Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গ্রামগঞ্জে ভোটের হাওয়া: ধানসিঁড়ি ইউনিয়ন

রবিবার, আগস্ট ২২, ২০২১

/ by DNN24LIVE


শীতের হাওয়া বইতে শুরু না করলেও ভোটের হাওয়া বেশ জোরেশোরেই বইছে জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গ্রামে-গঞ্জে নানা বিশ্লেষণ চলছে সাধারণ ভোটারের মধ্যে। নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ যেমন চান তারা, তেমনি এমন প্রার্থীকে ভোট দিতে চান দু:সময়ে যাদের পাশে পাওয়া যাবে। আসন্ন ইউপি নির্বাচনে ঘিরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের সে সব খবর জানাতে আজকের ডিএনএনের বিশেষ প্রতিবেদন।
নির্বাচনকে এদেশের মানুষ উৎসব হিসেবেই দেখে। তাই নির্বাচন আসলেই রাস্তাঘাট, চায়ের দোকান সবখানেই মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে নির্বাচন প্রসঙ্গ। শহর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেলেই চোখে পড়ে হাট বাজার, দোকান এমনকি রাস্তাঘাটেও মানুষের জটলা। কাছে গেলেই শোনা যায় তাদের আলাপের বিষয়বস্তু নির্বাচন। নিজেদের মূল্যবান ভোট কেমন প্রার্থীকে দেবেন তা নিয়ে চলে নানা বিশ্লেষণ। কাজের অবসরে প্রান্তি মানুষের মধ্যে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে বিপক্ষে চলে তর্ক বিতর্ক। নিজের ভোটটা যাতে সুন্দর পরিবেশে দিতে পারেন, সে প্রত্যাশা তাদের।
নির্বাচনে এমন লোককে প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ, যারা আগে থেকেই তাদের কাছের মানুষ হিসেবে পরিচিত। এদিকে দক্ষিনাঞ্চলের রাজনৈতিক আভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু নিদের্শনা পেলে আসন্ন ইউপি নির্বাচনে ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে তৃতীয়বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে জানিয়েছেন একেএম জাকির হোসেন।
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam