Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

একটানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করায় ২০ শিশুকে বাইসাইকেল উপহার

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

/ by DNN24LIVE
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় একটানা ৯০ দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় ২০ জন শিশুকে হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ নুর জামে মসজিদ প্রাঙ্গনে হাজী  আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বরিশাল–২  আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি যত্নশীল ও  উৎসাহিত করে এ রকম উপহারের ব্যবস্থা করার জন্য  সাধুবাদ জানাই । নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেকটা মানুষেরই ঈমানের প্রতিফলন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের সদস্য  ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ।
চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন , সাবেক সদস্য মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল , সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেল, শাকিল সুমন প্রমুখ।
এছাড়াও চাখার ইউনিয়নের বিভিন্ন  মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ।

The post একটানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করায় ২০ শিশুকে বাইসাইকেল উপহার first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3BCwRS3
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam