Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Rajapur লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Rajapur লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শবে বরাত উপলক্ষে হতদারিদ্রদের মাঝে নারী নেত্রীর উপহার সামগ্রী বিতারণ

কোন মন্তব্য নেই

বুধবার, মার্চ ০৮, ২০২৩


শবে বরাত উপলক্ষে দুইশত পঞ্চাশ অসহায় হতদারিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতারণ করলেন জেলা যুব মহিলালীগের নারী নেত্রী রিপা আক্তার 

রিপা আক্তার ঝালকাঠি জেলা যুব মহিলালীগের সহ সভাপতি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশ কাঠি এলাকার বাসিন্দা

মঙ্গলবার দুপুরে ৭নং ওয়ার্ডের কানুদাশ কাঠির নিজেস্ব বাস ভবনে ইউনিয়নের দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতারণ করেন ওই নারী নেত্রী

রিপা বলেন, শবে বরাতের রাত মুসলমানদের জন্য একটি পুন্যময় রাত। এই রাতে সকল মুসলিম পরিবারের নারী পুরুষ ইবাদাত বন্ধেগীর মধ্যে দিয়ে পার করে। এর পাশাপাশি প্রতিটা পরিবার এই রাতে বিভিন্ন রকমের খাদ্যসামগ্রী তৈরি করে থাকে। আর এই কারনেই গালুয়া ইউনিয়নের অসহায় হতদারিদ্র পরিবারের মাঝে কেজি করে উপহার সামগ্রী দিয়েছি। যাতে করে অন্তত শবে বরাতের দিনটি তাদেরও সাচ্ছন্ধে কাটে। 

আজকে রিপা আপার দেয়া এই উপহার পেয়ে অত্যান্ত আনন্দিত। এসময় জেলা যুব মহিলালীগের নারী নেত্রী রিপা আক্তার প্রান বরে দোয়া করেন বিলকিছ বেগম, জসিমসহ অসহায় হতদারিদ্র পরিবারের আনেকে।

এসময় জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসাম্মাৎ সামিরা আক্তার, ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল বাতেন, মোয়াজ্জেম হোসেন ফারুক উপস্থিত ছিলেন

৭১'র এই দিনে বরিশাল অঞ্চল রাজাপুরের আকাশে ওড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা

কোন মন্তব্য নেই

বুধবার, নভেম্বর ২৩, ২০২২

মুক্তিযোদ্ধা দেনছের আলী বলেন, ‘যুদ্ধ চলাকালীন রাজাপুর উপজেলার থানা ঘাটের বধ্যভূমিতে ৭০০-৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয় সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ লোক


ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস ২৩ নভেম্বর। ৭১'র এই দিনে বরিশাল অঞ্চলে সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয় রাজাপুর থানা। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে ওড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ১৪ নভেম্বরের পর সারাদেশের ন্যায় রাজাপুরে মুক্তিযুদ্ধ আরো তীব্র হয়। দেশীয় দোসরদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ নিরীহ জনগণকে ধরে এনে বধ্যভূমি সংলগ্ন নদীর ঘাটে বেঁধে গুলি করে লাশ নদীতে ফেলে দেয়। লাশের গন্ধে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, ১৯৭১ সালের ২২ নভেম্বর সন্ধ্যা থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমন চালায়, শুরু হয় পাল্টাপাল্টি গুলি। পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের রাতভর যুদ্ধের পরে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে ২৩ নভেম্বর সকালের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ অঞ্চলে সম্মুখ যুদ্ধে শহিদ হয়েছিলেন আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা। আহত হন কমপক্ষে ২০ জন ।

মুক্তিযোদ্ধা সত্যবান সেন বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম চলাকালে সারা দেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়। রাজাপুর থানা ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে। সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি তৈরি করেন। রাজাপুর থানায় সম্মুখ যুদ্ধ শুরু হলে তিনিও এ যুদ্ধে অংশ নেন এবং সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর বীর উত্তম খেতাবে ভূষিত হন।’

মুক্তিযোদ্ধা দেনছের আলী বলেন, ‘যুদ্ধ চলাকালীন রাজাপুর উপজেলার থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ লোক।’

সুত্র: নিউজবাংলা

মারা গেলেন গালুয়া’র সেই ৩ নবজাতক

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২


রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি গ্রামে নাজমিন বেগম (২৬) নামের এক নারী গত সোমবার একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আজ বৃহস্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে এক এক করে সেই তিন নবজাতক মৃত্যু বরণ করে

নাজমিন চারাখালি গ্রামের হারুন জোমাদ্দারের মেয়ে।৭ বছর আগে পিরোজপুরের হুলারহাট এলাকার মৃত সোবাহানের ছেলে রিক্সাচালক ইউনুচ হাওলাদারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নাজমিনের। এর আগে নাজমিনের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে।

বর্তমানে নাজমিন অসুস্থ আবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি রয়েছে।

গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইলিয়াস ফরাজী জানান, বৃহস্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে এক এক করে তিন নবজাতকই মৃত্যু বরণ করে এবং মা নাজমিনও অসুস্থ হয়। নাজমিনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে  চিকিৎসা দেয়া হচ্ছে।

কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামন্ডপে মনিরের আর্থিক সহায়তা

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ০৫, ২০২২


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির কাঁঠালিয়া উপজেলার সাতানি বাজার,কাঁঠালিয়া সদর,আমুয়া সহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করে এবং পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগত অর্থ তুলে দেন।

রাজাপুর পূজামণ্ডপে পুরোহিতের মৃত্যু

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০২২


রাজাপুর উপজেলায় সনাতন ধর্মামলম্বীদের চলমান শারদীয় দুর্গাপূজার কার্যক্রম পরিচালনার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে রাজাপুর সদরের বাজারের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

ওই পুরোহিতের নাম শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী (৭০)। তিনি রাজাপুর সদরের কেদারেশ্বর বাসিন্দা। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, পূজার কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ পুরোহিত অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুরোহিতের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক প্রকাশ করে চলমান উৎসব শিথিল করা হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ৩৫ বছর ধরে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী।

বিশেষ অবদান রাখায় আনসার-ভিডিপি’র ১০ জন পেলো পুরস্কার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জুন ২১, ২০২২


রাজাপুরে প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশের আয়োজন করে।

সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্ব করেন।

সামাজিক উন্নয়নে আনসার-ভিডিপিতে বিশেষ অবদান রাখায় ১০ জনকে পুরস্কারকৃত করা হয়।

বিশেষ অতিথি রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ মোস্তফা,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুফ, রাজাপুর শাখার আনসার ও ভিডিপি ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা। উপজেলা প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর সদর ইউনিয়ন দলনেতা মোঃ সাইফুল ইসলাম সুমন, মঠবাড়ি দলনেত্রী সেলিনা পারভীন।

ঋনের দায় ও চিকিৎসার অভাবে সাতুরিয়ায় যুবকের আত্মহত্যা

কোন মন্তব্য নেই

বুধবার, এপ্রিল ২০, ২০২২


রাজাপুরে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. রুবেল আকন (২৮) নামে এক শ্রমজীবী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুবেল আকন দক্ষিন তারাবুনিয়া গ্রামের মো. মজিবুর আকনের ছেলে। 

মৃত রুবেলের স্বজনরা জানায়, এক বছর পূর্বে বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে রুবেল সৌদি আরবে গেলেও সেখানে প্রতারনার শিকার হয়ে দেশে ফিরে আসে। দেশে ফিরে সে শারীরিক ভাবেও গুরুত্বর অসুস্থ হয়ে পরলে রুবেল আরো অনেক টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ে। নিজের চিকিৎসার খরচ চালাতে সে কিছু দিন ধরে বরিশালের একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করে আসছে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ইটভাটা থেকে বাড়িতে আসার কথা বলে রুবেল নিজ গ্রামে চলে আসে। তবে রুবেলের বাড়িতে আসার কথা তার পরিবারে সদস্যরা কেউ জানতে পারেনি।

বুধবার সকালে রুবেলের প্রতিবেশী আউয়ালের বাগানের একটি আম গাছে রশি গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ ঝুলতে দেখে রাজাপুর পুলিশে খবর দেয় স্থানীয়রা। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

রুবেল অনেক টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ায় ও নিজের শারীরিক অসুস্থতার সঠিক ভাবে চিকিৎসা চালাতে না পারায় হতাশগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে জানায় স্বজনরা। 

রাজাপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (নং ৭/২২) রেকর্ড করা হয়েছে। রুবেলের শরীরে কোথাও কোন দাগ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনের কস্টে হয়তো সে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার বিকালে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাজাপুর আসছেন বিএইচ হারুন (এমপি)

কোন মন্তব্য নেই

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন (এমপি) তাঁর নির্বাচনী এলাকা রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সাথে ইফতার মাহফিলে যোগদানের করবেন।

আগামী শুক্রবার (২২ এপ্রিল)  ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সাথে ইফতারি মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি, রাজাপুরে ফসলে ক্ষতির শঙ্কা

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির সাথে বাতাস পরবর্তিতে জমে থাকা বৃষ্টির পানিতে আমন ধানসহ গাছ মাটিতে নুয়ে পড়েছে। এছাড়া খেসারি ডাল ও শীতকালিন শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।  এদিকে দুই এক দিনের মধ্যে জমে থাকা বৃষ্টির পানি নেমে না গেলে খেসারি ডাল ও অন্যান শীতকালিন শাক সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। তবে ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানায় কৃষি দপ্তর।

উপজেলা সদরের পিংড়ি, বাড়ইবাড়ি, পুকুরিজানা, সাউথপুর, সাংগর, মানকিসুন্দর এলাকা ঘুরে দেখা গেছে, তিন দিনের টানা বৃষ্টি ও সাথে দমকা বাতাসে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। অধিকাংশ ধানের ছড়া পানির মধ্যে ডুবে রয়েছে। খেসারি ডাল ও শীতকালি শাক সবজির বাগানে পানি জমে রয়েছে। 

কৃষক আমির হোসেন ও সেলিম মিয়া জানায়, এ বছর আমনের ফলন ভাল হয়েছে তবে ধানের মাঠে বৃষ্টির পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

জব্বার হোসেন জানায়, দেনা করে জমিতে শীকালিন বিভিন্ন শাক সবজির আবাদ করেছিলাম। হঠাৎ বৃষ্টি আর জমে থাকা পানির কারণে ফসলের ক্ষতি হলে লোকসানে পড়তে হবে। এব্যাপারে কৃষি অফিসের পরামর্শ জরুরি হলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে তাদের কাউকে দেখা যায়নি। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, পরিপক্ক হওয়ার কারনে আমন ধান ক্ষতির আশঙ্কা নেই তবে দুই দিনের বেশি সময় পানি জমে থাকলে খেসারি ডালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও অন্যান শীতকালিন শাক সবজিরও তেমন কোন ক্ষতি হবে না। ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে। চলতি বছরে ১১২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাঠে রয়েছে ৮৪৩০ হেক্টর জমির ধান বাকিটা কর্তন করা হয়েছে। ৬ হাজার হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হবার কথা থাকলেও বর্তমানে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ২৩৫০ হেক্টর জমিতে খেসারি ডাল আর ৪৬০ হেক্টর  জমিতে শীতকালিন সবজি চাষ হয়েছে।

রাজাপুরে কনের বাবার অর্থদন্ড

কোন মন্তব্য নেই

শুক্রবার, ডিসেম্বর ০৩, ২০২১

ঝালকাঠির রাজাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কন্যের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রোলা গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত হলো উপজেলার রোলা গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. সিদ্দিক হাওলাদার (৫৫)।

সাংবাদিক পুলিশের পারস্পরিক ও পেশাগত দীর্ঘ ঐতিহ্য রয়েছে: ওসি পুলক

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

অপরাধবিষয়ক সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ পুলিশের পারস্পরিক পেশাগত দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন। এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন রাজাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়।

আজ শনিবার বিকেলে রাজাপুর থানা মিলনায়তনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওসি পুলক বলেন, ‘আমি অনেক ঘটনার সাক্ষী। সাংবাদিকদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, যা আমার অফিসের কোনও সদস্য কিংবা কর্মকর্তা দিতে পারেন না।’ পুলিশ এবং সাংবাদিক একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করে সব সময়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, চোর ডাকাত নির্মুলের চেষ্টা, বিট পুলিশিং কার্যক্রম, দালান মুক্ত থানা গঠনে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন ওসি।

ওসি পুলক চন্দ্র রায় পাশ্ববর্তী উপজেলা কাঠালিয়া থানা থেকে গত শনিবার রাজাপুর থানায় যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সাথে এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।

মতবিনিময় সভায় সঞ্চালনার দ্বায়ীত্ব পালন করেন ওসি তদন্ত আব্দুল হালিম।

এসময় রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজি, প্রবীন সাংবাদিক আউয়াল গাজী, মাইনুল হক লিপু, অহিদ সাইফুল, সাইদুল ইসলাম ফরাজি, কামরুল হাসান রানা, খায়রুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পরে অপারেশন থিয়েটার চালু

কোন মন্তব্য নেই

শনিবার, নভেম্বর ২৭, ২০২১

ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৫১ বছর পরে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। (২৭ ননভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি উপস্থিত থেকে অপারেশন থিয়েটার ও একটি এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বজলুল হক হারুনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, রাজাপুর সরকারি কলেজেরে অধ্যক্ষ মো. গোলাম বারি খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম খলিফা প্রমূখ।

শুক্তাগড়ে চুরি ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারায় স্থানীয়রা

কোন মন্তব্য নেই

শুক্রবার, নভেম্বর ২৬, ২০২১

রাজাপুরে রাতের আধাঁরে চুরি ডাকাতি ঠেকাতে গ্রামে গ্রামে রাত্রিকালীন পাহারা বসাচ্ছেন স্থানীয়রা৷

উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় পাহারাদারদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন রাজাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার ৷

এ সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান সহ স্বস্ব ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷

দায়সারা ভাবে রাজাপুরে শের-ই বাংলার জন্মদিন পালন, নিকটাত্মীয়রা ছিলনা অনুষ্ঠানে

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী বাংলার বাঘ নামে খ্যাত শেরে বাংলা কে ফজলুল হকের ১৪৮তম জন্মদিন তার খোদ জন্ম স্থানেই দায়সারাভাবে পালন করা হয়েছে। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। দেশের বিভিন্ন স্থানে ঝাকঝমক ভাবে জন্মদিন পালিত হলেও তার জন্মস্থান রাজাপুরে চোখে পড়ার মত ছিলনা কোনো আয়োজন। স্রেফ দায়সারাভাবেই সাতুরিয়া শের--বাংলা কে ফজলুল হক রিচার্স ইনিস্টিউট সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানের আয়োজন করেছিল। মঙ্গলবার সকালে দায়সারাভাবে পালন করা হয়েছে জন্মদিন। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলনা শের--বাংলার নানার বংশের কোন নিকটাত্মীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শের--বাংলার জন্মস্থান সাতুরিয়ার একাধিক ব্যক্তি বলেন, শের--বাংলা আমাদের গর্ব। তার জন্ম আমাদের এলাকায় তাই আমরা ধন্য। সে আমাদের উপজেলাকে, আমাদের গ্রামকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। আজ সে জীবিত নেই কিন্তু তার নানার বংশের দাদার বংশের লোক এখনো জীবিত আছে। আজকে এমন একটা দিনে অনুষ্ঠানের আয়োজন করলো সেখানে তার আত্মীয় স্বজনরা কেউ নাই। তারা যদি শের--বাংলাকে স্মরণ করতে এই আয়োজন করতো তাহলে তার রক্তের কাউকে এখানে দাওয়াত দিত। যেহেতু তাদের কাউকে এখানে দাওয়াত দেয়া হয়নি সেহেতু নিজেদের পরিচিতি বাড়াতে এবং নিজেদের স্বার্থের জন্যই এই আয়োজন করা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষের সাতুরিয়া ইঞ্জিনয়ার একেএম রেজাউল করীম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সিকদার জানান, অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু, মহিদুল ইসলাম আবুল বাশার উপস্থিত ছিলেন। তারাই শের--বাংলার আত্মীয়। এছাড়াও তার নাতি রাজু সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছিলো সে আসেনি। তিনি আরো জানান, রাস্ট্রীয়ভাবে যেহেতু পালন করা হয় না। আমরা যেমন পারছি করেছি, আর কোথাও তো কেউ করেনি।

ব্যাপারে শের--বাংলার নানার বংশধর তানভীর রহমান বলেন, আমরা কর্মের তাগিদে সব সময় দেশে থাকিনা, তবে সুযোগ পেলেই এলাকায় যাই এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি। আমার বাবা ওবায়েদ মিয়া শের--বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে অনেক অবদান রেখেছেন যা এখনো চলমান।

আজকের অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার বিষয়ে তিনি বলেন, এলাকার একটি মহল শের--বাংলার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কর্ম করে থাকে। তারা আমাদের কাউকে এই বিষয়ে কিছুই অবগত করেনা। আজকের অনুষ্ঠান সম্পর্কেও কিছুই আমাদের জানায়নি। এগুলো আমাদের দুঃখ দেয়। এতে আমরা আস্তে আস্তে মানুষের পাশের থাকার আগ্রহ হাড়িয়ে ফেলছি।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন বলেন, শের--বাংলার জন্মদিন উপজেলা প্রশাসনের আয়োজনেই পালন করা উচিত কিন্তু কোনো বরাদ্দ না থাকায় উপজেলা প্রশাসন এর আগে কখনো পালন করেনি তাই এবারেও করা হয়নি। তবে যারা করেছে তাদের আরো বড় আয়োজন করা উচিত ছিলো।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam