Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বঙ্গবন্ধু'র জিবনী নিয়ে 'অবরুদ্ধ ১৪ বছর' নাটক মঞ্চস্থ

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

/ by DNN24LIVE

 


ঝালকাঠিতে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জিবনী নিয়ে নির্মিত নাটক 'অবরুদ্ধ ১৪ বছর' মঞ্চায়িত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৩১ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নাটকটি মঞ্চায়িত হয়।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনী'র উপর ৬৪ জেলায় ৬৪ টি মঞ্চ নাটক নির্মিত হয়। এর অংশ হিসেবে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেল জীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত 'অবরুদ্ধ ১৪ বছর' নাটকটি মঞ্চস্থ করেছে। জেলা প্রশাসক ও নাটকের প্রযোজনা অধিকর্তা মো: জেহর আলী আনুষ্ঠানিক উদ্বোধনের পর নাটকটি অভিনীত হয়েছে ।

নাটক পরিবেশনা করেছে রেপাটারি নাট্যদলের ঝালকাঠির ১৬ জন নাট্যকর্মী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনিমেষ সাহা লিটু। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আল মামুন।

ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব খান সাইফুলাহ পনির, প্রশাসনিক কর্মকর্তারা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠক-কর্মীসহ কয়েক শতাধিক দর্শক নাটকটি উপভোগ করেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam