Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পরীমনির পার্টিতে কারা এসেছিলেন?

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

/ by DNN24LIVE

ঢাকাই ছবির নায়িকা পরীমণির জন্মদিন মানেই বিশেষ কিছু। গতবার ময়ূর সাজে সাজিয়েছিলেন পাঁচতারকা হোটেলের একটি হল। জাঁকালো সে আয়োজনে নিজে ময়ূর হয়ে সামনে এসেছিলেন তবে সাংবাদিকদের ভুলে ইংরেজিতে ময়ূরকেপিককবলতেককপিটবলে ফেলেছিলেন নায়িকা। সামলেও নিয়েছিলেন। আর এবারের জন্মদিনে সেই ভুলটাকেই ‌‘সত্যকরলেন। ফিরিয়ে আনলেন ককপিট।

গতকাল (২৪ অক্টোবর) জন্মদিনের রাতে বিমানের সাজে সাজিয়েছিলেন আরও একটি পাঁচতারকা হোটেলের হল রুম। যেখানে ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ সবকিছু। বিমানবালার সাজে সিঁড়ি বেয়ে নামেন পরী। শুধু সাজসজ্জাই নয়, বিশেষ কায়দায় বানানো স্কার্টকে লুঙ্গিতে রূপান্তর করে নেচেছেনও। চিত্রনায়ক শরিফুল রাজকে সঙ্গে নিয়ে নাচেন বেশ কিছুক্ষণ। তার সঙ্গে সামিল হয়েছিলেন পরীর কাছের কিছু মানুষ।

হয়েছে হই-হুল্লোড়ও। পরী যেন অনেকটাই গত কয়েক মাস ধরে আসা নানা চাপকে উড়িয়ে দিলেন জন্মদিনের পার্টিতে।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম বন্ধুদের অফিশিয়াল মন্তব্যও করতে চাননি এই নায়িকা। বলেন, ‌‘এখানে আপনাদের দাওয়াত শুধু আমার জন্মদিনের পার্টির জন্য; নিউজের জন্য নয়। পরীমণির নিউজের আর দরকার নেই। আপনারা এসেছেন এতেই আমি আপ্লুত।

আয়োজনে উপস্থিত হনগুনিনছবির পুরো টিম। ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রাশিদ পলাশ, অভিনেতা শরিফুল রাজসহ বেশ কয়েকজন।

রাত ১০টায় হলরুমে বসানো অর্ধ বিমানের সিঁড়ি থেকে নেমে আসেন পরীমণি। এরপর কিছুক্ষণ চলে ফটোসেশন। সেময় বলিউড ্যাপার বাদশারবাউলাগান বাজতে থাকে। আর নিজেকেও সে গানে সামিল করেন পরী। নাচতে নাচতে এগিয়ে যান অতিথিদের মধ্যে। ছিল তার বাঁধভাঙা উচ্ছ্বাসও।

গত আগস্ট থেকে সেপ্টেম্বর জীবনের দুঃসহ সময় পার করেছেন পরীমণি। মাদক মামলায় গ্রেফতার থেকে রিমান্ড, কারগার- সবই কাটিয়ে এসেছেন। তাই এবারের জন্মদিনটি তার জন্য বিশেষ ছিল। দাওয়াত দিয়েছেন বেছে বেছে। গত দুই মাসের বিপদের সঙ্গীদের আয়োজনে সারথি করতে চেয়েছেন এই ঢালিউড তারকা।

পরীমণি তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনদের কার্ড দিয়ে আমন্ত্রণ করেন। সেটা হাতে পেয়ে অনেকেই মনে করেছিলেন, বিমানের টিকিট। আমন্ত্রণপত্রেবোর্ডিং পাসলেখার পাশাপাশি ছিল বিমানের ছবিও। এছাড়া ২৩ অক্টোবর রাত ১২টা মিনিটে বাসায় কেক কাটেন এই নায়িকা। কেক কেটেছেন দুস্থ শিশুদের সঙ্গেও।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam