বরিশাল শের-ই বাংলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১০.৩১ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭৬ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জন রোগীর। সব শেষ রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭৭ জন রোগী।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যবে শনিবার রাতে সব শেষ রিপোর্টে ১২৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৩১ ভাগ।
এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ১৪ ভাগ, বৃহস্পতিবার ১১.২৯ ভাগ, বুধবার ৯.৮৮ ভাগ, মঙ্গলবার ১২.১৪ ভাগ, সোমবার ১১.১৭ ভাগ এবং গত রবিবার শনাক্তের হার ছিলো ১৪.২৮ ভাগ। গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।
The post বরিশাল শের-ই বাংলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3zLEvsA
