রাতে
বরিশালসহ ছয় বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির
সম্ভাবনা রয়েছে বলে এক পূর্ভাবাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর । তবে তাপমাত্রায় তেমন
কোনো পরিবর্তন হওয়ার আভাস নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ।
গতকাল
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
হাফিজুর
রহমান জানান, গত কয়েকদিনের তুলনায় আজ রাতে বৃষ্টির পরিমাণ কম হতে পারে। এছাড়া দেশের
অধিকাংশ স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া
আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের
দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের
বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
রয়েছে।