গৌরনদী প্রতিনিধি >> বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের প্রভাবশালী কাজী আব্দুল সাত্তার (৫৫) একই উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামের একটি সংখ্যালঘু ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটে ছাড়া করে বাড়ি দখল নিতে হামলা-মামলায় হয়রানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা মামলার হয়রানিতে দিশেহারা মুক্তিযোদ্ধা ননী গোপাল রায় (৬৭) পরিবার নিয়ে সোমবার গৌরনদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অসহায় মুক্তিযোদ্ধা ননী গোপাল বলেন, জেএল ১০, পশ্চিম সমরসিংহ মৌজার, এসএ খতিয়ান ১৪৩, দাগ নং ১৩৪, ১৪১র ৪৩ শতাংশ জমি আমার দাদা-বাবা বিগত ৮০ বছর যাবত ভোগ করে আসছে। গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত কাজী ইসমাইলের পুত্র প্রভাবশালী কাজী আব্দুল সাত্তার (৫৫) তার পুত্র গিয়াস উদ্দীন (৩৫) দীর্ঘদিন যাবত আমাকে বাড়ি থেকে তাড়িয়ে ভিটেমাটি দখল নিতে পায়তারা করে আসছে। এমন কি আমাকে বাড়ি ছাড়া করতে কাজী সাত্তার ও তার পুত্র গিয়াস উদ্দীনের নেতৃত্বে আমার বাড়িতে ১০ বার হামলাও ৭টি মামলা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। গত ২৬ আগস্ট সন্ত্রাসী আব্দুল সাত্তার তার পুত্র গিয়াস উদ্দীনের নেতৃতে ৭/৮ জন সন্ত্রাসী বাড়িতে হামলা করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিবারের দুই সদস্যকে মারধর করে। গত ১৭ আগস্ট বাড়িতে আমি মনষা পুজার আয়োজন করলে বিকেল ৫টায় গিয়াস উদ্দীনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরে ঢুকে বাড়ির আসবাবপত্র তছনছ করে বাড়ি ছাড়তে হুমকি দিলে চলে যায। হামলার ঘটনায় আমি মামলা করলেও কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। গত ১৫ জুন সন্ত্রাসী সাত্তার ও তার পুত্র সন্ত্রাসী গিয়াস উদ্দীনসহ ১০/১২ জন সন্ত্রাসী লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে আমার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সময় আমার স্ত্রী ননিদতা রানী (৫৬) আমাকে রক্ষায় এগিয়ে সন্ত্রাসীরা তাকেও বেদম মারধর করেছে। আমাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরার পালিয়ে যায়। এ হামলার ঘটনায় পরের দিন (২৬ জুন) আমি গৌরনদী মডেল থানায় মামলা করতে পুলিশ মামলা না নিয়ে একটি জিডি করে। গত এক বছরে সন্ত্রাসীরা কমপক্ষে ১০বার আমার বাড়িতে হামলা চালিয়ে মারধর করে বাড়ি ছেড়ে চলে যেতে জীবননাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীরা হামলা করেই ক্ষ্যান্ত হয়নি, তারা আমাকে জব্দ করতে একের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সম্প্রতি সময়ে আমাকে জব্দ করতে আব্দুস সাত্তার তার এক ভাড়াটে এক সমর্থক মলিনা বেগমকে দিয়ে আমার বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করেছে। এ ছাড়া কাজী আব্দুল সাত্তার আমার বিরুদ্ধে বিভিণ্ন সময় ৭/৮টি মামলা দিয়ে হয়রারনী করেছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল জলিল ফকির, ৭নং ওয়ার্ডের সদস্য মো: ফারুক হোসেন, স্কুল শিক্ষক গোলাম মোস্তফা, বিশিস্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধার স্ত্রী নন্দিতা রানী রায়, কন্যা নিপুন রায়। ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল জলিল ফকির (৫৬)বলেন, অসহায় মুক্তিযোদ্ধা ননী গোপালকে হামলা-মামলা দিয়ে হয়রানীর কথা স্বীকার করে বলেন, কাজী আব্দুল সাত্তার ও তার পুত্র গিয়াস উদ্দীন কুখ্যাত সন্ত্রাসী। ভূমিদস্যু কাজী সাত্তার জাল-জালিয়াতি করে এলাকার নিরহ মানুষের সম্পত্তি নিজের দাবি করে সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর করে আসছে। সন্ত্রাসী বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। জরুরী ভিত্তিতে সন্ত্রাসী ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে তিনি দাবি জানান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধা ননী গোপাল থানায় অভিযোগ দেয়া পরে প্রতিটি বিষয়য়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, মুক্তিযোদ্ধার অসম্মান রাষ্ট্রের অসম্মান। বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। খোজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
The post গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটে ছাড়া করতে সন্ত্রাসী হামলা ও মামলায় হয়রানি first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3yNj8Wk
