বাস তপন বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা মো: মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন বিশ্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

লালুয়া ইউনিয়নের তালিকাবদ্ধ ২,৫৭৭জন জেলের প্রতিজনকে ২০ কেজি চাল বিতরণ করে, এ ইউনিয়নে মোট চাল বিতরণ হবে ৫১.৫৪০ মেট্রিকটন।

লালুয়া ইউপি চেয়ারম্যান মো: শওকত হোসেন তপন বিশ্বাস গনমাধ্যমকে বলেন, সাগরে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় এ সকল অসহায় জেলে পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

কোন মন্তব্য নেই

 


আগামী ২৪ অক্টোবর (রবিবার) দক্ষিণাঞ্চলের স্বপ্নের লেবুখালী পায়রা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ ইসমাত মাহমুদার স্বাক্ষরিত এক পত্রে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের আদেশ পত্রের ই-মেইল বার্তাটি সোমবার সেতু নির্মাতা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে। ওই ই-মেইল বার্তায় রবিবার সকাল ১০টায় ভার্চ্যুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে বলে জানানো হয়।

ইতিমধ্যে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। সড়ক ও মহাসড়ক বিভাগ, বিভাগীয়, জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে অধিক সতর্কতার সঙ্গে কাজ শুরু হয়েছে।

পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবদুল হালিম মঙ্গলবার জানান, লেবুখালী পায়রা সেতুতে কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুরো সেতু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, এ সেতুর একটি বিশেষত্ব হচ্ছে, যেকোনো দুর্ঘটনায় এটি সিগন্যাল দেবে। দেশে প্রথমবারের মতো পায়রা সেতুতে যুক্ত করা হয়েছে হেলথ মনিটরিং ও পিয়ার প্রোটেকশন সিস্টেম। এর ফলে যেকোনো ধরনের ওভার লোডেড (মাত্রাতিরিক্ত ভারী) যান সেতুতে উঠলে সঙ্গে সঙ্গে হেলথ মনিটরিং সিস্টেম থেকে সিগন্যাল পাওয়া যাবে। একই ভাবে উচ্চমাত্রার ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেগুলোতে সেতুর ক্ষতি হতে পারে এ ধরনের আশঙ্কা থাকলেও সিস্টেম সিগন্যাল দেবে। একই সঙ্গে কোনো কিছুর ধাক্কা থেকে রক্ষায় পিলারের চারপাশে নিরাপত্তা পিলার স্থাপন করা হয়েছে। এতে সেতুর স্থায়িত্ব বাড়বে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ২৭ কি.মি. পায়রা নদীর ওপর প্রায় এক হাজার চার শ ৭০ মিটার দৈর্ঘ্যের লেবুখালী পায়রা সেতু নির্মাণের মধ্যে দিয়ে উপকূলের ৫০ লাখ মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে। ব্রিজটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ শ কোটি টাকা। ব্রিজটি যানচলাচলে উন্মুক্ত হলে পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন। খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সম্ভাবনার দ্বার। 

কলেজছাত্রকে তুলে নিয়ে বিয়ে করলেন তরুণী!

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

 


পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাজমুল আকন (২৩) নামে ওই কলেজছাত্র পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় গত ৩ অক্টোবর নাজমুল বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

মামলায় ইশরাত জাহান পাখি (২৫) নামে এক নারীসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পটুয়াখালী সদর থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নাজমুলকে জোরপূর্বক বিয়ে করার একটি ভিডিও আদালতে উপস্থাপন করা হয়েছে। আর মামলা করার পর গত ১৫ অক্টোবর দুপুরে ওই নারী নিজেকে নাজমুলের স্ত্রী দাবি করে তাঁর বাবার বাড়ি মির্জাগঞ্জে অবস্থান করছেন। এ ঘটনায় মির্জাগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নাজমুল মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের জালাল আকনের ছেলে এবং অভিযুক্ত নারী ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজিপুর গ্রামের মো. আউয়ালের মেয়ে।

এ ব্যাপারে নাজমুলের আইনজীবী আবদুল্লাহ্ আল নোমান বলেন, তাঁর মক্কেল নাজমুল পটুয়াখালী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ছাত্র। তিনি কলেজের ছাত্রাবাসে থাকেন। ইশরাত জাহান পাখি দীর্ঘ দিন ধরে নাজমুলকে ফোনে এবং সামাজিক মাধ্যমে প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন। কিন্তু নাজমুল রাজি না হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে নাজমুলকে চোখ বেঁধে অপহরণ করেন। এরপর ২৮ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে সাত আটজন ব্যক্তি বলপূর্বক নাজমুলকে একটি নীল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে। ধারণা করা হচ্ছে, এ দিয়ে তাঁরা একটি কাবিননামা তৈরির পাঁয়তারা করছেন। এ ঘটনায় আমরা দণ্ডবিধির ১৪৩ / ৩৬৫ / ৩৭৯ / ৩৮৪ / ৫০৬ ধারা মোতাবেক আদালতে মামলা করেছি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নাজমুলকে অপহরণ এবং জোরপূর্বক বিয়ে করার একটি ভিডিও আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি কক্ষে এক নারীর (ইশরাত জাহান পাখি) বাম পাশে নাজমুল বসে আছেন। পেছন থেকে তাঁর ঘাড় ধরে রেখেছেন একজন। সেখানে আরও কয়েক জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ওই নারীকে নীল কাগজে স্বাক্ষর করতে দেখা গেছে। স্বাক্ষর গ্রহণের পর নাজমুলকে মিষ্টি খাইয়ে দিলে তিনি মুখ থেকে ফেলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ইশরাত জাহান পাখি দাবি করেন, নাজমুলের সঙ্গে তাঁর দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক। নাজমুল নিজ ইচ্ছাতেই বিয়ে করেছেন। এখানে অপহরণ কিংবা জোরপূর্বক বিয়ে করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ কারণে বর্তমানে তিনি নাজমুলের বাড়িতে অবস্থান করছেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হিজলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১

গত (১৩ই অক্টোবর ) রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তা কতৃক যৌথ অভিযানে হিজলার উপজেলার মেঘনা নদীর খলিশপুর এলাকা থেকে ৪টি দেশীয় রামদা , ২টি দা, ৭টি মোবাইল ফোন ও ডাকাতির নানা মালামাল সহ ১০ ডাকাত সদস্যকে আটক করা হয় ।

আজ (১৪ই অক্টোবর ) বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশান হিজলা মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করছেন। এমন সময় অন্যদিক থেকে আসা মেঘনা নদীর খলিশপুর এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় করে ডাকাতি করার প্রস্তুতি নেয় ডাকাত দল । পরে কোস্টগার্ডের সদস্যরা তাদের পথরোধ করেন । পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪টি দেশীয় রামদা , ২টি দেশীয় দা , ৭টি মোবাইল ফোন, ১টি টর্চ লাইটসহ তাদের ১০ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে একটি ডাকাত দল হিজলাসহ বিভিন্ন এলাকায় বসবাসরত স্থানীয়দের ওপর অত্যাচার চালিয়ে আসছিল। তাদেরকে ধরার জন্য কোস্টগার্ড সব সময়ই তৎপর ছিলেন । সেই সূত্র ধরেই অভিযানে তাদের আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আটকদের জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয় ও তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।’

আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের নুর ইসলাম সরদারের দুই দিন বয়সী মেয়ে নুসরাত সোমবার বিকেলে নিউমোনিয়ায় আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় সোমবার সন্ধ্যায় নুসরাত মৃত্যুবরণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, শিশুটিকে অসুস্থ অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেই। কিন্তু তারা শিশুটিকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার অনুরোধ করেন এবং সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।’

আগৈলঝাড়ায় পূজা মন্ডপে সরকারী অনুদানের অর্থ বিতরণ

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১১, ২০২১

আগৈলঝাড়ায় পূজা মন্ডপে সরকারী অনুদানের অর্থ বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে উপজেলায় ১৫৯টি পূজা মন্ডপীদের সাথে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন।

সভায় প্রতি মন্ডপে সরকারের স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালন ও আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের নিরাপত্তার পাশাপাশি পূজা মন্ডপীদের স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশনা দেয়া হয়। এছাড়াও মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি ও অশ্লীলতা বন্ধের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৫৯টি পূজা মন্ডপের অনুকূলে সরকারীভাবে ৭৯ মেট্টিক টন ৫শ কেজি চাল বরাদ্দ হয়েছে। সেই হিসেবে প্রতি মন্ডপে ৫শ কেজি জাল পৃথকভাবে ডিও লেটার প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত চালের বিক্রয়কৃত বাজার মূল্য ১৫ হাজার ৫শ টাকা এবং স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত অনুদান প্রতি পূজা মন্ডপে ৩ হাজার ৫শ টাকাসহ প্রতি পুজা মন্ডপে মোট ১৯হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু উপস্থিত ছিলেন।

এসময় স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য ১৫৯০টি শার্ট ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।’

আগৈলঝাড়ায় দুর্গোৎসবে নিরাপত্তা প্রদানে বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ওসি

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ১০, ২০২১

আগৈলঝাড়ায় দুর্গোৎসবে নিরাপত্তা প্রদানে বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ওসি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা প্রদানের লক্ষে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পুজা মন্ডপ নির্মাণ করা হয়েছে আগৈলঝাড়া উপজেলায়। ১৫৯টি মন্ডপে পুজার আয়োজন এখন শেষ পর্যায়ে। সোমবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের শারদীয় দুর্গোৎসব।

রোববার সকাল থেকে বিখেল পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি ওই পুজা মন্ডপের সাথে সংশ্লিষ্ট কমিটির লোকজনের সাথে সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন এসআই মিজানুর রহমান।

শারদীয় দুর্গা পুজায় মন্ডপগুলোতে শতভাগ নিরাপত্তা প্রদানের লক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন বলে মন্ডপ কমিটির লোকজনকে আশ্বস্ত করেন ওসি মাজহারুল ইসলাম।

পটুয়াখালীতে অপহৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা ১৬ ঘণ্টা পর বরিশালে উদ্ধার

কোন মন্তব্য নেই

শনিবার, অক্টোবর ০৯, ২০২১



পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিলন গাজীকে (৩৫) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয়ে তুলে নেওয়ার ১৬ঘন্টা পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাট সংলগ্ন গ্রামের নিজ বাড়ি থেকে পিকআপে পিবিআই পুলিশ পরিচয়ে মিলনকে তুলে নিয়ে ফেরি পার হয়ে বরিশালের দিকে চলে যায়। এর পর থেকেই কোনো সন্ধান পাচ্ছিল না তার পরিবার। চারিদিকে খোঁজ-খবর নিয়ে সন্ধান না মেলায় শুক্রবার সকালে দুমকি থানায় এ ঘটনায় একটি সাধারণ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ মিলন গাজীর পিতা আবদুল কাদের গাজী।

জিডিতে বলা হয়, মিলন গাজী পেশায় একজন গাড়িচালক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি বাড়িতে ফেরেন। পরে রাতের খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১টার দিকে তাদের বসতঘরের সামনে ৮-১০জন লোক এসে পুলিশ পরিচয়ে ডাকাডাকি করে। দরজা খোলার পর সবাই ঘরে ঢুকে মিলন গাজীকে বাড়ির সামনে অপেক্ষমাণ একটি পিকআপ ভ্যানে তুলে লেবুখালী ঘাটের স্পেশাল ফেরিতে পাড় হয়ে বরিশালের দিকে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ ও নিখোঁজ ছিল।

শুক্রবার বিকাল ৪টায় লোকমুখে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল খোঁজ নিতে গিয়ে তার সন্ধান পায় স্বজনেরা।

জ্ঞান ফেরার পর মিলন গাজী জানান, দুর্বৃত্তরা তুলে নিয়ে গাড়িতে বসে তাকে বেদম মারধর করে অজ্ঞান অবস্থায় বরিশালের রূপাতলী এলাকায় ফেলে যায়। ভোর হলে স্থানীয় লোকজন তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে ভিকটিমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেছে বলে শুনেছি।

পুলিশ সুপার (পিবিআই) পটুয়াখালী আবদুস সোবাহান খান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালীতে মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ০৭, ২০২১

 


পটুয়াখালী শহরের নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি-মনোহরি, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, মাছ মাংসের আড়তসহ প্রায় ৭০টি দোকানের ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে। আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মন্তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam