আগৈলঝাড়ায় বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের আগৈলঝাড়ায় শিশুদের মধ্যে নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। দিন দিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। দুই দিনে নিউমোনিয়া আক্রান্ত হয়ে আট শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১৫-২০ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আনিস মোল্লার মেয়ে সোয়াইদা (২), আহুতিবাটরা গ্রামের সুখদেব মল্লিকের মেয়ে সমিতা মল্লিক (৬), বারপাইকা গ্রামের জয়ন্ত হালদারের মেয়ে রক্তিমা হালদার (৩), দক্ষিণ শিহিপাশা গ্রামের রাজু হাওলাদারের মেয়ে রাফসানা (৫) ও মধ্য শিহিপাশা গ্রামের হাসান শেখের নয় মাসের মেয়ে মরিয়ম আক্তার, কালুপাড়া গ্রামের আহসান হাবিবের মেয়ে অনিমা (২), একই গ্রামের তাহের মিয়ার তিন মাসের ছেলে তামিম, নোমান ইসলামের ছেলে জোনায়েত ইসলামকে (২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, প্রচণ্ড গরম ও বৃষ্টির কারণে ঠাণ্ডা-আবার গরম পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় শিশুদের মধ্যে নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। এ ছাড়া বৃদ্ধ বয়সের নারী-পুরুষও জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আসছেন।
ডা. বখতিয়ার আল মামুন বলেন, নিউমোনিয়ায়া বা শ্বাসকষ্টসহ শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে শিশু ও বয়স্কদের বেশি করে তরল ও গরম খাবার খেতে হবে। শিশুদের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।
The post আগৈলঝাড়ায় বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3DUFVDp
