Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Jhalokathi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Jhalokathi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পৌর কাউন্সিলর কামাল শরীফের প্রতিবাদ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩

 


ঝালকাঠি: গত ১২ সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার দৈনিক যুগান্তরের দ্বিতীয় পাতার তৃতীয় কলামে “ঝালকাঠিতে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর  জেলা যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কামাল শরীফ। এক প্রতিবাদ লিপিতে কামাল শরীফ বলেন, প্রকাশিত সংবাদের বক্তব্য আদৌ সত্য নয়, বরং ঢাকা জাতীয় প্রেসক্লাবে জনৈক  মোহাম্মদ সাঈদ এর সংবাদ সম্মেলনের উদ্বৃতি দিয়ে মিথ্যা বানোয়াট এবং অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর কামাল শরীফ কখনও কারো ব্যবসা প্রতিষ্ঠান বা জমি দখল করেন নাই। মোহাম্মদ সাঈদ ঝালকাঠি শহরের ৪নং ওয়ার্ডের তুলাপট্রি মদিনা মসজিদ গলির যে, জমি দখলের অভিযোগ কামাল শরীফের বিরুদ্ধে করা হয়েছে সে জমি ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানী মামলা নং ৩২৭/২৩ এর  সোলেনামা রায়-ডিক্রীমূলে মালিক মোঃ কামাল শরীফ।

গত ২১ আগস্ট সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ রায় ও ডিক্রী প্রদান করেন। তুলাপট্রির ওই জমির মূল মালিক  দেলোয়ার হোসেন এর মৃত্যুতে তার একমাত্র পুত্র মাজহারুল ইসলাম ও একমাত্র কন্যা দিলরুবা খানমের আমামোক্তার তোফাজ্জেল হোসেন সম্প্রতি সরজমিন কামাল শরীফকে জমির দখল বুঝিয়ে দেন। ওই জমির ওপর দীর্ঘদিনের ভাড়াটিয়া পিযুষ চন্দ্র সাহা  “সাহা বস্ত্রালয়” নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করে আসছিলেন। তিনি কামাল শরীফের সাথে ভাড়াটিয়া হিসেবে নতুনভাবে চুক্তিবদ্ধ হন।

কামাল শরীফ প্রতিবাদ লিপিতে আরও দাবী করেন একটি কুচক্রীমহল তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে নানা ধরণের অপপ্রচার ও ষড়যত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে জনৈক মোহাম্মদ সাঈদকে দিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করানো হয়েছে।

মোঃ কামাল শরীফ

ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর

জেলা যুবলীগের শান্তি সমাবেশে আহ্বায়ক জাকির, যুগ্ম আহ্বায়ক কামালের নাম ঘোষনা

কোন মন্তব্য নেই

রবিবার, জুন ২৫, ২০২৩

 

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে লক্ষ্যে ঝালকাঠি জেলা যুবলীগের শনিবার (২৪ জুন) বিকাল ৪ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে ঝালকাঠি জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চোদ্দ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস করে ছিল। সাধারণ মানুষকে পুড়ে মেরেছে। তা মানুষ ভুলে যায়নি। নতুন করে বিএনপি দেশের সন্ত্রাস চালানোর পায়তারা করছে তারা আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলেও সর্তক করেন। এর আগে আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল শরীফের নাম উল্লেখ করে আমির হোসেন আমু (এমপি) জেলা যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকার আহ্বান জানান।    

সমাবেশে ঝালকাঠি বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী, ১৪ দলের সমম্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আমির হোসেন আমু এমপি।

শান্তি সমাবেশে সভাপতিত্বে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য তানিন তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের আহবায়ক ইমরান হোসেন শুক্তি, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আলী আজগর আকাশ, ঝালকাঠি জেলা যুবলীগ নেতা ফয়সাল মাহমুদ সায়েল, ঝালকাঠি জেলা যুবলীগ নেতা রাকিব তালুকদার, ঝালকাঠি জেলা যুবলীগ নেতা আ ফ ম আজিম তালুকদার।

সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার ঘোষণা দেন। ঝালকাঠি যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকার আহ্বান জানান।

‘আন্তর্জাতিক তৃতীয় পিঠস্থান’ শিববাড়িতে শিব চতুর্দশীর মেলা শুরু

কোন মন্তব্য নেই

রবিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৩


খাইরুল ইসলাম, ঝালকাঠি: হিন্দু ধর্মাবলম্বীদের ‘আন্তর্জাতিক তৃতীয় পিঠস্থান’ ঝালকাঠির শিববাড়িতে চলছে ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা।

সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শিববাড়ি গ্রামে শনিবার শুরু হওয়া তিন দিনের এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী অংশ নিচ্ছেন।

মেলা কমিটির সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, “হিন্দুদের আন্তর্জাতিক এই তৃতীয় পিঠস্থানে প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসে। মেলার প্রধান পর্ব দেবতা শিবের উপাসনা।

 “এক সময় নেপাল-ভারত ও শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থী আসত। তখন মাসব্যাপী মেলা জমত। লাখ লাখ মানুষের সমাগম হত। এখন আর আগের দিনের মতো নেই। পরিসর অনেক কমে গেছে। তবে এ বছর ৫০ হাজারের মতো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়েছে বলে ধারণা করছি।”

মেলায় গ্রামীণ সংস্কৃতির সবকিছু পাওয়া যাচ্ছে। দোকানে দোকানে মিষ্টি, পান-সুপারি পাওয়া যাচ্ছে। মেয়েদের প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছে অনেকে। নাগরদোলা আর শিশুদের খেলনা তো আছেই।

মেলায় আসা অনেকেই বিশেষ উদ্দেশ্যে শিবের পূজা করছেন। নারীরা স্বামীর মঙ্গল কামনায়, কুমারীরা আকাক্সিক্ষত বর প্রত্যাশায় ফুল-জলসহ নানা মাঙ্গলিক উপাদানে নৈবেদ্য সাজিয়ে দেবতা শিবকে সন্তুষ্ট করছেন। অপরদিকে শিশুর মঙ্গলের জন্য মায়েরা এসেছেন মানত নিয়ে।

ঢাকার উত্তরা থেকে সপরিবার এসেছেন সঞ্জিত কুমার হালদার। মেয়ে, স্ত্রী ও শিশুছেলের সঙ্গে এনেছেন প্রতিবেশীদেরও।

তার মেয়ে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী অধিলক্ষী হালদার বলেন, “ছোটবেলা থেকে পিসি, বড় বোনসহ আত্মীয়-স্বজনকে এই উৎসব উদযাপন করতে দেখে আসছি। আমি আজ সকাল থেকে উপবাস করছি, শিবের ব্রত পালন শেষে উপবাস ভাঙব।” যোগ্য বর প্রত্যাশায় শিব ঠাকুরকে নৈবেদ্য দিতেই এত দূর এসেছেন বলে জানান অধিলক্ষী।

“ছেলের জন্য শিববাড়িতে মানত ছিল। তাই এ উৎসবে ওর চুল কেটে ন্যাড়া করে মানতি পালন করলাম।” বলছেন ফরিদপুর থেকে শিশুছেলেকে নিয়ে আসা ইন্ধুশ্রী সাহা। সাথে আছেন তার আত্মীয়-স্বজনও।

কেউ কেউ এসেছেন নিছক মেলা উপভোগের জন্য। স্বরুপকাঠি থেকে আসা এমন একদল তরুণের সাথে কথা হল। তাদের একজন মো: কাইউম, “অনেক দিন ধরে প্রতিবেশীদের কাছে এ মেলার কথা শুনে আসছি। এত বড় আর এমন উৎসবমুখর মেলা আমি আর কোনো দিন দেখিনি।”

মেলা ভাঙবে সোমবার সন্ধায়।

কেওড়ায় খান সাইফুল্লাহ পনিরকে গণ সংবর্ধনা

কোন মন্তব্য নেই

রবিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৩


১৪ দলের মুখপত্র ও ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে অগামী দিনেও ভোট প্রধানের মধ্যদিয়ে আমাদের এই উন্নায়নের দ্বারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ, ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়া অ্যাড. খান সাইফুল্লাহ পনিরকে শনিবার রাতে কেওড়া ইউনিয়নের পিপলিতায় ১, ২, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের গণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান আতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা আলহাজ্ব আমির হোসেন আমু উন্নায়নের দ্বারক ও বাহক যিনি উন্নায়ন ও দর্শনে এই অঞ্চলে জননেত্রী শেখ হাসিনার আদর্শ দর্শন জাতীর জনক বঙ্গবন্ধুর দর্শনে বিশ্বাসী হয়ে এই এলাকার মানুষের উন্নায়ন করছে তাই অগামী দিনেও তাকে ভোট প্রধানের মধ্যদিয়ে এই উন্নায়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।এলাকার সন্তান হিসেবে দ্বয়িত্ব আছে চেস্টা করবো এই ইউনিয়নের সকলকে সাথে নিয়ে যথাসাদধ্য কাজ করব। আশাকরি পচঁবছর ইউনিয়নের ছোট সমস্যা গুলো সামাধান করা সম্বব এবং সব জায়গায়ই কাজ করতে হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিএম আরিফ হোসেন মিন্টুর সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সামসুল ইকরাম পিরু, হোসনে আরা মান্নান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. বনি আমীন বাকলাই, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ খান।

কেওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান স্বপনের সঞ্চলনা করেন। এসময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলিম ফলাফলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

কোন মন্তব্য নেই

বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০২৩


ঝালকাঠি:
আলিম পরীক্ষার ফলাফলে দেশ সেরা হবার গৌরব অর্জন করেছে ঝালকাঠি ঐতিহ্যবাহী এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও ধরে রেখেছে মাদরাসার শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় বিজ্ঞান সাধারণ বিভাগে ৩৭৪ ছাত্র অংশ নেন যাদের মধ্যে ২৫৬ জন জিপিএ-, ১১৬ জন জিপিএ এবং বাকীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন

মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স- মাস্টার্সসহ জেডিসি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষার (হাদিস, তাফসির ও ফিকহ) ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট ও সুন্দর হাতের লেখা নিশ্চিতকরণ বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করা হয়। সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার কারণে কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে।

তিনি আরও বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় পাশের হার শতভাগ। দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় পাশের হার ৯৯.৯০ শতাংশ, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকা শাখায় পাশের হার ৯৯.০৭ শতাংশ ও টঙ্গি শাখায় পাশের হার ৯৯.৮০ শতাংশ। এর দ্বারাই প্রমাণিত হয় ঝালকাঠি এনএস কামিল মাদরাসা দেশসেরা।

‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ ঝালকাঠিতে ২ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর

কোন মন্তব্য নেই

সোমবার, জানুয়ারী ৩০, ২০২৩


ঝালকাঠি: বন্ধবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাধারন বীম কর্পোরেশনের পরিচালিত বঙ্গবন্ধু সুরক্ষা বীমা কর্মসূচীর আওতায় ঝালকাঠি শাখার এক গ্রাহকের পরিবারকে মৃত্যুদাবী লাখ টাকার চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে

সোমবার সকাল ১১টায় শহরের কোর্টরোডস্থ সাধারন বীম কর্পোরেশনের ঝালকাঠি শাখা কার্যালয়ে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা কর্মসূচীর গ্রাহক ষাইটপাকিয়া গ্রামের মোঃ শাকিল মাঝি গত ৩১জুলাই মৃত্যুবরন করলে তার নমিনি স্ত্রী চাঁদনী আক্তারের হাতে মৃত্যুদাবীর ২ লাখ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি খুলনা জোনাল অফিসের এজিএম মোঃ মশিউর রহমান।

এসময় তিনি সবাইকে বার্ষিক মাত্র ১১৫ টাকা বীমা করার বিনিময়ে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ কর্মসূচীর গ্রাহক হওয়ার আহবান জানান এবং এ বীমা পলিসির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার বিস্তারিত তুলে ধরেন।

ঝালকাঠি জেলা শাখার ম্যানেজার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল হক, জনতা ব্যাংকের ম্যানেজার প্রদীপ কুমার বিশ্বাসসহ ঝালকাঠি শাখা অফিসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুকুর থেকে পুরাতন ব্রিজের রড উদ্ধার

কোন মন্তব্য নেই

শুক্রবার, জানুয়ারী ২৭, ২০২৩


ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামের একটি পুকুর থেকে পুরাতন ব্রিজের রড উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকাল ৩টায় গ্রাম পুলিশের সহায়তায় রমজানকাঠির সাবেক মেম্বর চুন্নু শরীফের বাড়ির পুকুর থেকে ৩৫ পিচ রড উদ্ধার করে জানায় স্থানীয় চেয়ারম্যান।

উদ্ধাকৃত রডের আনুমানিক মূল্য ১০/১৫ হাজার টাকা, বর্তমানে চেয়ারম্যানের তত্ত্বাবধানে রয়েছে।

গ্রাম পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান জানায়, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান চুন্নু শরীফের বাড়ির দরজার পুরাতর ব্রিজ ভেঙ্গে নতুন গাডার ব্রিজ নির্মাণের কাজ চলছে। পুরাতন ব্রিজের লোহার এঙ্গেল ও রড সাবেক মেম্বর মনিরুজ্জামান চুন্নু শরীফের হেফাজতে ছিল।

গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে গ্রাম পুলিশের ও স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে ব্রিজটির পাশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় চেয়ারম্যান। এসময় সাবেক মেম্বরের বড় ভাইয়ের পুকুর ও ছোট খাল থেকে ৩৫ পিচ রড উদ্ধার করে। রড বর্তমানে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করে রাখা আছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

এ ব্যাপারে মুঠোফোনে সাবেক মেম্বর মনিরুজ্জামান চুন্নু শরীফ জানান, “আমার বাড়ির দরজার পুরাতন ব্রিজের রড ছিল যা চেয়ারম্যান নিয়ে যায়। বৃহস্পতিবার চেয়ারম্যান দফাদার ও চৌকিদার নিয়ে আমার বড় ভাইর পুকুর থেকে পুরাতন ব্রিজের কিছু রড উদ্ধার করেন। এই রড পুকুরে কে বা কাহারা রেখেছে আমরা জানি না।

বিস্ফোরক মামলায় ঝালকাঠিতে বিএনপির ৫ নেতা-কর্মী কারাগারে

কোন মন্তব্য নেই

রবিবার, জানুয়ারী ২২, ২০২৩


ঝালকাঠিতে বিস্ফোরক আইনের দুইটি মামলায় বিএনপি যুবদলের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত

রোববার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসূল জানান,  উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে সকালে নিম্ন আদালতে হাজির হয়েছিলেন আসামিরা।

গত বছরের ২৮ নভেম্বর জেলার রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ মোট ১০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই মামলায় রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক আল মামুন অভিকে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে গত বছরের ৭ ডিসেম্বর রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের বহনকারী বাসে বোমা বিস্ফোরেণের অভিযোগে অপর মামলায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ মোট ৪৪ জনকে আসামি করা হয়। 

এ মামলায় ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার ও যুবদল নেতা সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

কাঁঠালিয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জানুয়ারী ১৭, ২০২৩

কাঁঠালিয়ার ২০০৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোর পোনে ৫টায় উপজেলার আমুয়ার তুষার চত্বরে পথরঘাটাগামী ইসলাম পরিবহন থেকে মো: শুভ হাওলাদার নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

শুভ হাওলাদার মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো: মোস্তফা হাওলাদারের ছেলে।

এবিষয়ে ঝালকাঠি পুলিশ সুপারের সভা কক্ষে আজ বিকেল তিনটায় একটি প্রেসব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায়, গতকাল এএসআই মো: সোলাইমান ইসলাম সোহাগের নেতৃত্বে পুলিশের একটি টিম রণপাহাড়া দিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুষার চত্বরে ঢাকা থেকে আসা পথরঘাটাগামী ইসলাম পরিবহনে আভিযান চালায় । পরে তল্লশি চালিয়ে মো: শুভ হাওলাদার নামে ওই যুবকের কাছ থেকে ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে। শুভকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গুয়াটন পোস্ট মাস্টার কাছ থেকে ১১৫ পিচ জাল রেভিনিউ স্টাম্প উদ্ধার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩


খাইরুল ইসলাম, ঝালকাঠি: সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘরের পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের কাছ ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প জব্দ করা হয়েছে

ডাক বিভাগের পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয়ে নিয়মিত পরিদর্শন কালে জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ করে বিষয়ে বেলায়েত হোসেনকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত জাল রেভিনিউ ষ্টাম্প নিজের কাছে রাখা দীর্ঘ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্পের ব্যবসার কথা স্বীকার করে

নতুন বছরের শুরুতে ঝালকাঠি  ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনে গেলে বরাদ্দকৃত সরকারী রেভিনিউ ষ্টাম্পের চেয়ে বেশী টাকার হিসাব দেখালে বিষয়টি ধরা পরে এসময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে  তল্লাশীকালে কাগজপত্রের নীচের একটি ফাইলের মধ্য থেকে ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায় এনিয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন লিখিত ভাবে স্বাকারোক্তি প্রদান করে কৌশলে পালিয়ে যান আত্মগোপনে থেকে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন মোবাইল ফোনে কর্মকর্তাকে বিষয়টি মিটমাটের জন্য অনুরোধ করেন

বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঝালকাঠি থানায় গুয়াটন শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কোন মন্তব্য নেই


ঝালকাঠিতে শ্রদ্ধা ভালোবাসায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

মঙ্গলবার সকালে উপলক্ষে শহরের টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক এসএম আল আমিন।

তারেক-জোবায়দার সম্পদ ক্রোকের আদেশ প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

কোন মন্তব্য নেই

শনিবার, জানুয়ারী ০৭, ২০২৩


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরত্ন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের সম্পদ ক্রোকের প্রতিবাদে বিক্ষোপ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঝালকাঠির নেতাকর্মীরা।  

শনিবার সকাল ১১টায় আমতলা রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঝালকাঠির নেতাকর্মীরা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি কার্য়ালয়ের কিছু দুর এগুতেই তাতে বাধা দেয় পুলিশ। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বর্তমান সরকারকে ‘স্বৈরশাসক হিসেবে অভিযুক্ত করে বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, এই সরকারের কাছে দলের র্শীষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কিংবা সম্পদ জব্দের আদেশ প্রত্যাহার চাই না। বিএনপির অন্য নেতাকর্মীদের মুক্তি দাবি করছি না। তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।

এসময় জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক শামিম তালুকদার, সদস্য সচিব আনিসুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ ঝালকাঠির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

অস্ত্রের মুখে বেঁধে ঝালকাঠিতে ডাকাতির অভিযোগ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জানুয়ারী ০৩, ২০২৩

ঝালকাঠিতে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে রেখে এক বাড়িতে ডাকাতির হওয়ার অভিযোগ উঠেছে। জেলা শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকায় গতরাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক বাদল মুন্সি জানান, ১০ থেকে ১৫ জনের ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির মালিক বাদল, তার স্ত্রী এবং দুই ছেলেকে পৃথক দুটি কক্ষে বিছানার ওপর বেঁধে রেখে ডাকাতি চালায়। পরে মোবাইল ফোন, স্বানাংলকার ও নগদ টাকা নিয়ে ডাকাতদল র্নিবিঘ্নে চলে যায়। খবর পেয়ে সকালে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।


প্রথমবারের মতো ঝালকাঠিতে নারী ডিসি

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২


সারা দেশের ২৩ জেলায় একযোগে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঝালকাঠিতে নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পী।

অন্যদিকে ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

ঝালকাঠিতে আনন্দে মেতেছে আর্জেন্টিনা সমর্থকরা

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২০, ২০২২


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: কাতার বিশ্বকাপে উন্মোদনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, পিছিয়ে নেই ঝালকাঠি, প্রিয় দলের ১০ মিটারের বিশাল পতাকা ও বিভিন্ন বাধ্য নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

রোববার বিকালে ঝালকাঠি শহরে আনন্দ মিছিল করছেন আর্জেন্টিনা সমর্থকরা।

পূর্বের ঘোষণা অনুযায়ী জার্সি গায়ে শহরের থানা মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা। পরবর্তীতে মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের ফায়ার মোড়, পোস্ট অফিস রোড, ডাক্তার পট্টি, কাপুরিয়া পট্টি ও কুমারপট্টি সদর চৌমাথা সড়ক প্রদক্ষিণ শেষে থানা মাঠে গিয়ে শেষ হয় র‌্যালিটি।

দেখা গেছে, র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার আর্জেন্টিনার সমর্থকরা অংশ নিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে, পতাকা নিয়ে করছেন আনন্দ মিছিল।

আর্জেন্টিনার সমর্থক ঝালকাঠির মোঃ সাব্বির হোসেন রানা বলেন,‘আর্জেন্টিনা বরাবরই একটি জনপ্রিয় ফুটবল দল। তবে গত বিশ্বকাপের চেয়ে এবারের স্কোয়াড অনেক ভালো। এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থন আছি তারা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের অনুপ্রেরণা দেওয়া হলে একদিন বাংলাদেশ ও বিশ্বকাপ খেলবে।

র‌্যালিতে অংশ নেয়া আরেক সমর্থক বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র‌্যালিতে এসেছি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।

 

পুত্র সন্তানের কামনায় ঘরে ঘরে পূজিত হন কার্তিক, জেনে নেব বিস্তারিত

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২

দেব কার্তিক হলেন যুদ্ধের সেনাপতি, তার বাহন ময়ূর ময়ূর তার বাহন হওয়ার কারণ হল ময়ূর খুব কম ঘুমায় এবং সবসময় সচেতন থাকে, আর একজন যোদ্ধার জন্য এমনি বাহনের প্রয়োজন তাই ময়ূর কার্তিকের বাহন

বাংলায় প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক। রুদ্র দেবতা শিব ও পরম শক্তির দেবী পার্বতীর সন্তান হলেন দেবতা কার্তিক। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি হলেন পৌরাণিক দেবতা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে তাঁর পরিচিতি।  কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, শক্তিপাণি, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত, ভৌরবসূতানুজ, শর্জ ইত্যাদি।

বাংলায় যুদ্ধের দেবতা হিসেবে নয় বরং পুত্র সন্তানের কামনায় আরাধনা হয় কার্তিকের। বাংলায় প্রতিটি ঘরে ঘরে মনে করা হয় তাকে আরাধনা করলেই তার মতো সুপুত্রের জন্ম হবে। তাই নতুন দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার এক মজার প্রচলন আছে বাংলায়। তাই সকলেই কার্তিকে ছোটো সন্তান রূপেই পুজো করেন।

ঝালকাঠি শহরের কালিবাড়ি ও কুমারপট্টি মোড়ে মোড়ে কার্তিকের প্রতিমা নিয়ে বিক্রির জন্য বসেছে।তবে তেমন বেচা বিক্রি হচ্ছেনা এখন। সঞ্জিত পাল নামে এক বিক্রেতা প্রতিবিদককে জানান, শহরের মদোনমোহন আখড়ারাড়ি থেকে তিনি বেশ কয়েকটি প্রতিমা নিয়ে আসছেন এখানে বিক্রির জন্য, কিন্তু সকাল ১১টা বাজে ঘড়ির কাটা তখনো তেমন কোন ক্রেতার দেখা মিলেনি এনিয়ে হতাশ। তবে দুদিনে ৫/৭ খানা কার্তিকের প্রতিমা বিক্রি হয়েছে তাও লাভ কমে ছাড়তে হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কার্তিক পূজোর প্রচলন আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। বাংলা ছাড়াও দক্ষিণ ভারতে অনেক বেশি কার্তিক পূজা হয়ে থাকে। তবে সেখানে রক্ষার দেবতা বা যুদ্ধের দেবতা হিসাবে কার্তিকপূজিত হয়। কার্তিক ঠাকুরকে তামিল ও মালয়াম ভাষায় বলা হয় মুরুগান বা ময়ূরী স্কন্দ স্বামী। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাসএর মত স্থানে যেখানে তামিল জাতিগোষ্ঠী বিদ্যমান সেখানেই এই রক্ষা কর্তার পূজা হয়।

ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী প্রথম নির্বাচন ৩রা ডিসেম্বর

কোন মন্তব্য নেই

বুধবার, নভেম্বর ১৬, ২০২২


ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমাবয় সমিতি লি: এর আর্ন্তবর্তী কালনি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পহেলা অক্টোবর প্রকাশিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী বিজ্ঞপ্তি অনুযায়ী আগামি শনিবার (৩ ডিসেম্বর) সমিতির ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারের দ্বায়ীত্ব পালন করবেন মো: আব্দুল হান্না মিঞা, সহকারি পরিদর্শক উপজেলা সমবয় কার্যালয় ও আর্ন্তবর্তী কালনি ব্যবস্থাপনা কমিটির প্রধানের দ্বায়িত্ব পালন করবেন মো: ফজলুর রহমান।

ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমাবয় সমিতি লি: এর প্রথম নির্বাচন এটি। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে একজন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও ৯ জন সদস্যের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী সমাবয় সমিতির বিধিমালা/২০০৪ এর ২৭নং বিধির তফসিল ঘোষনার পর আজ মনোনয়ন ফরম বিতারণ করা হয়। এতে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করে। আগামী ২৬ নভেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর প্রতিক বরাদ্দ ও ৩ ডিসেম্বর সকাল ১০টায়  নির্বাচন শুরু হবে আর চলবে ৩টা পর্যন্ত।

সাধারণ সম্পাদক প্রর্থী গোলাম রাব্বানী বলেন, এটি ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমাবয় সমিতি প্রথম নির্বাচন। আমি সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম ক্রয় করেছে। আগামী ৩ ডিসেম্বর শনিবার  নির্বাচন সকলের কাছে দোয়া চাই। আমরা চাই এ নির্বাচনের মাধ্যমে বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ীরা তাদের  পছন্দের প্রতিনিধ নির্বাচন করবে। এবং তাদের মাধ্যমে এই বাজার ব্যাবস্থাপনা আরো ভালো সু-শৃংখল ভাবে পরিচালিত হবে।

উপজেলা সমবয় কার্যালয়ের সহকারি পরিদর্শক মো: আব্দুল হান্না মিঞা বলেন, আজ বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন বিক্রি চলবে এতে সভাপতি পদে ২, সহ-সভাপতি ৩, সাধারণ সম্পাদক ৩, ও সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছে। আগামী ৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে আর নির্বাচন চলাকালিন সময়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচনে সকল প্রকার সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে সুন্দার ও সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

সিডরের ১৫ বছরেও হয়নি টেকসই বাঁধ নির্মাণ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

আজ ১৫ নভেম্বর ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল উপকুলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় উপকূল প্রাণহানিও ঘটে ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই দিনে আজও আতকে ওঠে এই জেলার মানুষ 


ঘূর্ণিঝড় সিডরের ১৫ বছর পার হলেও আজ পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীর তীরে স্থায়ী বেরি বাঁধ নির্মাণ করা হয়নি যার ফলে ঝড়, বন্যা জলোচ্ছ্বাস হলে এই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষতি হয় সর্বশেষ ঘূর্ণিঝড় সিত্রাং- ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্ষতি পুষিয়ে উঠতে সুগন্ধা বিষখালী নদীর তীরে স্থায়ী বেরিবাধ নির্মাণের দাবি উপকূলবাসীর

সুগন্ধা নদী দক্ষিণ পাড় নলছিটি উপজেলার বারইকরণ খেয়াঘাট এলাকার প্রায় দেড় কিলোমিটার বেরি বাঁধ ভেঙ্গে গেছে ঘুর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ হওয়া পরে আজ পর্যন্ত স্থায়ী ভাবে মেরামত করা হয়নি একবার সংস্কার করা হলেও তা বেশি দিন টেকেনি বেরিবাঁধ ভেঙ্গে যাওয়ায় নদী তীরবর্তী বসতঘর, মসজিদ, মাদ্রাসা, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মধ্যে রয়েছে

শুধু বারইকরন খেয়াঘাট নয়- জেলার মগড়, উত্তমাবাদ, গাবখান চ্যানেল, সারেঙ্গল, শাচিলাপুর, বাদুরতলা লঞ্চঘাটসহ সুগন্ধা বিষখালী নদীর অর্ধশত স্থানে ১১কিলোমটার স্থায়ী বেরিবাধ না থাকায় ইতমধ্যে অনেকের বসত বাড়ি, দোকানপাট, বিদ্যালয়ের ভবনসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে বন্যা হলেই নদী তীরবর্তী মানুষগুলো আতঙ্কে বসবাস করে তারা একাধিক বার স্থায়ী বেরিবাধ নির্মাণের দাবি করলেও আজও তা বাস্তবায়ন হয়নি

ঝালকাঠি পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ভাঙ্গন কবলিত বেশ কিছু স্থান চিহ্নিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বাদুরতলা ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানো হয়েছে মগর উত্তমাবাদে জিও ব্যাগ ভরাট করন কাজ চমান রয়েছে

নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের জান মাল রক্ষার কথা বিবেচনা করে দ্রুত বেরিবাধ নির্মাণে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা উপকূলবাসীর

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam