Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Division লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Division লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কেন্দ্রের ফটকে তালা দিয়ে নেওয়া হচ্ছে এইচএসসি পরীক্ষা

কোন মন্তব্য নেই

বুধবার, নভেম্বর ১৬, ২০২২


বরগুনার বেতাগী উপজেলায় কেন্দ্রের ভবনের প্রধান ফটকে তালা দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা চলাকালীন প্রতিষ্ঠানের স্টাফদের পাহারায় রেখে পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়ারও অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে উপজেলার মোকামিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে গিয়ে এই চিত্র দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরীক্ষা কেন্দ্র কমিটির সভাপতি মো. সুহৃদ সালেহীনকে বিষয়টি মুঠোফোনে জানালে তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান।

মঙ্গলবার পরীক্ষা চলাকালীন বেলা ১২টায় করুণা মোকামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গেলে এই প্রতিবেদক মূল ফটকে তালাবদ্ধ দেখেন। এ সময় তালাবদ্ধ গেটের বাইরে মাদ্রাসার স্টাফদের নিয়ে অবস্থান করছিলেন কেন্দ্র সচিব ও এ মাদ্রাসার অধ্যক্ষ শাহ মো. মাহমুদুল হাছান ফেরদৌস। এ সময় গেটের আশপাশে পুলিশের উপস্থিত ছিল না।

এদিকে ফটকে দায়িত্বরত গার্ডকে সাংবাদিকেরা ভেতরে প্রবেশের জন্য তালা খুলতে বললে মোবাইলে কথা বলতে আড়ালে চলে যান। কিছুক্ষণ পর মোবাইলে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের পরীক্ষা কক্ষে নিয়ে যান।

ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার কয়েকটি কক্ষে গিয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্র সচিবের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছোপখালী জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা অন্য একটি ভবনের অফিস কক্ষে অবস্থান করছিলেন। সাংবাদিকদের উপস্থিতির খবরে তিনি কেন্দ্রে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা শিক্ষক বলেন, ‘করুণা মোকামিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্রের ভবনের গেটে তালা দিয়ে নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেয়। এ জন্য তারা পরীক্ষার্থীদের কাছ থেকে আলাদা টাকাও আদায় করেছে।’

পরীক্ষা কেন্দ্রের মূল ভবনের ফটকে তালা লাগিয়ে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে জানতে চাইলে করুণা মোকামিয়া কমিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের কেন্দ্র সচিব শাহ মো. মাহমুদুল হাছান ফেরদৌস বলেন, যে কেউ কেন্দ্রে যেন প্রবেশ করতে না পারে তাই গেটে তালা দেওয়া হয়েছে।

কেন্দ্রে পুলিশ না থাকার বিষয়ে এই অধ্যক্ষ বলেন, ‘পুলিশ হয়তো ওয়াশ রুমে গিয়েছিল।’

কেন্দ্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি আরও বলেন, ‘আমার এই প্রতিষ্ঠানের মতো সুষ্ঠুভাবে পরীক্ষা বাংলাদেশের আর কোথাও হয় না। আমি ভালো কাজ করি এত অভিযোগ।’

উপজেলার কলেজ ও মাদ্রাসার দায়িত্ব প্রাপ্ত একাধিক কেন্দ্র সচিব জানায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ফটকে তালা দেওয়ার কোনো নির্দেশনা নেই। কেন্দ্রের নিরাপত্তার জন্য গেটের বাইরে পুলিশের পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে লোক থাকবে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমাদুল হক বলেন, এই কেন্দ্রে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি ছুটিতে থাকায় আমি অতিরিক্ত হিসেবে এসেছি। কেন্দ্রে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং ভেতর কোনো সমস্যা হয়নি।

আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে আবহাওয়া

কোন মন্তব্য নেই

বুধবার, নভেম্বর ০৯, ২০২২


অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া, সারাদেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

পরবর্তী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বাড়তি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কুতুবদিয়ায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৯ মিনিটে।

চরমোনাই পিরের ব্যাংক হিসাব তলব

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ১২, ২০২২


চরমোনাই পির হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সম্প্রতি বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আর চিঠি পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- কোনো ব্যাংকে ফয়জুল করিমের নামে অ্যাকাউন্ট থাকলে তা জানাতে হবে। অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি, কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য দিতে হবে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানাতে হবে।

বিএফআইইউর চিঠিতে অ্যাকাউন্টের তথ্য চাওয়ার কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্যও দিতে চাননি।

সাধারণত কারও বিরুদ্ধে অর্থপাচার, মানি লন্ডারিংসহ কোনো অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে ব্যাংক তার হিসাব তলব করে বিএফআইইউ। আবার অনেক সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অথবা অন্য সরকারি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও তথ্য চাওয়া হয়।

বিএফআইউর চিঠিতে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৭২ সালের ৩ জানুয়ারি। তার পিতা প্রয়াত সৈয়দ মো. ফজলুল করিম এবং মা মোসাম্মৎ আলমতাজ বেগম। তার পিতা ফজুলুল করিম ছিলেন মূলত চরমোনাই পির।

২০২০ সালের ১৩ নভেম্বর যাত্রাবাড়ীর গেন্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে ফয়জুল করিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক দেখা দেয়। তার বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বর্তমানে মামলাটি তদন্ত করছে।’

বিশালদেহী বরিশালের বস’র দাম ৩৫ লাখ টাকা

কোন মন্তব্য নেই

বুধবার, জুলাই ০৬, ২০২২


ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘বরিশালের বস’। ওজন, আকৃতি ও স্বভাবে বসসুলভ আচরণে নামকরণের প্রমাণ মেলে। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বেড়ে ওঠা ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। ওজন ২ হাজার ২০০ কেজি বা ৫৫ মণ।

কাঁঠাল খেতে ভালোবাসে বরিশালের বস। অনায়াসেই একসঙ্গে চার-পাঁচটি কাঁঠাল সাবাড় করে দিতে পারে। এ জন্য জ্যৈষ্ঠ মাসে ষাঁড়টির খাদ্যতালিকায় খামারি প্রতিদিন কাঁঠাল রাখেন। আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের শামীম সিকদারের খামারে তিন বছর ধরে বেড়ে উঠেছে ষাঁড়টি।

নামকরণের বিষয়ে জানতে চাইলে খামারি শামীম বলেন, তাঁর জানা মতে, বরিশাল জেলায় এমনকি বিভাগে এত বড় গরু দ্বিতীয়টি নেই। তাই নাম রেখেছেন ‘বরিশালের বস’।

বাবার গরুর ব্যবসা থেকেই ছোটবেলা থেকেই শামীমের গরু পালন শুরু। ২০১২ সালে ২০টি দেশি গরু দিয়ে তিনি খামার শুরু করেন। এখন তাঁর খামারে ৯৭টি গরু আছে। এর মধ্যে দুটি গাভি। প্রতিদিন একেকটি গাভি ১৮ থেকে ২২ কেজি করে দুধ দেয়।

শামীম বলেন, বিশালদেহী ষাঁড়টি মূলত অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের। তিন বছর আগে খুলনার শাহাপুর এলাকা থেকে ফ্রিজিয়ান জাতের বাছুরটি কিনেছিলেন। তখন বয়স ছিল এক বছর। এরপর তাঁর খামারে নিয়ে এসে লালনপালন করেন। যত্নআত্তিতে ষাঁড়টি ওজনে-আকারে ‘বস’–এ পরিণত হয়েছে।

শামীম সিকদার জানান, তিন বছরে ষাঁড়টির খাবারের পেছনে খরচ হয়েছে ছয় লাখ টাকার বেশি। এর বাইরে আনুষঙ্গিক আরও এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় ৫৫ মণ। উচ্চতা সাড়ে ৬ ফুট, লম্বায় সাড়ে ১০ ফুট। প্রতিদিন ষাঁড়টির পেছনে খাবার বাবদ খরচ হয় ৮০০ থেকে ৯০০ টাকা। ভুসি, চিটাগুড়, খৈল, ছোলা, খুদের জাউ, ঘাস ইত্যাদি খেয়ে বড় হয়েছে ‘বরিশালের বস’।

শামীম বলেন, ষাঁড়টি কাঁঠাল খেতে খুব পছন্দ করে। এ জন্য খাদ্যতালিকায় প্রতিদিন কাঁঠাল রাখেন। চার-পাঁচটি কাঁঠাল অনায়াসে সাবাড় করে ফেলতে পারে। পেট ফাঁপার কারণে এর বেশি খাওয়ান না। শামীমের দাবি, মোটাতাজাকরণে ষাঁড়টিকে কোনো ধরনের ওষুধ বা অন্য কোনো কৃত্রিমপন্থা অবলম্বন করেননি।

শামীমের খামারে ‘বরিশালের বস’ ছাড়াও ছোট–বড় ৯৮টি গরু আছে। এর মধ্যে ষাঁড়টির আচরণ কিছুটা আলাদা। এমনিতে সব সময় শান্ত থাকে। তবে রেগে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন।

গত সপ্তাহে ‘বরিশালের বস’কে ট্রাকে চড়িয়ে বরিশাল নগর ও পার্শ্ববর্তী মাদারীপুর শহরে প্রদর্শন করা হয়। এর পর থেকে প্রতিদিন অসংখ্য লোক ষাঁড়টি দেখতে আসছেন। নির্জনতাপ্রিয় ‘বরিশালের বস’ এতে কিছুটা বিরক্ত। রুচিও কমে গেছে।

ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে শামীম বলেন, প্রতিদিনই ষাঁড়টি দেখতে খামারে উৎসুক জনতা ভিড় করছেন। ঈদ এগিয়ে এলেও এখনো সেভাবে ক্রেতা আসছেন না। বড় গরুর হাট বা অন্য জেলায় নিয়ে বিক্রি করা কষ্টসাধ্য। তাই বাজারে না তুলে খামারে বিক্রি করতে চান। প্রয়োজনে দামে কিছুটা ছাড় দিতে রাজি তিনি।

এখন পর্যন্ত কত দাম উঠেছে—প্রশ্ন করলে শামীম বলেন, কয়েকজন গরুটি দেখতে এসেছেন। কিন্তু তাঁরা বরিশালের বাইরের। দামে পরতা না হওয়ায় রাজি হননি। একজন ক্রেতা ২২ লাখ টাকা দাম বলেছেন। ব্যয় ও লাভ মিলে পরতা না হওয়ায় রাজি হননি। ৩০ লাখ টাকার বেশি দাম হলে বিবেচনা করবেন।

শামীম আরও বলেন, ‘বরিশালের বসকে বিক্রি করার তেমন আগ্রহ নেই আমার। কারণ, আমি দেখতে চাই, গরুটি কত বড় হয়। ন্যায্য দাম পেলে বিক্রি করব, না হলে খামারে রেখে লালনপালন করব।’

আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার বলেন, খামারি শামীম সিকদারের ষাঁড়টি উপজেলার সবচেয়ে বড় গরু। তা ছাড়া আশপাশের উপজেলায় এত বড় গরু আর একটিও নেই। তিনি বলেন, বিশালদেহী এই ষাঁড়টির ক্রেতা বরিশাল অঞ্চলে পাওয়া কঠিন হবে। এ জন্য তাঁরা খামারিকে ঢাকা বা চট্টগ্রামের বড় হাটে তোলার পরামর্শ দিয়েছেন।

সুত্র: প্রথম আলো

শেবাচিমের মালামাল নিয়ে পালানোর সময় দুই নারী আটক

কোন মন্তব্য নেই

বুধবার, জুন ০৮, ২০২২

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক ওয়ার্ড থেকে মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আটক করেছেন হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটক দুই নারী হলেন- বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের খ্রিস্টান কলোনির মিঠু বাড়ৈর স্ত্রী হেপি বাড়ৈ (৩৫) এবং একই এলাকার লিয়ন বাড়ৈর স্ত্রী রাইসা বাড়ৈ (৩২)। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন।

বরখাস্ত হওয়া নার্স হচ্ছেন- সীমা বাড়ৈ। তিনি হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের ইনচার্জ।

পরিচালক সাইফুল ইসলাম জানান, দুই নারী হাসপাতালের মালামাল নিয়ে পালানোর সময় নিরাপত্তারক্ষী আনসার সদস্যরা আটক করেছেন। তাদের কাছ থেকে হাসপাতালের ৫টি কম্বল, ৫টি টিস্যু বক্স, ৫ টি এ্যাপ্রোন ও এক বান্ডিল প্লাস্টার কাপড় উদ্ধার করা হয়েছে। আটক নারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- হাসপাতালের নার্স সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছেন। তবে নার্স সীমা বাড়ৈ বিষয়টি অস্বীকার করেছেন। তাই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নার্স সীমা বাড়ৈকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পাথরঘাটায় মেছোবাঘ উদ্ধার

কোন মন্তব্য নেই

বরগুনার পাথরঘাটায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন বিভাগ।মঙ্গলবার বেলা ১০ টার দিকে পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামের  চান মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে বাঘটিকে উদ্ধার করা হয়। পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করেন।

পাথরঘাটা বন বিভাগের সদর বিট অফিসার মোঃ শহিদ মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের চান মিয়ার গোয়াল ঘরের মধ্যে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘ। এ সময় গরুর ডাকচিৎকারে লোকজন ছুটে এসে বাঘটি গোয়ালের মশাড়ির মধ্যে আটকা পড়েছে দেখতে পায়। এ সময় মাসুদ নামের এক কৃষক জাপটে ধরে শিকল দিয়ে বেঁেধ ফেলে বাঘটি। আজ বেলা ১০টার সময় সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষক বাঘবন্ধুদের মাধ্যমে বন বিভাগের লোকজন খবর পেয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে।

গোয়াল ঘরের মালিক চান মিয়া জানান, দীর্ঘ দিন ধরে এই বাঘটি এলাকার মানুষের হাঁস, মুরগী, গরু, ছাগল কবুতরসহ নানা ধরণের প্রানী মেরে ফেলেছে। এর ভয়ে ছোট ছোট ছেলেমেয়েরা রাতে ঘর থেকে বাহিরে বের হয়না। আজ অনেক কষ্টের পর ৭ ফুট লম্বা বাঘটিকে আটক করা হয়েছে। বাঘটি আটক করার সময় ৪ জন আহত হয়েছে।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, বাঘটি উদ্ধারের পর প্রানী অধিদপ্তরে চিকিৎসা দেয়া হয়েছে। বিকালে পাথরঘাটার হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

বরিশালে গাছে বাসের ধাক্কা, প্রাণ গেল ১১ জনের

কোন মন্তব্য নেই

রবিবার, মে ২৯, ২০২২

বরিশালের উজিরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকা‌ঠি ওজলা সদ‌রের নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার উত্তর ভেচ‌কি এলাকার কুদ্দুস আক‌নের ছে‌লে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপ‌জেলার ভেচ‌কি এলাকার রা‌কিব আক‌নের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২০), বরগুনা জেলার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছে‌লে সেন্টু মোল্লা (৫০), ব‌রিশা‌লের বা‌কেরগঞ্জ উপ‌জেলার সুন্দরকা‌ঠি গ্রা‌মের মৃত আবুল কা‌শেম হাওলাদা‌রের ছে‌লে রমজান হাওলাদার (৩৮) ও ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শী‌লের ছে‌লে মাধব শীল (৪৫)

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এখন পর্যন্ত ১১ মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

আমার নামেও লঞ্চঘাটে চাঁদাবাজি হয়: ব‌রিশা‌লের ডি‌সি

কোন মন্তব্য নেই

বুধবার, এপ্রিল ২০, ২০২২


পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ল‌ঞ্চে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেখানে অংশ নিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আক্ষেপ করে বলেন,আমার না‌মেও লঞ্চঘা‌টে চাঁদাবাজি হয়।

মঙ্গলবার দুপু‌রে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লঞ্চমালিক ও আইন শৃংখলা রক্ষাকা‌রী বাহিনীর বিভিন্ন দপ্তর প্রতিনিধিদের সাথে ওই মতবিনিময় সভায় এ কথা বলেন  ব‌রিশা‌লের ডি‌সি।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সভায় জেলা প্রশাসক বলেন, আমার নামেও লঞ্চঘাটে মালামাল পরিবহনে চাঁদাবজি করা হয়। যা ভুক্তভোগীরা মোবাইলে ধারণ করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি। বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীদের পণ্য পরিবহনে যদি অতিরিক্ত অর্থ আদায় করা হয় তবে দোষীদের বিরুদ্ধে জেল জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আরো বলেন, ঈদকে কেন্দ্র করে নৌ-দুর্ঘটনা এড়ানোসহ লঞ্চ ঘাটে যেকোন ধরনের অরাজকতা দমনে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত কাজ করবেন। ঈদকে সামনে রেখে লঞ্চের টিকিট কালোবাজারি রুখতেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। তার এই পদক্ষেপে লঞ্চ মালিকরাও সহযোগিতার আশ্বাস দেন।

অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুর রহমান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবীর, বিআইডবিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক আরাফাত হোসেন, এনডিসি সুব্রত বিশ্বাস দাস ও কোষ্টগার্ডের প্রতিনিধিসহ ল  মালিক সমিতির সদস্যবৃন্দ।

আ’লীগ নেতাকে হুমকি, চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জানুয়ারী ০৪, ২০২২

ভোলা সদর উপজেলার ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুনসুর মিয়ার বিরুদ্ধে এক আওয়ামীলীগ নেতার বাড়িতে গণসৌচাগার ও তার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্ত্রীকে প্রভাব খাটিয়ে বদলী করে অন্যত্র পাঠিয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে।

গতকাল  ০৩  জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবরে লিখিত অভিযোগ করেন ভুক্তোভূগী বঙ্গবন্ধু পেশাজীবী লীগ,

ভোলা জেলা শাখা’র আহব্বায়ক এবং ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃশহিদুল ইসলাম তালুকদার । 

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক প্রত্যাশী ছিলাম। পাশাপাশি আমি বঙ্গবন্ধু পেশাজীবী লীগ, ভোলা জেলা শাখার আহবায়ক এবং ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার  "গ্রাম হবে শহর" এই অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে একটি আধুনিক পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে জনগনের চাওয়াকে প্রত্যক্ষ বাস্তবায়নে রূপ দিতেই আমি আমার মেধা মননকে প্রতিনিয়ত প্রচার প্রসারিত করছি। সরকারের উন্নয়নমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি। দলীয় প্রতীক প্রত্যাশী  হওয়ায়  এবং দলীয় প্রতীক বঞ্চিত হওয়ার পর থেকে আমি ও আমার কর্মী-সমর্থকগণ প্রতিপক্ষ ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, পিতা- মৃত সুলতান আহমদ মিয়া এবং তার পালিত সন্ত্রাসী, ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি, মাদক সেবনকারীদের দ্বারা প্রতিনিয়ত  হুমকি-ধমকি, মিথ্যা মামলা সৃজন, বাড়িঘর অফিস ভাংচুরসহ বিভিন্ন হয়রানী ও হুমকির সম্মুখীন হচ্ছি। ইতোমধ্যে সে তার নির্বাচনী প্রচারণায় একাধিকবার আমাকে হত্যা, এলাকা ছাড়া করা,আমার বসতবাড়ি ও অফিস ভেঙ্গে সরকারি রাস্তা বানানো, আমার বাড়ির দরজায় গণশৌচাগার করা, আমার সহধর্মিণীকে (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেনা মুক্তিযোদ্ধার সন্তান) ভোলা - ০১ আসনের সাংসদ জনাব তোফায়েল আহমেদ এর সুপারিশক্রমে পার্বত্য চট্রগ্রামে বদলি করা হবে বলে বহু ধরনের মানসিক নির্যাতন মূলক বক্তব্য দিয়ে আসছে। যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। বর্তমানে ক্রমশই এসব দৃশ্যমান ও অসহনীয় পর্যায়ে চলছে। যাহা আপনার একান্ত সু-দৃষ্টি যোগ্য বলে মনে করছি। উপরোক্ত বিষয়ে আমি থানায় সাধারন ডায়েরি করতে গেলে কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যায়।

এমতাবস্থায়, আমার পরিবারের নিরাপত্তা ও  ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নে সকল ধরনের অপশক্তি কঠোর হস্তে দমনে দল ও সরকার প্রধানের কাছে একজন মুজিব আদর্শের আওয়ামী কর্মীর অসহায় প্রার্থনা যাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জননেত্রীর একান্ত মর্জি হয়।

এবিষয়ে অভিযুক্ত মুনসুর মিয়ার সাথে একাধিবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ প্রসঙ্গে ভোলা সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন বলেন, এধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটলে আমরা অবস্যই আইনি ব্যবস্থা নিবো, এখনো কোন অভিযোগ পাইনি পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্বাস উদ্দিন বলেন, অভিযোগের কপি আমি এখনো পাইনি পেলে ব্যবস্থা নেয়া হবে।

সুত্র: ফ্রিডমবাংলা নিউজ

 

বরিশাল দুই থানায় নতুন যানবাহন হস্তান্তর

কোন মন্তব্য নেই

সোমবার, জানুয়ারী ০৩, ২০২২

বরিশাল নগর পুলিশের সেবা কে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মহানগর পুলিশে একের পর এক যোগ করছেন নতুন মাত্রা।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠ বরিশালে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের হাতে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভ‚ঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

জমি ও ঘর পাচ্ছেন আসপিয়া

কোন মন্তব্য নেই

শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১

পুলিশের প্রতিবদনে ‘ভূমিহীন’ আসপিয়া ইসলাম কাজল হিজলাতেই জমি ও ঘর পাচ্ছেন। তাও খুবই অল্প সময়ের মধ্যে পাবেন বলে ইঙ্গিত দিয়েছে উপজেলা প্রশাসন।

এর ফলে পুলিশে চাকরি হওয়া নিয়ে শঙ্কার অবসান অনেকটাই ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। তার পরিবারকে ঘর ও জমি দেওয়ার কথা শুনে এরইমধ্যে স্থানীয়রা জেলা প্রশাসনকে সাধুবাদও জানিয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, আছপিয়ার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যার আমাকে নির্দেশ দিয়েছেন। যাতে দ্রুত সময়ের মধ্যে ভূমিহীন এই পরিবারকে জমি ও ঘর প্রদানের ব্যবস্থা করা হয়। আমি সকালে আছপিয়াকে কার্যালয়ে ডেকে বিস্তারিত জেনেছি।

মুজিববর্ষ উপলক্ষে চলমান আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় তার পরিবারকে ঘর ও জমি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, বিকেলে তাকে নিয়ে খাস জমি দেখতে যাবো। জমি পছন্দ হলেই দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে।

বকুল চন্দ্র কবিরাজ বলেন, নিয়োগের সময়সীমা কতদিন তা আমি জানি না। তবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে সেই সময়সীমার মধ্যে তার বা তার মায়ের নামে জমি এবং ঘর হস্তান্তর করার চেষ্টা করবো।

এদিকে আছপিয়ার পুলিশি চাকরি হয়েছে এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও আনুষ্ঠানিকভাবে তা কেউ স্বীকার করেননি। যদিও রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জমান কার ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ’ মমতাময়ী সাহসী মায়েরা বেঁচে থাকুক হাজার বছর। ’ লিখেছেন। যার কমেন্টেস এ অনেকেই তার জন্য দোয়া করেছেন।

প্রসঙ্গত, পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরিশাল জেলায় ১০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দফতর। ওই বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা থেকে টিআরসি পদে ৭ জন নারী ও ৪১ জন পুরুষ নেওয়ার কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী হিজলা থেকে অনলাইনে আবেদন করেন আছপিয়া ইসলাম। ১৪, ১৫ ও ১৬ নভেম্বর বরিশাল জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি। ২৩ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলেও কৃতকার্য হন। ২৪ নভেম্বর পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় পঞ্চম হন আছপিয়া।

২৬ নভেম্বর পুলিশ লাইন্সে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে কৃতকার্য হন আছপিয়া। তবে চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনে নিয়োগ থেকে ছিটকে পড়েন তিনি। কারণ তিনি বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা নন। এই নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত ছিল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বুধবার (৮ ডিসেম্বর) হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস ভেরিফিকেশনে আছপিয়া বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা নয় উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।

বরগুনায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

কোন মন্তব্য নেই

বরগুনার পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবককে জলদস্যু বলে দাবি করেছে র‌্যাব।  

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার বিষখালি নদীর ওয়াপদার পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিষখাল নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‌্যাব। কিছুক্ষণ পর র‌্যাব সস্যদের লক্ষ্য করে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। 

এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় ৩/৪ জন জলদস্যু পালিয়ে গেছে বলে র‌্যাবের দাবি।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তার নাম ঠিকানা জানা যায়নি।

অশান্ত হয়ে উঠা পাহাড়কে শান্ত করতে পার্বত্য শান্তিচুক্তি

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, ডিসেম্বর ০২, ২০২১

দুটি যুগ শেষ করলো পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি। অশান্ত হয়ে উঠা পাহাড়কে শান্ত করতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সাক্ষরিত হয় পার্বত্য শান্তিচুক্তি। শান্তিচুক্তির ফলে প্রাথমিকভাবে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দেয় এবং সরকার তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। শেষ হয় শান্তি বাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রাম।

তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ চেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। স্বাভাবিক জীবনে ফিরে আসে শান্তি বাহিনীর সশস্ত্র আন্দোলনকারী সদস্যরা।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৪ বছরপূর্তি উপলক্ষে আজ সকাল ৮টায় ধানমন্ডিস্থ ৩২ নং বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এছাড়াও দিনটি উপলক্ষে বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

কাউখালীতে নৌকা ডুবিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী, আ.লীগের প্রার্থী পেলেন ১২০ ভোট

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ২৯, ২০২১

প্রচার-প্রচারণা চালিয়েছেন পুরোদমে। শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন মাঠে। এর পরও ভোটারদের নিজের পক্ষে টানতে পারেননি পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এইচ এম আর কে খোকন। তিনি পেয়েছেন মাত্র ১২০ ভোট।

এই ইউনিয়নে ২ হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ পেয়েছেন ২ হাজার ২৯৯ ভোট।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এইচ এম আর কে খোকন বলেন, ‘দলে অভ্যন্তরীণ কোন্দল আছে। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী। আউয়ালবিরোধীরা আমার বিরুদ্ধে কাজ করায় আর বর্তমান চেয়ারম্যান জেপি প্রার্থী এলিজা সাইদকে হারাতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকে যান। এ কারণে আমি কম ভোট পাই। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী ধনাঢ্য প্রার্থীদের মতো টাকা খরচ করতে না পারায় আমার শোচনীয় পরাজয় হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিত সয়না রঘুনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আবু সাঈদ। ২০১৯ সালে আবু সাঈদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপনির্বাচনে চেয়ারম্যান হন তাঁর স্ত্রী এলিজা সাঈদ। এ বছর আওয়ামী লীগের মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আর কে খোকন। খোকন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী।

কাউখালী উপজেলায় আউয়ালবিরোধী শক্তিশালী পক্ষ রয়েছে। ওই পক্ষটি চাননি খোকন চেয়ারম্যান নির্বাচিত হোক। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেপি প্রার্থী এলিজা সাঈদকে হারাতে দলীয় প্রার্থী খোকনকে উপযুক্ত মনে করেনি। তাই এলিজা সাঈদকে হারাতে আওয়ামী লীগের একটি পক্ষ স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের দিকে ঝুঁকে পড়েন। শেষ পর্যন্ত দলীয় কোন্দল আর জেপি প্রার্থীকে হারাতে গিয়ে নৌকার প্রার্থী ধরাশায়ী হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, ‘সয়না রঘুনাথপুর ইউপিতে আওয়ামী লীগ বলতেই প্রভাবশালী কাজী পরিবার। ওই পরিবার থেকে কাউকে আওয়ামী লীগের প্রার্থী করা হলে এমন শোচনীয় পরাজয়ের লজ্জা আমাদের পেতে হতো না। দলীয় প্রার্থী বাছাইয়ে ভুল করেছে আওয়ামী লীগ। যার খেসারত দিতে হয়েছে আমাদের।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘সয়না রঘুনাথপুর ইউপি বিএনপির অধ্যুষিত এলাকা হওয়ায় এবং আওয়ামী লীগের প্রার্থী দুর্বল হওয়ায় ভোট কম পেয়েছেন। আমরা কেন্দ্রে পাঠানো তালিকায় কাজী রফিকুল ইসলামের নাম প্রথম পাঠিয়েছিলাম। খোকনের নাম ছিল দ্বিতীয়। কিন্তু দল কাজী রফিকুল ইসলামকে মনোনয়ন না দিয়ে খোকনকে মনোনয়ন দেন। এসব কারণে আমাদের প্রার্থী ভরাডুবি হয়েছে।’

ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মো. হুমায়ুন কবির। মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ভাজনা কদমতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবির ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজাহার আকনের ছেলে হুমায়ুন। তিনি মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার সাকালে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শ‌নিবার বিকালে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যান হুমায়ুন কবির। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন, তার মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে পুলিশকে বলেছি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ না থাকায় তার মেয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Patuakhali পেট্রল পাম্প মালিককে লাখ টাকা জরিমানা

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কের পাশে করমজাতলা এলাকায় পায়রা অয়েলস লিমিটেডের মালিক আলতাফ খানকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র্যাব ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা করা হয়।

জানা যায়, পায়রা অয়েলস লিমিটেডে মাপের থেকে তেল কম দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব ভোক্তা অধিকার যৌথভাবে অভিযান চালায়। সময় ওই পাম্পের মালিক আলতাফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব- পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার শহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ / ৪৮ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।

Barisal Up Election ৭ ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৩৪ জন

কোন মন্তব্য নেই

 আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরিশালের ইউনিয়র পরিষদ থেকে চেয়ারম্যান পদে লড়াই করবে ৩৪ চেয়ারম্যান প্রার্থী। পাশাপাশি ১০৮ টি ওয়ার্ডের জন্য লড়াই করবে ৫৮১ জন ইউপি মেম্বার প্রার্থী। এছাড়া আগৈলঝাড়ার ইউপিতে জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।

আগামী ১১ নভেম্বর জেলার উপজেলায় দ্বিতীয় ধাপে এই প্রার্থীরা লড়াই করবে। নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তারাও সুষ্ঠু-সুন্দর ভোটের ব্যাপারে আশাবাদী। বরিশাল সদর উপজেলার ইউনিয়ন, বানারীপাড়া এবং আগৈলঝাড়ায় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশাল নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়ন পত্র দাখিল করেছে ৫০ জন। এছাড়া ১২ ইউনিয়নের ১০৮ টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৪৫ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩৬ জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করে।

এদিকে, ৫০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয় ৪৯ জন। এর মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করে ১০ জন। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল,বাগধা, গৈলা, রত্নপুর এই ৫টি ইউনিয়নে ক্ষমতসীন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।

অপরদিকে, বাকি ইউনিয়নে ৩৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবে। এর মধ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে জন, শায়েস্তাবাদ ইউনিয়নে জন, চরমোনাই ইউনিয়নে জন, চরকাউয়া ইউনিয়নে জন, চাঁদপুরা ইউনিয়নে জন, চন্দ্রমোহন ইউনিয়নে জন এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবে। এদিকে ১২ ইউনিয়নের ১০৮ টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪১০ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবে।

জানা গেছে, ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরিশালের বিভিন্ন স্থানে বাড়ছে সহিংসতা। এর মধ্যেই সুষ্ঠু-সুন্দর ভোটের প্রত্যাশা করছেন ভোটাররা। ইতোমধ্যে ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতসীন দলের প্রার্থীরা। অন্যান্য ইউনিয়নেও জোরসোর প্রচার-প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগের প্রার্থীরা। কিছু কিছু স্থানে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা এরই মধ্যে কোণঠাসা হয়ে পড়তে শুরু করেছে।

এব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানায়, ভোট সুষ্ঠভাবে গ্রহণে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই কাজগুলো করা হবে। এবার কোন ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে না। ইতোমধ্যে আমারা সবাইকে মার্কা প্রদান করেছি। কাল জেলা প্রশাসক পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবো। আশা করছি সুষ্ঠু-সুন্দর ভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে।

ভোলায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কোন মন্তব্য নেই

ভোলার দৌলতখানের চরখলিফায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রাহাদ তালুকদার বলেন, সন্ধ্যার পর সমশের উদ্দিন হাওলাদারের বাড়িতে বৈঠক চলছিল। সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোর্শেদ কিরন তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক যুবক মোটরসাইকেল নিয়ে এসে আমার লোকজনের ওপর হামলা চালায়। এতে ১০-১২ জন আহত হয়। এছাড়া মাইনুদ্দিন নামের একজনের ওষুধের দোকানে ভাঙচুর চালায় তারা।

অপর প্রার্থী ইয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমি পাশের এক বাড়িতে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় তার সমর্থকরা মোটরসাইকেল চালিয়ে সভাস্থলে আসছিলেন। পথে আমার রাহাদ তালুকদারের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে ৩০-৪০ জনকে আহত করে। এ সময় হামলাকারীরা ১০টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও আমার চাচাত ভাই মাইনুদ্দিনের ওষুধের দোকান ভাঙচুর করে।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএন/যুগা

গত ২২ দিনে বরিশালে ৮৯৯ জেলের দণ্ড জব্দ ১৩ লাখ টাকার জাল

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

বরিশালে ইলিশ রক্ষার লক্ষে গত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান শেষ হয়েছে ২৫ অক্টোবর মধ্যরাতে। টানা ২২ দিনের অভিযানে বরিশাল বিভাগেআইনশৃঙ্খলা বাহিনী জেলেদের মধ্যে দুইএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকল অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলেদেশেইলিশেরউৎপাদন বাড়বে বলেআশাবাদি বরিশাল মৎস্য বিভাগ।

বরিশাল মৎস্য ভবন সূত্রে জানা গেছে, গত ২২ দিনে বিভাগে মোট অভিযান পরিচালিত হয় হাজার ৬৫১ টি। এর অনুকূলে মোবাইল কোর্টে ৮৯৯ জনের কারাদণ্ড হয়েছে। জব্দ করা হয়েছে ১২ লাখ ৯২ হাজার দশমিক ৬৪৯ টাকার কারেন্ট জাল এবং দশমিক ৩৭৯ টন ইলিশ।

অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে। গত ২২ দিনে ৬৮০ জনের কারাদণ্ড হয়েছে।

সূত্র আরও জানা যায়, বিভাগে ২২ দিনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে ৫২৮টি অবতরণ কেন্দ্র, হাজার ৯১০টি মাছঘাট, হাজার ২৯৫টি আড়ত, হাজার ১৮৫টি বাজার পরিদর্শন করা হয়। মামলা হয়েছে ৭৮১ টি। জরিমানা করা হয়েছে ২২ দশমিক ৯১৩ লাখ টাকা। নিলামকৃত আয় হয়েছে দশমিক দশমিক ১১৯৬ লাখ টাকা।

এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বিনিময় নিষিদ্ধ ছিল। নির্দেশনা অমান্য করায় নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। নিষেধাজ্ঞার সময়কে ঘিরে বিভাগের জেলার জেলে পরিবারের জন্য হাজার ৯৪২ দশমিক ৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পায়।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, সফলভাবে এবারের মা ইলিশ রক্ষা অভিযান শেষ হচ্ছে সোমবার রাত ১২টায়। আশা করা হচ্ছে এরপর জেলেরা নদীতে গেলে আশানুরূপ ইলিশ পাবেন।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর থেকে নভেম্বর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে হাজার ২৬টি, অভিযান পরিচালনা করেছে হাজার ৫০৫টি, আইন না মানায় মামলা করা হয় হাজার ২৪৯টি, কারাগারে পাঠানো হয়েছে হাজার ১৩৩ জনকে এবং জরিমানা করা হয় ২০ লাখ ৮২ হাজার টাকা।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam