টিভি
নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন আবদুন নূর সজল। সেই
ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন ‘দোলাচল’ নামের একটি সিনেমার কাজ। ফারিয়া হোসেনের
রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান।
ত্রিভুজ
প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল।
তার বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ।
কয়েকদিনের
মধ্যেই সিনেমাটি একটি ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এতে
অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমাটির গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। এতে আমার চরিত্রটিও
গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জিন’
নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন সজল। সেটি সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর মুক্তির
অপেক্ষায় আছে। এ ছাড়া টিভি নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন সজল। গত ঈদে তার অভিনীত
প্রায় সব নাটকই দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে। বর্তমানে শুধু একখণ্ডের নাটকেই অভিনয়
করছেন এ অভিনেতা।