Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গৌরনদীতে কারেন্ট জালসহ গ্রেপ্তার ১

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

/ by DNN24LIVE

গৌরনদীতে কারেন্ট জালসহ গ্রেপ্তার ১

গৌরনদী প্রতিনিধি >> গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮র একটি দল বুধবার বিকেলে অভিযান চালিয়ে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রাম থেকে ২০ কেজি কারেন্ট জালসহ বি.এম গিয়াস উদ্দিন (৬১) নামের এক কারেন্ট জাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮র ডিএডি মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে একটি টীম বুধবার বিকেলে উপজেলার সরিকল গ্রামের সরিকল গ্রামের মৃত আরোব আলী বেপারীর ছেলে কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা তার পাঁকা বাসভবনের দোতলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে ২০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে এবং কারেন্টজাল রাখা ও বিক্রির অভিযোগে ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় র‌্যাাব-৮র ডিএডি মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিনকে আসামী করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

The post গৌরনদীতে কারেন্ট জালসহ গ্রেপ্তার ১ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3Eoe3YM
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam