Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Gallery লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Gallery লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পুত্র সন্তানের কামনায় ঘরে ঘরে পূজিত হন কার্তিক, জেনে নেব বিস্তারিত

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২

দেব কার্তিক হলেন যুদ্ধের সেনাপতি, তার বাহন ময়ূর ময়ূর তার বাহন হওয়ার কারণ হল ময়ূর খুব কম ঘুমায় এবং সবসময় সচেতন থাকে, আর একজন যোদ্ধার জন্য এমনি বাহনের প্রয়োজন তাই ময়ূর কার্তিকের বাহন

বাংলায় প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক। রুদ্র দেবতা শিব ও পরম শক্তির দেবী পার্বতীর সন্তান হলেন দেবতা কার্তিক। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি হলেন পৌরাণিক দেবতা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে তাঁর পরিচিতি।  কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, শক্তিপাণি, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত, ভৌরবসূতানুজ, শর্জ ইত্যাদি।

বাংলায় যুদ্ধের দেবতা হিসেবে নয় বরং পুত্র সন্তানের কামনায় আরাধনা হয় কার্তিকের। বাংলায় প্রতিটি ঘরে ঘরে মনে করা হয় তাকে আরাধনা করলেই তার মতো সুপুত্রের জন্ম হবে। তাই নতুন দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার এক মজার প্রচলন আছে বাংলায়। তাই সকলেই কার্তিকে ছোটো সন্তান রূপেই পুজো করেন।

ঝালকাঠি শহরের কালিবাড়ি ও কুমারপট্টি মোড়ে মোড়ে কার্তিকের প্রতিমা নিয়ে বিক্রির জন্য বসেছে।তবে তেমন বেচা বিক্রি হচ্ছেনা এখন। সঞ্জিত পাল নামে এক বিক্রেতা প্রতিবিদককে জানান, শহরের মদোনমোহন আখড়ারাড়ি থেকে তিনি বেশ কয়েকটি প্রতিমা নিয়ে আসছেন এখানে বিক্রির জন্য, কিন্তু সকাল ১১টা বাজে ঘড়ির কাটা তখনো তেমন কোন ক্রেতার দেখা মিলেনি এনিয়ে হতাশ। তবে দুদিনে ৫/৭ খানা কার্তিকের প্রতিমা বিক্রি হয়েছে তাও লাভ কমে ছাড়তে হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কার্তিক পূজোর প্রচলন আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। বাংলা ছাড়াও দক্ষিণ ভারতে অনেক বেশি কার্তিক পূজা হয়ে থাকে। তবে সেখানে রক্ষার দেবতা বা যুদ্ধের দেবতা হিসাবে কার্তিকপূজিত হয়। কার্তিক ঠাকুরকে তামিল ও মালয়াম ভাষায় বলা হয় মুরুগান বা ময়ূরী স্কন্দ স্বামী। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাসএর মত স্থানে যেখানে তামিল জাতিগোষ্ঠী বিদ্যমান সেখানেই এই রক্ষা কর্তার পূজা হয়।

প্রভার নতুন ইঙ্গিত

কোন মন্তব্য নেই

বুধবার, নভেম্বর ০৯, ২০২২


ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন।

গত সোমবার (৭ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার চেহারার একপাশ দৃশ্যমান। সেই পোস্টে একটি বার্তা দিয়েছেন এ অভিনেত্রী।

প্রভা লিখেছেন, আপনি সম্ভবত আপনার ত্রুটিগুলো দেখতে এবং সংশোধন করতে পারবেন না, যদি আপনি অন্যের সমালোচনাতে মনোনিবেশ করেন। আপনার সমস্ত কাজের জন্য আপনিই দায়ী।

তিনি আরও লেখেন, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছ, অন্যরা কি করেছে সে সম্পর্কে নয়। নিজের ওপর ফোকাস করে নিজেকে বাঁচান।

বাবার সঙ্গে ভাবনার প্রথমবার

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ০৬, ২০২২


ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও সরব উপস্থিতি জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনার তার বাবা হাবিবুল ইসলাম হাবীবও চলচ্চিত্র পরিচালক দুজনের ক্যারিয়ার দীর্ঘ হলেও বাবা মেয়ে একসঙ্গে কখনো কাজ করেননি এবারই প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বাবা-মেয়ে বাবার পরিচালনায়যাপিত জীবনসিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন ভাবনা

নিজের সিনেমায় মেয়েকে নেওয়ার কারণ জানতে চাইলে পরিচালক হাবীব বলেন, ‘অনেকে বলছেন ভাবনা ভালো কাজ করছে। আমি যে ছবিটা বানাচ্ছি, সেখানে অভিনয় জানা অভিনেত্রী দরকার। ভাবনাকে দেখেছি কাজ করতে গিয়ে সে রিসার্চ করে, কাজটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে- যা অনেক তারকাই করেন না। ভাবনা চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে অভিনয় করে। আমার মনে হয়েছে এই চরিত্রে যদি ভাবনাকে পাওয়া যায় তাহলে সে চরিত্রটা ভালোভাবে রূপায়ণ করতে পারবে। অভিনেত্রীর জায়গা থেকেই ভাবনাকে সিলেক্ট করেছি, বাবা হিসেবে নয়।’

বাবা-মেয়ের সম্পর্ক শুটিংয়ে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে হাবীব বলেন, ‘বাবা-মেয়ের সম্পর্কের জায়গা থেকে বেরিয়ে প্রফেশনালিজমটা অবশ্যই ধরে রাখব আমরা। ভাবনা যখন ক্যামেরার সামনে দাঁড়াবে তখন সে অভিনেত্রী হিসেবেই দাঁড়াবে, আমার মেয়ে হিসেবে না। আর আমরা কন্যা-পিতাও ওইরকমটা ভাবি না; সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে, কাজ কাজের জায়গায়।’

পরিচালক জানালেন, ২২ নভেম্বর থেকে রাজবাড়ীতে শুরু হবে শুটিং। আগামী বছরের জানুয়ারির মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিকে মুক্তি পেতে পারে ছবিটি।

সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করবেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া আরও অভিনয় করবেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ আরও অনেকে।

মা হচ্ছেন প্রসূন আজাদ

কোন মন্তব্য নেই

বুধবার, জুন ০৮, ২০২২

শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী অভিনেত্রী প্রসূন আজাদ। ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।ঠিক এক বছরের মাথায় তিনি দিলেন সুখবর। মা হতে চলেছেন তিনি।

প্রসূন বলেন, জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাই পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হবো। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। ‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। সবশেষ গত বছর মুক্তি পেয়েছে প্রসূন অভিনীত রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরাণ’।

হয়ে গেল ‘সাতশা’ ফের মা হচ্ছেন ন্যানসি

কোন মন্তব্য নেই

সোমবার, এপ্রিল ২৫, ২০২২

ফের মা হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গত জানুয়ারি মাসেই জানা গিয়েছিল এই খবর। এটি হতে যাচ্ছেন তার তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর আগে শুক্রবার (২২ এপ্রিল) হয়ে গেল ন্যানিসর ‘সাতশা’ বা ‘সাধ অনুষ্ঠান’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন বন্ধু-বান্ধব।


সামাজিকমাধ্যমে ন্যানসির বেবি শাওয়ার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পরে। সেখানে ফিরোজা রঙের শাড়ির সঙ্গে হালকা গয়নার সাজে দেখা গেছে তাকে। আরেকটি ছবিতে নীল-হলুদ রঙের সালোয়ার কামিজে সাদামাটা লুকে দেখা যায় এ সংগীতশিল্পীকে। এ সময় তার স্বামী মহসীন মেহেদীর পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা দেখা গেছে।

২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। এটি তার তৃতীয় বিয়ে। গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। এরপর চলতি বছরের ১৩ জানুয়ারি একটি ভিডিও শেয়ারের মাধ্যমে মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ন্যানসি। সেই ভিডিওতে মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে তুলে ধরা হয়। এই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেন তিনি।

হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সংগীতশিল্পী খালিদ হাসান মিলু

কোন মন্তব্য নেই


স্বাভাবিক মৃত্যু নয়, দেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন! প্রকাশের অপেক্ষায় থাকা গানের যুবরাজখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ বইতে এমন দাবি করা হয়েছে। 

যুগান্তরের এক প্রতিবেদন বলছে  তাতে লেখা আছে, খালিদ হাসান মিলু মারা যান ২০০৫ সালের ২৯ মার্চ। সবাই জানেন, পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর তিনি মারা যান। কিন্তু সোহেল অটলের লেখা, আসিফ আকবরের জীবনী গ্রন্থে উঠে এসেছে অন্য তথ্য। আসিফ জানিয়েছেন, খালিদ হাসান মিলুর স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে। বইতে লেখা হয়েছে, ‘আসিফ মনে করেন, এ মুত্যু একটা হত্যাকাণ্ড। খালিদ হাসান মিলু সুস্থই ছিলেন। তার মাথায় চামচ দিয়ে আঘাত করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর সুস্থ হতে পারেননি। এ হত্যাকাণ্ডের কথা আসিফ আইয়ুব বাচ্চুর সঙ্গেও শেয়ার করেছেন। বাচ্চু চেপে থাকতে বলেছেন। ঘটনার দিন রাজধানীর খিলগাঁও এলাকায় এক ড্রামারের বাসায় ছিলেন মিলু। আরও ছিলেন একজন প্লেব্যাক গায়ক এবং সংগীত পরিচালক। সবাই মদ্যপান করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে লম্বা, ভারী এক চামচ দিয়ে মিলুর মাথায় আঘাত করা হয়। ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার মিলু সে আঘাত পেয়েও জ্ঞান হারাননি। তবে প্রচুর ব্যথা পান। আসিফের ধারণা, ওই আঘাতেই তার ব্রেন হ্যামারেজ হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়।’

বইটিতে সংগীতাঙ্গনের থ্রি-বি ফ্যাক্টর নিয়েও আলোচনা উঠে এসেছে। কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু ও বেবী নাজনীনের নামে সেখানে লেখা হয়েছে, ‘থ্রি-বি হচ্ছে বেবী, বাচ্চু, বিশ্ব। থ্রি-বি কথাটা কেন চালু হলো? কারণ, এ তিন গুণী শিল্পী শো করতে গেলেই নাকি অন্যদের ডিস্টার্ব করে দেন। সব সময় শোতে তাদের অনুগত সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে যান। নিজেদের গাওয়ার সময় খুব ভালো সাউন্ড বের হয়। দর্শক-শ্রোতার হাততালি উপভোগ করেন তারা। তাদের গানের সময় বাদেই কম্মটা সেরে ফেলেন। আগে পরে যারাই গান করেন, ভীতিকর অভিজ্ঞতা হয় তাদের জন্য। বাজে-বিশ্রী সাউন্ড বের হয়। অন্যরা শান্তিমতো শো করতে পারেন না। অর্থাৎ নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতেই এ কপটতার আশ্রয় নেন থ্রি-বি।’ বইয়ের এসব ঘটনা প্রসঙ্গে লেখক সোহেল অটল যুগান্তরকে বলেন, ‘এই বইতে প্রকাশিত কোনো তথ্য কিংবা ঘটনাই লেখকের মনগড়া নয়। আসিফ আকবর এবং সংশ্লিষ্ট সোর্সের প্রদত্ত তথ্যের ভিত্তিতেই সব লেখা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশন্স থেকে ‘আকবর ফিফটি নট আউট‘ বইয়ের প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। এতে কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনের গল্পের পাশপাশি সংগীতাঙ্গন, রাজনীতির অনেক বিষয় উঠে এসেছে।
সুত্র: যুগান্তর

বড় হয়ে বিপদে আছেন দীঘি

কোন মন্তব্য নেই

বুধবার, এপ্রিল ২০, ২০২২

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে  চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনো দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।

দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লেখিয়েছেন। বড় হয়ে বিপদে আছেন তিনি। সম্প্রতি এক ভিডিওতে এ কথা বলেন দীঘি।

তার ভাষ্য, বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল, সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না। শিশুশিল্পীদের নিয়ে কোনো সমালোচনা হয় না, বাজে কথা হয় না।

দীঘি জানান, 'ছোটবেলায় তারকাখ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি। সেই ভালোবাসাটা আজও বহাল আছে।

সেই আলাপচারিতায় প্রেমের বিষয়েও খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনো নায়ককে বয়ফ্রেন্ড বানাতে চাই না।

উল্লেখ্য বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। ইতোমধ্যে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে-ও দেখা যাবে তাকে।

ব্যাচেলর পয়েন্ট The best funny video S 4 EP 1

কোন মন্তব্য নেই

সোমবার, মার্চ ২৮, ২০২২


বাংলা হাসির নাটকের একটি দৃশ্য থেকে নেয়া কিছু ফানি ক্লিপস দ্বারা সাজানো হয়েছে আজকের পর্ব। সম্পুর্ন নাটকটি দেখে আসতে পারেন নিচের দেয়া লিংঙ্ক থেকে।



শূন্যই থাকছে শিল্পী সমিতির সম্পাদক পদ

কোন মন্তব্য নেই

সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে চেম্বারজজ আদালতের জারি করা স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে।

পাশাপাশি এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা লিভ টু আপিলের ওপর সোমবার শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে আপাতত শূন্যই থাকছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ।

রুল শুনানির দিন আগামীকাল (সোমবার) ধার্য করেছেন হাইকোর্ট।

নিপুণ আক্তারের আইনজীবী অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানির দিনটি ছিল গত রোববার।  পরে তা একদিন পিছিয়ে আজ সোমবার ধার্য করা হয়।

উল্লেখ্য, জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। 

ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা আরও বাড়ল।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিপুণকে ১৩ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। ফল না মেনে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ।

পরে নির্বাচনি আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

৫ ফেব্রুয়ারি আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

তাহসান-মিথিলা-শবনম ফারিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা

কোন মন্তব্য নেই

শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১

ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও গায়ক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা। যা উদ্ধার করা সম্ভব হয়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক শনিবার ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

মামলায় বাদী কী অভিযোগ করেছেন জানতে চাইলে ওসি বলেন, মামলার আসামিরা তার ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ ও আত্মসাৎ করতে সাহায্য করেছে। তার ওই টাকা এখনো উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী। তাই বাধ্য হয়ে থানায় এই মামলাটি করেছেন ভুক্তভোগী সাদ স্যাম।

জানা যায়, আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠানে গায়ক-অভিনেতা তাহসান খান শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ‘ইভ্যালি’র ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া।

তবে ইভ্যালির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া শবনম ফারিয়ার বেতনের অধিকাংশ বকেয়া। অন্যদিকে, ১০ মার্চ ইভ্যালির ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তাহসানকে। তিনি শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড ও গ্রাহকের পণ্য সময় মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়ে। সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময় ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান। একই পথে হাটেন রাফিয়াত রশিদ মিথিলা।

অভিনেতা খলিল চলে যাওয়ার সাত বছর আজ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১

তার ভারি কণ্ঠের সংলাপ এখনও দর্শকদের মনে রয়ে গেছে। তিনি যখন খল চরিত্রে অভিনয় করেছেন, সেটা দেখে দর্শকরা ভয় পেয়েছেন। আবার তিনি যখন ইতিবাচক ভূমিকায় অভিনয় করেছেন, দর্শকরা মুগ্ধ হয়েছেন। তিনি চলে গেছেন, কিন্তু এখনও বেঁচে আছেন সিনেমার ইতিহাসে।

বলছি খ্যাতিমান অভিনেতা খলিল উল্লাহ খানের কথা। আজ ৭ ডিসেম্বর বরেণ্য এই অভিনেতার চলে যাওয়ার দিন। ২০১৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আজ তার সপ্তম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে গুণী এই অভিনেতার প্রতি শ্রদ্ধা।

খলিল উল্লাহ খানের জন্ম ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে। তার বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। সেজন্য শৈশবে তিনি বেড়ে উঠেছেন সিলেট, কৃষ্ণনগর, বগুড়া ও নোয়াখালী অঞ্চলগুলোতে। সিলেটের মদনমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং মুরারিচাঁদ কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৫১ সালে খলিল উল্লাহ খান আর্মিতে যোগ দেন। এরপর ১৯৫২ সালে তিনি আনসার এডজুট্যান্ট হিসেবে যোগ দেন। মাঝে দীর্ঘ দিন তিনি সাসপেন্ড ছিলেন। ১৯৯২ সাল থেকে তিনি আনসার থেকে অবসর গ্রহণ করেন।

খলিলের অভিনয় জীবন শুরু হয় টিভি নাটক দিয়ে। কয়েকটি নাটকে অভিনয়ের পর তিনি কাজ করেন সিনেমায়। তার প্রথম সিনেমা ‘সোনার কাজল’ ১৯৫৯ সালে মুক্তি পায়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘পুনম কি রাত’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘উলঝান’, ‘সমাপ্তি’, ‘নদের চাঁদ’, ‘বেঈমান’, ‘মিন্টু আমার নাম’, ‘মেঘের পরে মেঘ’, ‘আলোর মিছিল’, ‘আয়না’, ‘মধুমতি’, ‘ওয়াদা’, ‘ভাই ভাই’, ‘বিনি সুতার মালা’, ‘মাটির পুতুল’, ‘অভিযান’, ‘কার বউ’, ‘দিদার’, ‘আওয়াজ’, ‘নবাব সিরাজউদ দৌলা’ ও ‘ভণ্ড’ ইত্যাদি।

খলিল উল্লাহ খান ‘গুণ্ডা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শাকিব খানের সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না: অপু

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

শাকিব খানের সঙ্গে অভিনয় আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, আমরা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট। দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খান সবসময় অসাধারণ। তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের।

একটি গণমাধ্যমের সঙ্গে ছেলে জয়কে নিয়ে কথা বলতে গিয়ে শাকিব প্রশ্নে তিনি এসব কথা বলেন।

এদিকে ছেলে জয়কে নিয়ে এ নায়িকা বলেন, আমিই জয়ের মা, আমিই বাবা। ওর সবটুকু আবদার আমার কাছেই। পৃথিবীর সবকিছু একদিকে অন্যদিকে জয়। তাকে ঘিরেই আমার বেশিরভাগ ব্যস্ততা।

তিনি বলেন, সেটা দেখে আমাদের বাসার নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন, "আপু আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, তারচেয়ে বিদেশে চলে যান। অনেক আরামে থাকবেন।" কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়ে ছিলাম।

নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়েছিল তার।

অপু বিশ্বাস অভিনীত ৪টি সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২', 'ছায়াবৃক্ষ', 'ঈশা খাঁ' এবং কলকাতার 'শর্টকাট'  মুক্তির অপেক্ষায় রয়েছে।বর্তমানে তিনি শুটিং করছেন 'প্রেম প্রীতি বন্ধন' সিনেমায়।

এবার মৌসুমীও কি প্রবাসী হচ্ছেন

কোন মন্তব্য নেই

শুক্রবার, নভেম্বর ২৬, ২০২১

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী করোনাকালেও নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তার রয়েছে সরব উপস্থিতি।

নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সারা বছর ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এসব ব্যস্ততার মধ্যেই তার একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন মৌসুমী।

উপলক্ষ একমাত্র মেয়েকে আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা। সেখানে গিয়ে তিনি উঠেছেন ছোটবোন ইরিন জামানের বাসায়।

অল্প কিছুদিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। তবে এবার মৌসুমীর আমেরিকায় যাওয়ার পর ঢাকাই শোবিজে গুঞ্জন ছড়িয়েছে যে মৌসুমী আমেরিকায় স্থায়ী হচ্ছেন। যার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি এবার নাকি অফিসিয়ালি আবেদন করবেন।

পর্যায়ক্রমে অন্যান্য ধাপগুলো অতিক্রম করে নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা আছে তার। তবে বিষয়টি প্রসঙ্গে মৌসুমী কোনো প্রতিক্রিয়া দেননি।

তিনি আসলেই আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা- এ বিষয়ে দেশে ফিরে বিস্তারিত ব্যাখা করবেন বলে জানা গেছে। এদিকে মৌসুমীর হাতে এখনো রয়েছে বেশ কিছু কাজ।

সম্প্রতি শেষ হয়েছে তার তিনটি চলচ্চিত্রের শুটিং। এগুলো হলো মীর্জা সাখাওয়াত হোসেনের পরিচালনায় ‘ভাঙন’, জাহিদ হোসেনের ‘সোনার চর’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’। তিনটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

সবার চেয়ে এগিয়ে নবাবকন্যা সারা

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা আলী খানের নতুন ছবিআতরঙ্গি রে তবে সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এই ছবিতে সারা থাকছেন দক্ষিণের তারকা ধানুশের বিপরীতে। রিঙ্কু চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে, বিষ্ণুর চরিত্রে ধানুশ।

দুই ভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে ছবিটি। দুটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অক্ষয় কুমার ও ধানুশ—দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্কে দেখা যাবে নবাবকন্যা সারাকে। ছবির পরিচালক আনন্দ এল রাই বলেন, ‘এই চরিত্রের জন্য আমি এমন একজন অভিনেত্রী খুঁজছিলাম, যিনি প্রাণখুলে হাসতে পারেন। সারা তেমনই মেয়ে। ও দুনিয়াকে তোয়াক্কা করে না। ওর ইমোশনে কোনো কৃত্রিমতা নেই।’ তবে এ ছবিতে সারার প্রাপ্তি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়।

বলিউডে পা রাখার আগেই সারা আলী খানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বাবা সাইফ আলী খান বা মা অমৃতার পরিচয়ের বাইরে নিজের পরিচয় গড়ে তুলেছেন সারা। প্রথম ছবি মুক্তির আগেই তাঁর সাক্ষাৎকার দেখা হয়েছে কোটিবারের বেশি। সেখানে মা-বাবার বিচ্ছেদ, কারিনাকে সৎমা হিসেবে পাওয়ার অনুভূতিসহ নানা প্রসঙ্গে কথা বলে হাততালি কুড়িয়েছেন। এরপর যে কটি ছবি মুক্তি পেয়েছে, সবই ছিল আলোচিত। মুক্তির পর ব্যবসায়িক সফলতাও মিলেছে বেশির ভাগ ছবিতে।

সারার বলিউড ক্যারিয়ারের বয়স মাত্র তিন বছর। আর ছবির সংখ্যাও হাতে গোনা। কিন্তু এই স্বল্প সময়ে সারার অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। বিশেষ করে ইনস্টাগ্রামে দারুণ সক্রিয় এই তারকাকন্যা। সারা তাঁর ব্যক্তিগত ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন। নেট দুনিয়ায় তাঁর অসংখ্য গুণমুগ্ধ এবং নিবেদিত ভক্ত আছে। এ প্রজন্মের সারা একমাত্র অভিনেত্রী, যাঁর অনুসারীর সংখ্যা ৩৭ মিলিয়নের বেশি।

পপি রহস্যের শেষ কোথায়

কোন মন্তব্য নেই

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি অর্ধবছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। পপির বর্তমান পরিস্থিতি নিয়ে ধূম্রজাল তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

আড়ালেই বা কেন গেলেন, করছেনই বা কী- এসব নিয়ে আলোচনা সমালোচনায় মুখর বিনোদন অঙ্গনসহ সর্বত্র। এখন সবার একটাই চাওয়া, পপি যা-ই করুক না কেন নিজে থেকে যেন তার আড়ালে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। কিন্তু কোনো আলোচনা সমালোচনাই যেন পপিকে টলাতে পারছে না। পপি অনড় রয়েছেন নিজের জায়গায়।

কাজের ব্যস্ততা থাকাবস্থাতেই কোনো বিনোদন তারকার এভাবে আড়াল হওয়ার ঘটনাও সচরাচর ঘটেনি। তাই পপির অন্তর্ধানের বিষয়টি সর্বোচ্চ আলোচনায় জায়গা করে নিয়েছে। পপি ঘনিষ্ঠরা কেউই নাকি তার অবস্থান জানেন না। এমনকি তার পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন পপি। কোনটি যে সঠিক আর কোনটি যে মিথ্যা তথ্য তাও যাচাই করা যাচ্ছে না। এভাবে দিনে দিনে ঘনীভূত হচ্ছে পপির আড়াল হওয়ার বিষয়টি। তার কারণে ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসা প্রজাপতি নামের একটি ছবির কাজ অসমাপ্ত রয়েছে। এটি নিয়ে পরিচালক রাজু আলীম বিব্রত।

পাশাপাশি সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ডাইরেক্ট অ্যাটাক নামের আরেকটি ছবির সেন্সর সম্পন্ন হয়েছে কিছুদিন আগে। পরিচালক আগামী মাসে এটি মুক্তির প্রক্রিয়ায় যাচ্ছেন। কিন্তু ছবিটির প্রচারণায় পপির উপস্থিত থাকার কথা থাকলেও সেই পরিচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তিনি। যতই দিন যাচ্ছে, ততই একটি গুঞ্জনই বেশি চাউর হচ্ছে যে পপি মা হয়েছেন। ফলে তার শারীরিক অবয়বে পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তন থেকে পূর্বের অবস্থায় ফিরে আসার আগপর্যন্ত তিনি আড়াল ভাঙবেন না।

যার জন্য তিনি নাকি দীর্ঘদিনও অপেক্ষা করতে রাজি আছেন। তবে আরেকটি সূত্র জানিয়েছে, পপি রাজধানীর সন্নিকটে কোনো এক বাগানবাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে যাই হোক প্রথমসারির এই চিত্রনায়িকার এভাবে হঠাৎ আড়াল হয়ে যাওয়াটাকে শোভন মনে করছেন না চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। তবে পপি কবেনাগাদ সবার সামনে আসবেন এবং কী ব্যাখ্যা দেবেন- সেটির দিকেই তাকিয়ে আছেন সবাই।

অবশেষে জামিন পেলেন আরিয়ান খান

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

মাদক মামলায় গ্রেপ্তারের তিন সপ্তাহ পর জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। আজ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনীল সিং আদালতকে বলেন, আরিয়ান খান নিয়মিত মাদকসেবী। গত বছর থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি তিনি মাদক সংগ্রহ করাও শুরু করেছিলেন।

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) পক্ষে তিনি আরও বলেন, আরিয়ানের বিরুদ্ধে মাদকের বাণিজ্যিক লেনদেনের প্রমাণ আছে।

গতকাল বুধবারও আরিয়ান খানের জামিন নামঞ্জুর করেন আদালত। তাঁর আইনজীবীরা বলেন, আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এটি মূলত ষড়যন্ত্রমূলক মামলা।

আমি বোধ হয় নিজের সঙ্গে অন্যায় করছি

কোন মন্তব্য নেই

নতুন পরিচয়ে হাজির হলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি গানটি কাভার করেছেন। ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে নতুন করে গেয়েছেন তিনি। কয়েক দিন আগে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন প্রভা। অভিনেত্রী প্রভা এখন গায়িকা।

গান গাওয়ার পরিকল্পনা কবে থেকে?

প্ল্যানিং কিছুই না। আমার কলিগরা জানেন, আমি প্রায়ই গুনগুন করে গান গাই। সবাই বলত, আমি নাকি ভালো গান করি। ছোটবেলায় মা অনেক চেষ্টা করেছিলেন আমাকে গান শেখানোর। কিন্তু আমি অনেক ‘বান্দর ছিলাম। ঠিকমতো রিহার্সেল করতাম না।

এই গানটি রেকর্ড করলেন কবে?

ইমরানের (মাহমুদুল) সঙ্গে একদিন আড্ডা দিচ্ছিলাম। ওরা গাইছিল। আমিও গুনগুন করে একটু ধরলাম। সবাই যেরকম বলে, আরে! তোর গানের গলা তো দারুণ! তুই তো ভালোই গাস। ওইভাবে ইমরানও বলল। আড্ডা মারতে মারতে আমিও ভাবলাম, দেখব তো একদিন স্টুডিওতে গিয়ে গাইলে কেমন শোনায়। গত মাসে ফাইনালি গানটিতে কণ্ঠ দিই। গান শুনে মনে হলো ভালো লাগছে।আম্মুকে শোনালাম। আম্মু খুবই ইমোশনাল হয়ে পড়লেন। কারণ, মা চেয়েছিলেন আমি গান গাই।

গানের ভিডিও করেছেন কক্সবাজারে। এটাও কি হঠাৎ করে?

গান গাওয়ার পর মনে হলো, গাইলাম যখন, হোয়াই নট এটাকে সুন্দর করে ভিজ্যুয়াল করি। কিছুদিন আগে শুটিংয়ে গিয়েছিলাম কক্সবাজারে। সহশিল্পী ছিল সজল। ওর সেদিন শরীর খারাপ ছিল। ঘুমাচ্ছিল। ওই ফাঁকে গানটির শুটিং করেছি। সময়টা কাজে লাগিয়ে ফেলেছি আরকি।

আমি শুনেছি সেদিন তুমি গানটিই কেন গাইলেন? কোনো ব্যক্তিগত আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে?

আমি যখন মোহাম্মদপুরে কোচিংয়ে পড়তাম, সেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম হতো। ওই সময় ক্লাসের ফাঁকে আমার ফ্রেন্ডদের গান শুনিয়েছিলাম। ফ্রেন্ডরা সব সময় একটা কথা বলত, ‘আমি শুনেছি সেদিন তুমি আর ‘ভালোবাসি ভালোবাসি গান দুটি শুনলে নাকি মনে হয় এটা প্রভার গান। তা ছাড়া এই গান দুটো আমার মুখস্থ থাকে। লিরিক ভুল হয় না। অন্য গান গাইতে গেলে আমি লিরিক ভুল করি।


কখনো কোনো অনুষ্ঠানে গাননি?

আমার কোচিংয়ের সব ব্র্যাঞ্চের ছাত্রছাত্রীরা মিলে রেসিডেনশিয়াল মডেল কলেজে বড় করে অনুষ্ঠান করত। ২০০৬ সালে ওই রকম এক অনুষ্ঠানে আমি ইন্সট্রুমেন্টের সঙ্গে প্রথম গেয়েছিলাম ওপেন স্পেসে। ওটাই আমার প্রথম স্টেজ শো। প্রচুর ভিড় ছিল। কিন্তু যখন গাইতে শুরু করি, সবাই চুপ হয়ে আমার গান শুনতে শুরু করেন, দ্যাট ওয়াজ আ ভেরি ভিভিড মেমোরি।

আপনাকে কল দিলেই ওয়েলকাম টিউনে অনুপম রায়ের ‘এখন অনেক রাত গানটি শোনা যায়। এটাও কি আপনি গাইবেন?

না না, এটা আমি গাইব না। এটা বন্ধ করার খুব চেষ্টা করছি। কিন্তু আমি জানি না হাউ টু স্টপ দিজ থিং।

গান নিয়ে পরবর্তী পরিকল্পনা কী?

গান আমি গাইব ডেফিনেটলি। আরও কিছু গান করার ইচ্ছা আছে। যেহেতু আমার মা বলেছেন আরও কয়েকটা গাইতে। আমি অবশ্যই চেষ্টা করব।

অভিনয় কি কম করছেন এখন?

সিলেক্টেড কাজ করছি। এখন অত কষ্ট করতে ভালো লাগে না। আগের মতো ধৈর্য নাই। ভালো গল্প পেলে কষ্ট করতে ইচ্ছা করে। যদি ভালো গল্প না পাই, ভালো টিম না পাই, তখন কাজ করতে আমার সমস্যা হয়। ভালো লাগে না। আমি তো শিল্পী, তখন মনে হয় আমি বোধ হয় নিজের সঙ্গে অন্যায় করছি।

সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার, খায়রুল বাসার নির্ঝর

মুক্তি পাচ্ছে সজলের নতুন সিনেমা

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

টিভি নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন আবদুন নূর সজল। সেই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন ‘দোলাচল নামের একটি সিনেমার কাজ। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল। তার বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ।

কয়েকদিনের মধ্যেই সিনেমাটি একটি ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমাটির গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। এতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে। এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় জিন নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন সজল। সেটি সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া টিভি নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন সজল। গত ঈদে তার অভিনীত প্রায় সব নাটকই দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে। বর্তমানে শুধু একখণ্ডের নাটকেই অভিনয় করছেন এ অভিনেতা।

শুটিং থেকে চিত্রনায়িকা দিঘীর ছুটি

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

নতুন প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী শুটিং থেকে ছুটি নিয়েছেন। ছুটির কারণ আজ তার জন্মদিন।

সরকারি অনুদানের 'শ্রাবণ জ্যোৎস্নায়' সিনেমার শুটিং থেকে ছুটি নিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দিঘী বলেন, 'জন্মদিনে শুটিং রাখি না। একটা দিন নিজের মতো করে থাকি। পরিবারের সঙ্গে সময় কাটাই, কাছের বন্ধুদের নিয়ে বেড়াতে যাই। আজও ব্যতিক্রম হবে না।'

তিনি আরও বলেন, 'ছোটবেলায় এক জন্মদিনেমা তখন অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়। ঘুম থেকে উঠে মাকে বলেছিলাম আমার জন্মদিনের কথা। মা কিছুটা প্যারালাইজড ছিলেন। আমার জন্মদিনের কথা শুনে ইশারায় কাছে ডেকে চুমু দিয়েছিলেন। আমার জীবনের সেরা উপহার সেটা। প্রতিটা দিন মাকে অনুভব করি।'

শিশুশিল্পী হিসেবে 'কাবুলিওয়ালা' সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দীঘি। নায়িকা হিসেবে প্রথম সিনেমা 'তুমি আছো তুমি নেই'।

তার অভিনীত 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' মুক্তি পেয়েছে গত এপ্রিলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল নির্মিত 'বঙ্গবন্ধু' সিনেমাতেও অভিনয় করেছেন দিঘী।

জামিনে মুক্ত আলোচিত নায়িকা পরীমনি

কোন মন্তব্য নেই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও তার দুই সহযোগী।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

এসময় তাদের আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী জামিন আবেদন বিষয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে, আজ সকাল সাড়ে ৯টায় পরীমনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হন। এর আগে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ চার্জশিট আমলে গ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

ওইদিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনেরও জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। 

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam