Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

আগৈলঝাড়ায় পূজা মন্ডপে সরকারী অনুদানের অর্থ বিতরণ

সোমবার, অক্টোবর ১১, ২০২১

/ by DNN24LIVE
আগৈলঝাড়ায় পূজা মন্ডপে সরকারী অনুদানের অর্থ বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে উপজেলায় ১৫৯টি পূজা মন্ডপীদের সাথে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন।

সভায় প্রতি মন্ডপে সরকারের স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালন ও আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের নিরাপত্তার পাশাপাশি পূজা মন্ডপীদের স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশনা দেয়া হয়। এছাড়াও মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি ও অশ্লীলতা বন্ধের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৫৯টি পূজা মন্ডপের অনুকূলে সরকারীভাবে ৭৯ মেট্টিক টন ৫শ কেজি চাল বরাদ্দ হয়েছে। সেই হিসেবে প্রতি মন্ডপে ৫শ কেজি জাল পৃথকভাবে ডিও লেটার প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত চালের বিক্রয়কৃত বাজার মূল্য ১৫ হাজার ৫শ টাকা এবং স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত অনুদান প্রতি পূজা মন্ডপে ৩ হাজার ৫শ টাকাসহ প্রতি পুজা মন্ডপে মোট ১৯হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু উপস্থিত ছিলেন।

এসময় স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য ১৫৯০টি শার্ট ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।’

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam