Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বুধবার, ফেব্রুয়ারি ০৬, ২০১৯

/ by DNN24LIVE

প্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম-সেবা পদক গ্রহণ করলেন অ্যাডিশনাল এসপি মাহমুদ

ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মাহমুদ হাসান পুলিশ সপ্তাহ ২০১৯ এ দ্বিতীয় বারের মত “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-সেবা পদকে ভূষিত হয়েছেন।
তিনি সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০১৯- এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পদক গ্রহণ করেন। পটুয়াখালীর দুমকি উপজেলার কৃতি সন্তান।
তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি, ঝালকাঠির পুলিশ সুপারসহ সকল সিনিয়রদের যাদের সার্বিক সহযোগিতা এবং দিক্- নির্দেশনায় তিনি এ পদকে ভূষিত হয়েছেন।
এছাড়াও তিনি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন ঝালকাঠিবাসীকে —যারা সকল কাজে তাদের অকৃত্রিম ভালবাসা, অগাধ বিশ্বাস ও অকুন্ঠ সমর্থন দিয়ে সার্বক্ষনিক অনুপ্রেরণা যুগিয়ে তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে ২য় বারের মত পদক গ্রহনের বিষয়টি সত্যিই পরম সৌভাগ্যের এবং অনাবিল আনন্দের বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি দুমকি উপজেলার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবদুল কাদের মোল্লার কনিষ্ঠ পুত্র। চাকুরীজীবনে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ অত্যন্ত সুনামের সাথে চাকুরী করেছেন।
তিনি ২০১০ সালে ২৮তম বিসিএসের মাধ্যমে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
২৮ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে মেধা তালিকায় তিনি ২য় স্থান অধিকার করেন। বর্তমানে তিনি ঝালকাঠি জেলায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল হিসেবে কর্মরত।
এক সাক্ষাতকারে তিনি বলেন, মানুষের কল্যানে আমৃত্যু কাজ করাই তার জীবনের একমাত্র নেশা ও পেশা। এই পেশাটি একটি ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জিং পেশা। আমি এই মহৎ পেশাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে উপভোগ করছি এবং সার্বক্ষনিক দেশসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam