Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পরীমনির প্রত্যাবর্তন: নায়িকা বটে, পুতুল নই

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

/ by DNN24LIVE


পরী হয়ে জেলে গিয়েছিলেন, রিমান্ড এখন বিজয়ের মণি হাতে মুক্ত হলেন। গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের বেলায় কে কতটা মার খেল তা দিয়ে জয় ঠিক হয় না। ক্ষতবিক্ষত হয়েও ময়দানে যে শেষতক দাঁড়িয়ে থাকতে পারে, দর্শকেরা তাকেই করতালি দিয়ে অভিনন্দন জানায়।

পরীমনি যখন শুভ্র বেশে, মাথায় সাদা পাগড়ি জড়িয়ে, সাদা গাড়িতে করে কেন্দ্রীয় কয়েদখানার ফটক দিয়ে বেরিয়ে এলেন, তখন তাঁকে বিজয়ী মনে হয়েছে। তিনি বিতর্কিত হয়েছেন, নিন্দিত হয়েছেন, শাস্তিভোগ করছেন। আবার মানুষের, বিশেষত নারীদের বিপুল ভালোবাসাও তাঁর দিকে ধাবিত হয়েছে।

২৭ দিন কারাভোগ ও তিন দফা রিমান্ড শেষে এই জামিনে মুক্তি আর কেউ না হোক, পরীমনি অবশ্যই উদ্‌যাপন করবেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam