Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশাল জেলা পুলিশের নতুন কার্যালয়সহ ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আইজিপি

সোমবার, ডিসেম্বর ০৭, ২০২০

/ by DNN24LIVE

একদিনের সফরে বরিশাল এসে জেলা পুলিশের নতুন কার্যালয় উদ্বোধনসহ ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পরে জেলা পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর পলিটেকনিক রোডে ফিতা কেটে ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে জেলা পুলিশের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন করেন। এর আগে ফলক উন্মোচন এবং বেলুন ও ফেস্টুন উড়ান।

এ সময় বরিশাল সিটি করেপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বরিশাল বিভাগের ছয় জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পৌঁছানোর পর তাকে পুলিশের একটি চৌকষদল সালাম ও অভিবাদন প্রদান করেন।

উদ্বোধন শেষে জেলা পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জের ৬ জেলা ও মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পরে তিনি জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত প্রধান গেট ও পুলিশ অফিসার্স মেসের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। দুপুরে বরিশাল পুলিশ লাইনস-এ বরিশালের ৬ জেলার পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ সকল ইউনিটের সদস্যদের সাথে সভা করেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam