Responsive Ad Slot

Weather - Tutiempo.net
up parshad election লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
up parshad election লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রাজাপুরে উপ-নির্বাচনে মরিয়ম বিজয়ী

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ০৩, ২০২২


রাজাপুর গালুয়া ইউপি সদস্য মোসাঃ হাফিজা ফিরোজ’র মৃত্যুতে ১, নং ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনটিতে তফসীল ঘোষণা করেন, তাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিন জন এরপর গতকাল বুধবার (২নভেম্বর) সকালে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে ১৬ ভোট বেশি পেয়ে বই প্রতীকে মরিয়ম বিজয়ী হয়েছে

ওই দিন সকাল ৮টায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে না পরলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরধারিতে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৭৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ছিলো ৪৯৭৭ জন এবং নারী ভোটার সংখ্যা ছিলো ৪৭৮৬ জন। এর মধ্যে বই প্রতীকে ১১৪৮ ভোট পেয়ে মোসাঃ মরিয়ম বেগম (টিয়ন) বিজয়ী হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির যুগ্নআহব্বায়ক ও গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাভলু’র স্ত্রী সৈয়দা রেহানা লাবলু বক প্রতীকে ১১৩২ ভোট পেয়েছেন। এবং গালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাওলাদার এর পুত্রবধূ মোসাঃ হাফসা আক্তার কলম প্রতীকে ৯৯৭ ভোট পেয়েছেন।

কাউখালীতে নৌকা ডুবিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী, আ.লীগের প্রার্থী পেলেন ১২০ ভোট

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ২৯, ২০২১

প্রচার-প্রচারণা চালিয়েছেন পুরোদমে। শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন মাঠে। এর পরও ভোটারদের নিজের পক্ষে টানতে পারেননি পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এইচ এম আর কে খোকন। তিনি পেয়েছেন মাত্র ১২০ ভোট।

এই ইউনিয়নে ২ হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ পেয়েছেন ২ হাজার ২৯৯ ভোট।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এইচ এম আর কে খোকন বলেন, ‘দলে অভ্যন্তরীণ কোন্দল আছে। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী। আউয়ালবিরোধীরা আমার বিরুদ্ধে কাজ করায় আর বর্তমান চেয়ারম্যান জেপি প্রার্থী এলিজা সাইদকে হারাতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকে যান। এ কারণে আমি কম ভোট পাই। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী ধনাঢ্য প্রার্থীদের মতো টাকা খরচ করতে না পারায় আমার শোচনীয় পরাজয় হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিত সয়না রঘুনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আবু সাঈদ। ২০১৯ সালে আবু সাঈদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপনির্বাচনে চেয়ারম্যান হন তাঁর স্ত্রী এলিজা সাঈদ। এ বছর আওয়ামী লীগের মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আর কে খোকন। খোকন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী।

কাউখালী উপজেলায় আউয়ালবিরোধী শক্তিশালী পক্ষ রয়েছে। ওই পক্ষটি চাননি খোকন চেয়ারম্যান নির্বাচিত হোক। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেপি প্রার্থী এলিজা সাঈদকে হারাতে দলীয় প্রার্থী খোকনকে উপযুক্ত মনে করেনি। তাই এলিজা সাঈদকে হারাতে আওয়ামী লীগের একটি পক্ষ স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের দিকে ঝুঁকে পড়েন। শেষ পর্যন্ত দলীয় কোন্দল আর জেপি প্রার্থীকে হারাতে গিয়ে নৌকার প্রার্থী ধরাশায়ী হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, ‘সয়না রঘুনাথপুর ইউপিতে আওয়ামী লীগ বলতেই প্রভাবশালী কাজী পরিবার। ওই পরিবার থেকে কাউকে আওয়ামী লীগের প্রার্থী করা হলে এমন শোচনীয় পরাজয়ের লজ্জা আমাদের পেতে হতো না। দলীয় প্রার্থী বাছাইয়ে ভুল করেছে আওয়ামী লীগ। যার খেসারত দিতে হয়েছে আমাদের।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘সয়না রঘুনাথপুর ইউপি বিএনপির অধ্যুষিত এলাকা হওয়ায় এবং আওয়ামী লীগের প্রার্থী দুর্বল হওয়ায় ভোট কম পেয়েছেন। আমরা কেন্দ্রে পাঠানো তালিকায় কাজী রফিকুল ইসলামের নাম প্রথম পাঠিয়েছিলাম। খোকনের নাম ছিল দ্বিতীয়। কিন্তু দল কাজী রফিকুল ইসলামকে মনোনয়ন না দিয়ে খোকনকে মনোনয়ন দেন। এসব কারণে আমাদের প্রার্থী ভরাডুবি হয়েছে।’

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আজ শুরু হয়ে বুধবার (১ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আগ্রহী প্রার্থীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ এবং জমা দিতে পারবেন।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

কোন মন্তব্য নেই

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মো. হুমায়ুন কবির। মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ভাজনা কদমতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবির ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজাহার আকনের ছেলে হুমায়ুন। তিনি মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার সাকালে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শ‌নিবার বিকালে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যান হুমায়ুন কবির। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন, তার মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে পুলিশকে বলেছি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ না থাকায় তার মেয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

UP Election: হাড্ডা-হাড্ডি লড়াই হবে কাউখালীর দুই ইউনিয়নে

কোন মন্তব্য নেই

শনিবার, নভেম্বর ২৭, ২০২১

কাউখালীতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে হামলা,মামলা,গ্রেফতার,সংঘর্ষ টান টান উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল রোববার  ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা তাদের ১৮টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে দাবি করেছেন, ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি।

কেন্দ্র গুলোর প্রবেশ পথে সর্বত্রই বাতাসে দোল খাচ্ছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত সাদাকালো পোস্টার। এতোদিন গানের তালে তালে চলছে মাইকে প্রচার প্রচারণা।

চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নে ৫জন প্রার্থীর মধ্যেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। যারা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এর ভিতর কে বিজয়ের মালা পড়বেন তা নিয়ে এখন চলছে হিসাব-নিকাস। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন নৌকা ও জাতীয় পার্টি-জেপির সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বজলুর রহমান খান নান্নু এই দুই প্রার্থীই দলীয় ভোট রয়েছে। তবে তাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে আওয়ামী লীগের দুই প্রভাবশালী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চশমা প্রতীক লায়েকুজ্জামান মিন্টু এবং আনারস প্রতীক মামুন হোসাইন বাবলু। তাদের নিজস্ব গ্রাম গুলোই রয়েছে তাদের ভোট ব্যাংক।

ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে নির্বাচন করছেন শিহাব উদ্দিন কাসেমী তারও রয়েছে বিপুল সংখক দলীয় ভোট। এ সকল প্রার্থীরা ভোট নিয়ে হিসেব নিকেস করছেন কে কার ভোট ভাগিয়ে নিতে পারেন। এ কারণে সাধারণ ভোটাররা মনে করেন এই ৫জন প্রার্থীর ভিতর যে জিতবে সে সামান্য ভোটের ব্যবধানে জিতব। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

অপরদিকে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে এই ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে তিন প্রার্থীর ভিতরে। নদী বেষ্টিত এই  ইউনিয়নের তিন প্রার্থীর তাদের নিজস্ব গ্রামের ভোটব্যাংক নিয়ে জয় লাভের আশা করছেন। এই তিন প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টি জেপির সাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরুন সমাজ সেবক মোঃ আবু সাঈদ ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ।

এছারাও নৌকা প্রতীক প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ,এম রেজাউল করিম খোকন ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুম হোসেন মোটরসাইকেল ও আবুল কালাম অটোরিকশা কিন্তু তাদের কোন প্রচার-প্রচারনা দেখা যায়নি।

এই ইউনিয়নেও মহিলা সংরক্ষিত পদে ১০জন নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রচারণায় মাঠে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটায় সাধারন ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রিটানির্ং অফিসার মিজানুর রহমান জানান, ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেটদের মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তাই ভোটাররা ভয় ভিতি ছারা ভোট দিতে পারবেন।

Barisal Up Election ৭ ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৩৪ জন

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

 আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরিশালের ইউনিয়র পরিষদ থেকে চেয়ারম্যান পদে লড়াই করবে ৩৪ চেয়ারম্যান প্রার্থী। পাশাপাশি ১০৮ টি ওয়ার্ডের জন্য লড়াই করবে ৫৮১ জন ইউপি মেম্বার প্রার্থী। এছাড়া আগৈলঝাড়ার ইউপিতে জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।

আগামী ১১ নভেম্বর জেলার উপজেলায় দ্বিতীয় ধাপে এই প্রার্থীরা লড়াই করবে। নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তারাও সুষ্ঠু-সুন্দর ভোটের ব্যাপারে আশাবাদী। বরিশাল সদর উপজেলার ইউনিয়ন, বানারীপাড়া এবং আগৈলঝাড়ায় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশাল নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়ন পত্র দাখিল করেছে ৫০ জন। এছাড়া ১২ ইউনিয়নের ১০৮ টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৪৫ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩৬ জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করে।

এদিকে, ৫০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয় ৪৯ জন। এর মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করে ১০ জন। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল,বাগধা, গৈলা, রত্নপুর এই ৫টি ইউনিয়নে ক্ষমতসীন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।

অপরদিকে, বাকি ইউনিয়নে ৩৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবে। এর মধ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে জন, শায়েস্তাবাদ ইউনিয়নে জন, চরমোনাই ইউনিয়নে জন, চরকাউয়া ইউনিয়নে জন, চাঁদপুরা ইউনিয়নে জন, চন্দ্রমোহন ইউনিয়নে জন এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবে। এদিকে ১২ ইউনিয়নের ১০৮ টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪১০ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবে।

জানা গেছে, ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরিশালের বিভিন্ন স্থানে বাড়ছে সহিংসতা। এর মধ্যেই সুষ্ঠু-সুন্দর ভোটের প্রত্যাশা করছেন ভোটাররা। ইতোমধ্যে ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতসীন দলের প্রার্থীরা। অন্যান্য ইউনিয়নেও জোরসোর প্রচার-প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগের প্রার্থীরা। কিছু কিছু স্থানে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা এরই মধ্যে কোণঠাসা হয়ে পড়তে শুরু করেছে।

এব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানায়, ভোট সুষ্ঠভাবে গ্রহণে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই কাজগুলো করা হবে। এবার কোন ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে না। ইতোমধ্যে আমারা সবাইকে মার্কা প্রদান করেছি। কাল জেলা প্রশাসক পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবো। আশা করছি সুষ্ঠু-সুন্দর ভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam