ঝালকাঠি: বাংলাদেশের টেনিস অঙ্গনে নতুন আশার আলো হয়ে উঠছে ঝালকাঠির দুই টেনিস কন্যা সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার। সম্প্রতি অনুষ্ঠিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টেনিস টুর্নামেন্টে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেশের টেনিসে নতুন দিগন্তের সূচনা করেছে।
গত ৪
জুলাই
বাংলাদেশ টেনিস ফেডারেশন ও ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার। এছাড়া
একক
ইভেন্টে সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা
শেষে
ময়মনসিংহের জেলা
প্রশাসক মুফিদুল আলম
প্রধান
অতিথি
হিসেবে
উপস্থিত থেকে
বিজয়ীদের হাতে
পুরস্কার তুলে
দেন।
তাদের
কোচ
হিসেবে
সাথে
ছিলেন
জাহাঙ্গীর হোসেন বাবুল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে
ঝালকাঠির জেলা
প্রশাসক আশরাফুর রহমান দুই টেনিস তারকার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। জেলা
প্রশাসক তাদের
সাফল্যের জন্য
শুভকামনা জানান
এবং
দেশের
জন্য
আরও
সাফল্য
বয়ে
আনার
আহ্বান
জানান।
পাকিস্তানে অনুষ্ঠিতব্য আগামী এস এ গেমসে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার। ইতিমধ্যেই তারা
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের
এই
অর্জন
শুধু
ঝালকাঠি নয়,
বরং
পুরো
বাংলাদেশের জন্য
গর্বের
বিষয়।
টেনিস কোচ
জাহাঙ্গীর হোসেন
বাবুল
জানিয়েছেন, এই দুই টেনিস কন্যা নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের টেনিস অঙ্গনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি
দেশবাসীর কাছে
তাদের
জন্য
দোয়া
ও
শুভকামনা কামনা
করেন।
ঝালকাঠির এই
দুই
টেনিস
তারকার
সাফল্যে জেলার
ক্রীড়ামোদী মানুষ
ও
শিক্ষার্থীদের মধ্যে
আনন্দের বন্যা
বইছে।
নতুন
প্রজন্মের ছেলেমেয়েদের জন্য
তারা
অনুপ্রেরণার নাম
হয়ে
উঠছে।
এই
দুই
টেনিস
রানীর
হাত
ধরেই
বাংলাদেশের টেনিস
অঙ্গন
আরও
সমৃদ্ধ
হবে—এ প্রত্যাশা সকলের।