Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গোসলের ভিডিও ধারণ করে ভাবীকে ধর্ষনের অভিযোগ

শুক্রবার, ডিসেম্বর ০৪, ২০২০

/ by DNN24LIVE


মুলাদীতে গোসলের নগ্ন ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের হাবিব আকনের ছেলে সাইফুল আকন (২৫) তার বড় ভাই হানিফ আকনের স্ত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভাবী। এ ঘটনায় গত ১ ডিসেম্বর বড় ভাবী বাদী হয়ে দেবর সাইফুল আকনসহ ৫জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষনের শিকার ওই গৃহবধু জানান প্রায় ৬ বছর আগে হানিফ আকনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী চাকুরির সুবাদে বাড়িতে না থাকায় সাইফুল বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। কুপ্রস্তাবে রাজি না হওয়ার বিয়ের ৫/৬ মাসের মাথায় সাইফুল গোপনে তার ভাবীর গোসলের নগ্ন ভিডিও চিত্রধারণ করে। পরবর্তীতে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষন করে। বিষয়টি তার শ্বশুর-শাশুড়িকে জানালেও তারা এর প্রতিবাদ না করে চুপ থাকায় সাইফুল বেপরোয়া হয়ে ওঠে। ওই গৃহবধুর ৪ বছরের সন্তানও ধর্ষনের ফলেই জন্ম হয়েছে বলে দাবী করেছেন তিনি। দেবরের অত্যাচারে ওই গৃহবধু ৩বছর আগে তার স্বামীর কর্মস্থলে গিয়ে থাকতে শুরু করেন। ১৫/১৬দিন আগে গৃহবধু অসুস্থ স্বামীর কাছে আসলে তার দেবর পুনঃরায় গোসলের নগ্ন ভিডিও দেখিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন করতে চাইলে তিনি ক্ষিপ্ত হন এবং ১ ডিসেম্বর মুলাদী থানায় সাইফুল আকন, শ্বশুর হাবিব আকন ও শাশুড়ি ছাহেদা খাতুনসহ ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে ছাহেদা খাতুন জানান আমার বড় ছেলে প্রায় ৩ বছর ধরে অসুস্থ এবং শারিরীক ভাবে অক্ষম। কিন্তু আমার ছোট ছেলে সাইফুল তার ভাবীকে ধর্ষন করেছে এটা বিশ্বাস যোগ্য নয়। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা গৃহবধুর অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam