Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গৌরনদীতে তিনটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর, মামলা, গ্রেপ্তার ১

শনিবার, অক্টোবর ১৬, ২০২১

/ by DNN24LIVE

গৌরনদীতে তিনটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর, মামলা, গ্রেপ্তার ১

গৌরনদী প্রতিনিধি >> পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে চরম আপত্তিকর কমেন্টস্ করায় উত্তেজিত জনতা মহানন্দ বৈদ্য নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। পাশাপাশি উত্তেজিত জনতা হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের তিনটি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল কাজিরপাড় গ্রামে। আটক মহানন্দ বৈদ্য ওই গ্রামের মৃত্যুঞ্জয় বৈদ্যর পুত্র। খবর পেয়ে রাতেই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোরআন সম্পর্কে অশালীন ও কুৎসিত মন্তব্য করে উস্কানী দেয়ার ঘটনা ও মন্দিরে হামলা করে প্রতীমা ভাঙচুরের ঘটনায় শনিবার গৌরনদী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কোরআন সম্পর্কে অশালীন ও কুৎসিত পোষ্ট করে উস্কানী দেয়ার মামলায় পুলিশ মহানন্দ বাড়ৈকে (১৮) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে চরম আপত্তিকর কমেন্ট করে মহানন্দ বৈদ্য। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির নজরে আসলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা মহানন্দকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরবর্তীতে একইদিন রাতে স্থানীয় জনতা জোটবদ্ধ হয়ে ধুরিয়াইল কাজিরপাড় সার্বজনীন দূর্গা মন্দির, পাশ্ববর্তী হরি মন্দির এবং জগদিশ বৈদ্যর বাড়ির হরি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয় বাসিন্দা প্রশান্ত বালা বলেন, দীর্ঘদিন থেকে আমরা সকল ধর্মের লোকজন একসাথে বসবাস করে আসছি। সদ্যসমাপ্ত সার্বজনীন দুর্গা পুজার সময়েও সকল ধর্মের লোকজনের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে। যেকারণে কোনধরনের ঝামেলা ছাড়াই আমরা বিজয়া দশমী শেষ করেছি। তিনি আরও বলেন, কোরআন শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে আপত্তিকর কমেন্টস্কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আর এ কমেন্টস্ যে করেছে সে যেই সম্প্রদায়ের হোকনা কেন, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, পবিত্র কোরান নিয়ে অশালীন ও কুৎসিত পোষ্ট দিয়ে মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনায় স্থানীয় সুমন খান বাদি হয়ে ও মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ধুরয়াইল সার্বজনীন হরি চাঁদ পূঁজা মন্ডব কমিটির সহ-সভাপতি সুভাষ বৈদ্য বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ধর্মীয় অনুভুতিতে আঘাতের মামলায় বি.এম মিথুন ফেইসবুক আইডির মালিক মহানন্দ বাড়ৈকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।’

The post গৌরনদীতে তিনটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর, মামলা, গ্রেপ্তার ১ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2YSG0aS
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam