রাজপথে
পরাস্ত হয়ে বিএনপি-জামায়াত ভিন্নপন্থায় ক্ষমতায় যেতে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে
বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
তবে
তার দল, সরকার এর দায় এড়াতে পারে না বলেও স্বীকার করে দেশের যেসব স্থানে দলের সাংগঠনিক
কর্মতৎপরতায় ব্যত্যয় রয়েছে সেখানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য
করেন তিনি।
দলের
তৃণমূল নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে যারা গুজব ছড়াবে তাদের আইনের আওতায়
আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অ্যাডভোকেট আফজাল হোসেনের।
সোমবার
বিকালে স্থানীয় একটি হোটেলে আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফজাল
হোসেন দলের ঝালকাঠি ও বরিশালের স্থানীয় শীর্ষ দুই নেতাকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে
মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, রাজনীতিতে রাজপথে পরাস্ত হয়ে বিএনপি জামাত সাম্প্রদায়িক
হামলা চালাচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি না করার আহ্বান তার।
হামলা
ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই জানিয়ে দলের ব্যর্থতার কথা স্বীকার
করেন এই নেতা। দক্ষিণাঞ্চলের দলের সব পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার
নির্দেশ দেন তিনি।