ভারী
বর্ষণ ও উজান থেকে
নেমে আসা পাহাড়ি ঢলে
যমুনা নদীর পানি বিপৎসীমার
২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
হচ্ছে। এতে দেশের অভ্যন্তরীণ
নদ-নদী ও খাল-বিলের পানি বেড়ে গেছে।
এরই মধ্যে চলনবিলের নিম্নাঞ্চলে বসবাসরত বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন।
এদিকে
ধরলা ও ব্রহ্মপুত্রের পানি
বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাচল।
