Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

নির্বাচনে করবেন শাকিব-নিপূণ

বুধবার, সেপ্টেম্বর ০৮, ২০২১

/ by DNN24LIVE

 


নির্বাচন করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান নায়িকা নিপূণ। তবে জাতীয় নির্বাচন নয় শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা।

সভাপতি পদে শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে নিপূণকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই দুই তারকা।

এদিকে বিয়ষটি নিয়ে শাকিব খান নিপূণ এখই কিছু জানাতে চাচ্ছেন না। তবে আজ সকালে নিপূণ ফেইসবুকেআলহামদুলিল্লাহলিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর মাধ্যমে অনেকেই ধারণা করছেন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

উল্লেখ্য, শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন। অন্যদিকে নিপূণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য। শোনা যাচ্ছে এবার চার বছর পর আবারও শিল্পী সমিতির সভাপতি পদের জন্য লড়বেন কিং খান। এরই মধ্যে এই দুই শিল্পী সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা যাচ্ছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam