Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Women and children লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Women and children লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হিজাবের দাবিতে কর্ণাটকে বিক্ষোভ, ২৩ শিক্ষার্থী বহিস্কার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জুন ০৭, ২০২২

হিজাব পরার দাবি জানানোয় শাস্তি পেলেন কর্ণাটকের ২৩ কলেজ শিক্ষার্থী। গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, উপ্পিনগাদি সরকারি ফার্স্ট গ্রেড কলেজের ছাত্রীরা গত সপ্তাহে শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির দাবিতে বিক্ষোভ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৭ জুন) বার্তা সংস্থা পিটিআই’কে পুত্তুর বিজেপি বিধায়ক এবং কলেজ উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান সঞ্জীব মাতান্দুর বলেছেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করায় গত সোমবার (৬জুন) তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বলা হচ্ছে, কর্ণাটক হাইকোর্টের রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা সত্ত্বে ওই ছাত্রীরা এ নিয়ে বিক্ষোভ করেছে। এ জন্য তাদের সাজা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

হিজাবের পক্ষে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা। এরপরও গত ১৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দেয় কর্ণাটক হাইকোর্ট। 

রায়ে হাইকোর্টের তিন বিচারপতি বলেছিলেন, ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক নয়। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এটি পরা নিষিদ্ধ করার অধিকার রয়েছে স্থানীয় সরকারের। 

এর আগে, গত ১ জানুয়ারি কর্ণাটকের উদুপিতে একটি কলেজে কয়েকজন হিজাব পরা শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরা শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারবেন না। 

রাজ্যজুড়ে সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। কয়েক জায়গায় হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীরা মুখোমুখি হয়। পুলিশের সঙ্গেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব স্কুল-কলেজ।

গত ২৬ জানুয়ারি কর্ণাটক সরকার এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগ পর্যন্ত ছাত্রীরা কেবল ইউনিফর্ম পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে। হিজাব বা গেরুয়া উত্তরীয় কিছুই পরার অনুমতি নেই।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে রিট করেন। তারা আদালতে দাবি করেন, হিজাব পরা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনোভাবেই তা বাতিল করা যাবে না। 

তবে ১০ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতুরাজ অবস্তি, বিচারপতি কেএস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজি অন্তর্বর্তী রায়ে বলেন, যতদিন না রায় ঘোষণা হচ্ছে, কর্ণাটকে স্কুল-কলেজ খুলতে পারে। কিন্তু কোনো শিক্ষার্থী ধর্মীয় প্রতীকসম্বলিত কোনো পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না।

এই মামলায় শুরু থেকে শেষ পর্যন্ত কর্ণাটক সরকার বলে এসেছে, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক অনুশীলনের মধ্যে পড়ে না। ১৫ মার্চ হাইকোর্টের রায়েও তাই বলা হয়েছে। এরপরও শ্রেণিকক্ষে হিজাব পরা বা এর দাবি জানানোর জেরে রাজ্যটিতে বিভিন্ন সময়ে বেশ কিছু ছাত্রীকে শাস্তি দেওয়ার খবর পাওয়া গেছে। 

প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার কে এই রূপা

কোন মন্তব্য নেই

রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এই প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাজধানীর কাফরুল ও কাকরাইল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্যে একজন মাহবুবা নাসরিন রূপা। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী।

মাহবুবা নাসরিন রূপার ফেসবুক আইডিতে দেখা যায়, তিনি ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। একই কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রী বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১৮ সালে দুপচাঁচিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু শনিবার সন্ধ্যায় বলেন, মাহবুবা নাসরিন রূপা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘তার গ্রেপ্তারের খবর কেবলমাত্র শুনলাম। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দুপচাঁচিয়া উপজেলার একাধিক ব্যক্তি জানান, মাহবুবা নাসরিন রূপা নির্বাচিত ভাইস চেয়ারম্যান হলেও তিনি এলাকায় সেভাবে থাকেন না। মাঝেমধ্যে আসেন, আবার চলে যান ঢাকায়। এলাকায় আসলে আওয়ীমী লীগের জাতীয় নেতাদের সঙ্গে ঢাকায় তার তোলা ছবি মোবাইল ফোনে লোকজনকে দেখাতেন তিনি। তার গ্রামের বাড়ি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভূঁইপুর গ্রামে। নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সমর্থন ছিল তার প্রতি।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, মাহবুবা নাসরিন প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা। নিয়োগের কথা বলে চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন তিনিসহ কয়েকজন।

ডিবি কর্মকর্তা আরও বলেন, প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ৫৫০টি অডিটর পদে নিয়োগের জন্য শুক্রবার ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ডিবির গুলশান বিভাগ তথ্য পায়-চক্রের সদস্যরাই পরীক্ষার্থী সেজে কেন্দ্রে ডিজিটাল ডিভাইস নিয়ে যায়। প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্র থেকে তারা ডিভাইসের মাধ্যমে চক্রের অপর সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। বাইরে থেকে তারা প্রশ্ন সমাধান পাঠিয়ে দেয় কেন্দ্রে। চাকরি প্রার্থীদের এভাবেই তার পাস করাতেন তারা। এর জন্য প্রতি চাকরি প্রার্থীর কাছ থেকে ১৬ লাখ টাকা নিতেন। অগ্রিম হিসেবে নেওয়া হত দুই থেকে পাঁচ লাখ টাকা।

রাজাপুরে কনের বাবার অর্থদন্ড

কোন মন্তব্য নেই

শুক্রবার, ডিসেম্বর ০৩, ২০২১

ঝালকাঠির রাজাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কন্যের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রোলা গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত হলো উপজেলার রোলা গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. সিদ্দিক হাওলাদার (৫৫)।

মরহুমা ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী ১লা নভেম্বর

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

আগামী ১লা নভেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয়ের প্রয়াত প্রিয়তমা সহধর্মিণী মরহুমা ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে এমপির আমতলা রোডস্থ বাস ভবনে উক্ত দিবসে সকাল ১১টায় কোরআন খানি এবং মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।

মিলাদ মাহফিল অনুষ্ঠানে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম পি মহোদয় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

কাঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

কোন মন্তব্য নেই

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষক জামাল হোসাইন কর্তৃক স্ত্রীকে মারপিট করে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনার ৩ দিন পর ভুক্তভোগীর মা-বাবা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ১৩ বছর পূর্বে ওই ভুক্তভোগী নারীর সঙ্গে পার্শ্ববর্তী বামনা উপজেলার সারোয়ারজান পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খোলপটুয়া গ্রামের জামাল হোসাইনের বিয়ে হয়। জামাল নিজ বাড়ি থেকে টাকা আনার জন্য মাসুদাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত।

ভুক্তভোগীর স্বজন আরও বলেন, ইতিপূর্বে স্বামী জামাল হোসাইনকে ১০ / ১২ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। আরও যৌতুক আনার জন্য গত শনিবার স্ত্রী মাসুদাকে বেধড়ক মারপিট করেন ওই শিক্ষক। গোপন অঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তাঁকে ঘরের একটি কক্ষে তালা বদ্ধ করে রাখেন জামাল। খবর পেয়ে সোমবার রাতে ভুক্তভোগীর মা-বাবাসহ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই তিনি কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আমুয়া) আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, ওই নারীকে আহত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাঁকে চিকিৎসা দিচ্ছি।

অভিযুক্ত শিক্ষক জামাল হোসাইন জানান, ‘এটা আমার বিরুদ্ধে একটি চক্রান্ত এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমার স্ত্রীর অন্যান্য বোন এবং ভাইদের নিয়ে এ রকম ঘটনা অনেক আছে। আপনারা ইচ্ছা করলে বামনা ও বরগুনা সাংবাদিকদের কাছে খোঁজ নিতে পারেন। এ বিষয় বরগুনার সাংবাদিক মোশারেফের কাছে জানতে পারেন।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, এ ব্যাপারে আমি কোন অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ বা মামলা দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র: আজকের পত্রিকা

জামিন পেলেও মুক্তি মেলেনি কিশোর আরিফের

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

ভাঙারির দোকানে প্রবেশ করে কোহিনুর বেগম নামের একজনকে ঘুমন্ত অবস্থায় মারধর এবং কুপিয়ে জখম করে একটি সংঘবদ্ধ চক্র। ওই নারীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে আরিফুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। গত ৮ মার্চ ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পশ্চিম পাশে দপদপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকের পর পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গত ৮ আগস্ট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে বৈধ অভিভাবক বা নিকটাত্মীয় কাউকে না পাওয়ায় জামিনের ৭৯ দিন পরও কারাগারেই থাকতে হচ্ছে কিশোর আরিফকে।

আরিফুল ইসলাম ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাইস্যা গ্রামের মৃত সোহেলের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কোহিনুর বেগমের স্বামী ভাঙারী ব্যবসায়ী মো. বেল্লাল সরদার বাদী গত ৯ মার্চ নলছিটি থানায় মামলাটি করেন।

কারা সূত্রে জানা গেছে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আরিফুলকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে সঠিক ঠিকানা ও অভিভাবকের সন্ধান না পাওয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে সরকারিভাবে আইনগত সহায়তা পেতে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করে আরিফুল। লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মানিক আচার্য্য মামলাটি পরিচালনা করেন। গত ৮ আগস্ট তার জামিন শুনানির দিন ধার্য করা হয়। নারী ও শিশু আদালতের বিচারক এমএ হামিদ তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনদার না থাকায় প্যানেল আইনজীবীর সহকারী রনিকে জামিনদার করে আদালতে জামিননামা জমা দেন আইনজীবী মানিক আচার্য্য।

পরে ঝালকাঠি আদালত থেকে জামিননামা কারাগারে পাঠালে কারা কর্তৃপক্ষ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেয়। তবে জামিন হওয়ার ৭৯ দিন পেরিয়ে গেলেও বৈধ কোনো অভিভাবক না পাওয়ায় সেখান থেকে বের হতে পারছে না আরিফুল।

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসার মো. শিবলী নোমান খান বলেন, নলছিটির একটি মামলায় আরিফুল ইসলাম নামের এক কিশোরকে কারাগারে পাঠালে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সহকারী পরিচালক মো. জাকির হোসেন এক পত্রের মাধ্যমে লিগ্যাল এইড সহায়তার আবেদন করেন। তাকে আইনি সহায়তা দিয়ে জামিন করানো হয়েছে। কিন্তু তার সঠিক স্থায়ী ঠিকানা নিশ্চিত হতে না পারায় বৈধ অভিভাবক পাওয়া যাচ্ছে না।

ঝালকাঠির কারাধ্যক্ষ জান্নাত উল ফরহাদ বলেন, আরিফুল ইসলাম ভবঘুরে প্রকৃতির হওয়ায় তার কোনো সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার স্বীকারোক্তি অনুযায়ী সে ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাইস্যা গ্রামের মৃত মো. সোহেলের ছেলে। আমাদের কাছে জামিননামা চলে এলে আমরা তাৎক্ষণিকভাবে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।

ঝালকাঠি সমাজ সেবা প্রবেশন কর্মকর্তা সানজিদা আয়েশা বলেন, নিয়মানুযায়ী তাকে মুক্তি দিয়ে বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করতে হবে। তবে আমরা তার বৈধ অভিভাবক খুঁজে পাচ্ছি না। তারপরও কোনো গ্রান্টার (জামিনদার) পেলে মানবিক কারণে আমরা তার মাধ্যমে তাকে মুক্ত করে দিতে পারতাম।

কোনো হৃদয়বান ও গ্রহণযোগ্য ব্যক্তি আরিফকে মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করলে তাকে লিগ্যাল এইড কার্যালয় অথবা সমাজ সেবা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

সুত্র: জাগোনিউজ

শেখ রাসেল পদক পেলো ঝালকাঠির রণিত অধিকারী

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ২৪, ২০২১

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রণিত অধিকারী জাতীয় পর্যায়ে শেখ রাসেল পদক পেয়েছেন তাকে স্বর্ণের মেডেল ও ল্যাপটপ প্রদান করা হয়েছে। রাসেল দিবসে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এই রাসেল পদক প্রদান করেছেন।

তথ্য ও যোযাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ বছর শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে পাঁচটি ক্যাটাগরিতে ১০জনকে জাতীয় এই পদক প্রদান করা হয়। ঝালকাঠির রণিত অধিকারী শিক্ষা ক্যাটাগরিতে পদক পেলেও সামগ্রীক বিষয়ে বিবেচনায় ১০জনের মধ্যে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় এই মেধাবী ছাত্র রণিত অধিকারী এখন পর্যন্ত এ নিয়ে জাতীয় পর্যায়ে ৭টিতে প্রথম পুরুস্কার পেয়েছেন। জেলা পর্যায়ে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ১০১টি প্রথম, ৩৭টি ২য় ও ২২টি ৩য় পুরুস্কার পেয়েছে। জেলা পর্যায়ে প্রথম পুরুস্কারের মধ্যে ৮০টিতে চিত্রাংকণ ও অন্য ২১টিতে চিঠি লেখা, রচনা প্রতিযোগীতা, আবৃতি, সংগিত, নৃত্য ও যন্ত্র সংগিতে তবলা, গিটার এবং খেলা-ধুলা বিষয়ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে এই পুরুস্কার পেয়েছে লেখাপড়ার পাশাপশি সব ক্ষেত্রেই রণিত অধিকারী প্রতিবার ছাপ রেখে মাত্র ৭ বছরের মধ্যে জেলা পর্যায়ে প্রথম পুরুস্কারের সেঞ্চুরি ও ২য়-৩য়তে হাফ সেঞ্চুরী করেছেন। অনুগত জীবনে তার এই প্রতিভা ধরে রাখতে পারলে প্রথম পুরুস্কারের ত্রিপল সেঞ্চুরী অর্জন করতে পরবেন।

২০১৪সাথে আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয় প্লে শ্রেণিতে পড়ুয়া অবস্থায় চিত্রাংকণ প্রতিযোগীতায় প্রথম পুস্কার পান এবং সেই থেকে ধারাবাহিকভাবে রণিত অধিকারী সেই মেধার বিকাশ গটিয়ে লেখা পড়ার সাথে সাথে শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে তার মেধা মেধার প্রতিফল ঘটিয়ে যাচ্ছে।

ঝালককাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ অধিকারীর একমাত্র সন্তান রণিত অধিকারী। মা মনমহিনী অধিকারী পেশায় গৃহীনি। তাদের গ্রামের বাড়ী পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী।

রণিত জানান শিশু শ্রেণিতে লেখাপড়ার সময় থেকেই তার মা বাবা দু জনেই তাকে লেখা পড়ার পাশা-পাশি এ সৃজনশীল বিভিন্ন বিষয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন। রণিত তার জীবনের পথ চলায় আগামী দিনগুলোতে সকলের আশীর্বাদ চেয়েছেন।

নারী উন্নয়নে বিশেষ অবদানে সম্মাননা পদক পেলো নলছিটির ৫ জন নারী

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

করোনাকালীন বাল্য বিয়ের আশংকা জনক হার বৃদ্ধি, প্রয়োজন কঠোর সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় নলছিটি চায়নামাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন নারীকে সম্মাননা পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির অ্যাম্বাসেডর এডভোকেট আনিসুর রহমান খান হেলাল। প্রধান বক্তা ছিলেন নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উৎযাপন ঝালকাঠি জেলা কমিটির সম্পাদক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা ইসরাত জাহান দোলন, সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, পিএফজি সদস্য মোঃ মাহমুদ্দুল্লাহ, নারী নেত্রী সোনিয়া আরজু ও ইয়োথ লিডার সাথি আক্তার প্রমুখ। 

শি*শু ধ*র্ষণ চেষ্টার অভিযোগে রাজাপুরে কিশোর গ্রেপ্তার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১

 


রাজাপুরে সাড়ে বছরের শি*শু ধ*র্ষণ চেষ্টার অভিযোগে মো. আসিফ খলিফা (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার বদনিকাঠি এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকায় একই বাড়ির মো. লতিফ খলিফার ছেলে অভিযুক্ত মো. আসিফ খলিফার ছোট বোন আমেনার সাথে ভূক্তভোগী শিশুটি তার ঘরে খেলা করতে যায়। সময় অভিযুক্ত আসিফ ভূক্তভোগী শিশুটিকে তার বসত ঘরের পাটাতনে তুলে ধর্ষ*ণের চেষ্টা চালায়। এতে শিশুটি কান্নাকাটি করিলে অভিযুক্ত আসিফ তাকে পাটাতন থেকে নামিয়ে দেয়। শিশুটি তার ঘরে গিয়ে মাকে জানায়। ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে রবিবার রাতেই মামলা দায়ের করেন। মামলায় পুলিশ আসিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

রাজাপুর থানা ওসি তদন্ত আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সন্তানের ভরণ-পোষণ চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

 


সন্তানের ভরণ পোষনের দাবীতে প্রশাসনের সু-দৃস্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন মরিয়ম বেগম নামে এক অসহায় মা।

সোমবার সকাল ১০ টায় ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই মা। তিনি উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকার মনিরুল ইসলামের মেয়ে।

মরিয়ম বেগম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ জানুয়ারি ২০০৫ ইং তারিখে এক লক্ষ টাকা দেন মোহরে একই উপজেলার গালুয়া দূর্গাপুর এলাকার মৃত হালিম বেপারীর ছেলে কবির হোসেনের সাথে আমার বিবাহ হয়। বিবাহের পর বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা সহ সাংসারিক সকল মালামাল সহ কবির হোসেনের গৃহে আমায় তুলে দেন আমার পরিবার। কিন্তু আমার যৌতুক লোভী স্বামী আমার পিতা ও স্বজনদের দেয়া উপহার সামগ্রীতে সন্তেষ্ট না হয়ে আমার উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এরই মধ্যে আমাদের দাম্পত্য জীবনে পরপর দুটি পুত্র সন্তান জিহাদ হাসান ও জিফাত হাসান জন্ম গ্রহন করে। বর্তমানে তাদের একটির বয়স ১৫ বছর এবং অপরটির বয়স ০৯ বছর। কিছু দিন পর সে আমার পরিবারের কাছে পুনরায় বিদেশে ব্যাবসা করার জন্য আরো ৩ লক্ষ টাকা দাবী করে। আমরা পরিবার সেই টাকা দিতে অস্বিকার করলে সে আমার সাথে যোগাযোগ করা সহ আমাদের ভরণ পোষন বন্ধ করে দেয়। সেই থেকে দীর্ঘদিন অপেক্ষা করে কোনো প্রতিকার না পেয়ে নিরুপায় হইয়া আমার দেনমোহর ও খোরপোষ এবং আমার এক ছেলের ভরণ পোষনের ডিত্রুী পাইবার আবেদনে মোকাম বিজ্ঞ রাজাপুর সহকারী জজ আদালতে (মোং নং-১৯/২০১৯) মোকাদ্দমা দায়ের করি। তারপরে গত দুই বছর আগে আমি জানতে পারি তাহার অন্যত্র আরো ৪ টি বিবাহ আছে। অন্যত্র বিবাহের ব্যপারে সত্যতা পাওয়ার পরে আমি তাকে ডিভোর্স দেই।

বর্তমানে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির বাজারে প্রতিমাসে আমার এক ছেলের ভরণ পোষনে প্রায় দশ হাজার টাকার অধিক ব্যয় হইতেছে। আমার ছেলের বাবা আমার দেনমোহর ও খোরপোষের টাকা পরিষোধ না করায় আমি আমার সন্তানকে নিয়ে এখন অর্ধানাহারে দিন কাটাচ্ছি। আমার দেনমোহর ও খোরপোষের এবং আমার এক ছেলের ভরণ পোষনের টাকা যাহাতে নিয়মিত পাইতে পারি যে জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু-দৃস্টি কামনা করছি।

ঝালকাঠিতে বৃদ্ধ নারীর চিকিৎসায় অর্থ প্রদান

কোন মন্তব্য নেই

 


ঝালকাঠি সদর উপজেলার দরিদ্র বৃদ্ধ নারী জবেদা খাতুনের চোখ অপারেশনে আর্থিক সহায়তা করে পাশে দাড়িয়েছে এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ঝালকাঠি শাখা।

দীর্ঘদিন উপজেলার উদচরা গ্রামের এক বৃদ্ধ নারী বিনা চিকিৎসায় চোখে ছানি পড়াসহ নানা রোগে ভুগছিলেন। স্থানীয় সাংবাদিক ইমান বিমানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধ নারীর পাশে দাঁড়ায় সংগঠনটি।

সোমবার সকালে শহরের শহীদ স্মরণি সড়কে (উন্নয়ন সংগঠন ঘাসফড়িং কার্যালয়ে) ওই বৃদ্ধ নারীর হাতে চিকিৎসা বাবত নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ সময় এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো: তাজবিউল হাসান রিজভী, উন্নয়ন সংগঠন ঘাসফড়িং এর সভাপতি পলাশ রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, সাংবাদিক রতন আচার্য্য, ইমান বিমান, মো: শামীম হোসেন ও সাংস্কৃতিক সংগঠক সুভাষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

কলেজছাত্রী লাকীর দুটি কিডনিই বিকল, প্রয়োজন অর্থ সহায়তা

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১১, ২০২১

কলেজছাত্রী লাকী আক্তারের বয়স সবেমাত্র ১৬ বছর। এই বয়সে শিক্ষায় মনযোগী হওয়ার পাশাপাশি নিজের জীবনকে সাজিয়ে নেওয়ার চিন্তায় সময় পাড় করার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে তাকে গুণতে হচ্ছে মৃত্যুর প্রহর। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তাকে ছুটতে হচ্ছে একের পর এক হাসপাতালে। অসুস্থতার ৪ বছর ধরে চিকিৎসা সেবা দিতে গিয়ে লাকীর দরিদ্র পরিবার একবারে নিস্ব হয়ে পড়েছে। কিন্তু তারপরেও বেঁচে থাকার ইচ্ছায় কলেজছাত্রী এবার প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভূতের দিয়া গ্রামের এই কিশোরী নিজের জীবন বাঁচানোর জন্য সহযোগিতা চেয়ে রোববার রাতে ফেসবুক পোস্ট করেন।

বাবুল হাওলাদারের মেয়ে লাকী ফেসবুক পোস্টে উল্লেখ করেন…..

আমার নাম মোসা: লাকী আক্তার পিতা মো:বাবুল হাওলাদার।
ইউনিয়ন: ১ নম্বর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর)। গ্রাম + পোস্ট: চর উত্তর ভূতের দিয়া। থানা: বাবুগঞ্জ। জেলা: বরিশাল।
ব্লাড গ্রুপ : বি পজেটিভ (বি+).
পেশা : ছাত্রী
বর্তমান ঠিকানা: ঢাকা ধানমন্ডি।
বর্তমান অবস্থা : অসুস্থ, দুটি কিডনি ড্যামেজ প্রতি সপ্তাহে এক ব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন হয়।
রোগের নাম : কিডনি রোগী।
বর্তমান চিকিৎসা কেন্দ্রের নাম : গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

২০১৭ সালে বরিশাল আগরপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থী এমতাবস্থায় অসুস্থ হয়ে পড়ি তখন ডাক্তার আমার দুটি কিডনি সমস্যা শনাক্ত করেন। আমার দুটি কিডনি অকেজো হয়ে গেছে আমার জরুরী চিকিৎসার জন্য বরিশালে বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেই প্রায় ৬ মাস চিকিৎসা নেওয়া পরেও কোন উন্নতি হয়নি ক্রমাগত দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি এরপরে বরিশালের ডাক্তার আমাকে ঢাকায় ট্রান্সফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই সেখানে ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে ডাক্তার আমাকে প্রতি সপ্তাহে তিনটা ডায়ালাইসিস করার জন্য পরামর্শ দিয়েছেন এবং পতি সপ্তাহে এক ব্যাগ রক্ত দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাকে ডায়ালাইসিস করার জন্য ট্রান্সফার করেন ঢাকা ধানমন্ডি ৬ নম্বর রোড গণস্বাস্থ্য নগর হাসপাতালে এখানে আমি প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস করি এবং কিছু দিন পর পর বিভিন্ন টেস্ট করা, ওষুধ সেবন, করা রক্ত দিয়ে নিয়মিত এই পযর্ন্ত চিকিৎসা চালিয়েছি ২০১৭ সাল থেকে এখন প্রর্যন্ত আমাকে প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস এবং রক্ত দিয়ে থাকা লাগে এমন জীবন আমার খুবি কষ্টকর আমার বাবা সাময়িক আর্থিক তা এখন নিঃস্ব যার কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার কিডনি ট্রান্সফার করে সুস্থ জীবন ফিরে পেতে চাই আপনাদের কাছে বিনীতভাবে আর্থিক সাহায্য পেতে অনুরোধ যানাচ্ছি। যাতে আমি আমার অকেজো দুটি কিডনির একটি কিডনি লাগিয়ে আমার সুস্থ জীবনে ফিরে আসতে পারি। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আমার আকুল আবেদন আমার কিডনি প্রতিস্থাপন করতে সাহায্য করে আমার পাশে দাড়ান । মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন আমার দুটি কিডনির একটা কিডনি প্রতিস্থাপন করে দিতে সাহায্য করেন।

যোগাযোগ: ঠিকানা ঢাকা ১২০৫ ক্রিচেন্ট রোড বাসা নং ১৬/৫
ফোন: ০১৭৪২-০৩৫৫২১

ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

কোন মন্তব্য নেই

 


নানা আয়োজনে ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কন্যা শিশুদের নাচ, গান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ হেড অফ প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. এনামুল হক প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে গার্লস টেকওভার কর্মসূচির কন্যা শিশুরা অংশ নেয়। কন্যা শিশুরা যাতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত সাফল্য তুলে ধরতে পারে সেলক্ষ্য নিয়েই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকরা।

ইলিশায় পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু

কোন মন্তব্য নেই


ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামে পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ইলিশা কালু মিয়ার হাট সংলগ্ম মাঝি বাড়ীতে এই ঘটনা ঘটে।

মৃত্যু হেনা () খোকন মাঝির মেয়ে এবং জাহিদুল () জসিমের ছেলে।

স্বজনরা যায়, শনিবার দুপুরে দুই চাচাতো ভাই বোন গোসল করতে গেলে প্রথমে জাহিদুল ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে হেনা ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

পানিতে ডুবে একি পরিবারের দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে বিষয়টি আমি শুনেছি জানায়, ইলিশা ফাঁড়ির এস আই শেখ ফরিদ উদ্দিন।

কাঠালিয়ায় ডোবা থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ১০, ২০২১

 


কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে ফারজানা (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) সকালে লতাবুনিয়া গ্রামের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ফারজানার লাশ উদ্ধার করে পুলিশ।

ফারজানার পিতা মানিক ফকির স্বামী মোঃ রাসেল জানান, ফারজানা মানুষিক রোগী ছিলেন। তার একটি দুমাসের কন্যা সন্তান রয়েছে। গতকাল গভীর রাতে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে আমরা তাকে পাইনি। সকাল বেলা বাড়ির পাশের ডোবা (ব্যারে) তার মরদেহ ভাসতে দেখা যায়। তার মৃত্যুর ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় সহ পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করেন। ব্যাপারে কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam