Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

/ by DNN24LIVE

 


লন্ডনে বঙ্গবন্ধুর দৌহিত্র, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে প্রতিহিংসামূলক হামলার ঘটনা টেছে। রবিবার ব্রিটিশ গণমাধ্যমকে টিউলিপ জানিয়েছেন, হামলার ঘটনায় তিনি ভীত নন।

টিউলিপ সিদ্দিক জানান, বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে পার্ক রে রাখা গাড়িতে হামলা চালানো হয়। ব্রিটিশ গণমাধ্যমকে টিউলিপ জানান, গাড়ির দরজার গ্লাস ভেঙ্গে দিয়ে গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা রেখে যায় হামলাকারীরা। বে ভেতর থেকে কিছুই খোয়া না যাওয়ায় টি উদ্দেশ্য প্রণোদিত হামলা লেই মনে করছেন তিনি।

টিউলিপ জানিয়েছেন, তিনি ভীত হন। ঘটনার পর হাউস অব কমন্সের স্পীকার লিন্ডসে হোলেসহ বিভিন্ন রাজনীতিক লেবার পার্টির শীর্ষ নেতৃবৃন্দ তার খোঁজ খবর নিচ্ছেন।

ব্রিটেনের য়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ সাংসদ নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেয়া ক্যারিয়ার লিটিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য য়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হবার গে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত হন।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক . ফিক সিদ্দিক শেখ রেহানা দম্পতির সন্তা টিউলিপ দুই শিশু সন্তানের জননী। ব্রিটেনের সর্বশেষ নির্বাচনে লন্ডনের হ্যাম্পষ্টেড কিলবার্ন আসনে টানা তৃতীয়বারে তো জয়ী ৩৯ বছর বয়সী এই সাংসদ।

টিউলিপের গাড়িতে হামলার ঘটনার খবর প্রকাশের পর তার নির্বাচনী এলাকার মানুষেরা দ্বেগ প্রকাশ রেছেন। ্যামস্টেডের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশি জুবেরা রহমান বিবার রাতে বাংলা ট্রিবিউনকে লেন, টিউলিপ আমার এলাকার এমপি। জো ক্সের মত ব্রিটিশ সাংসদের কী টেছিল তা আরা ভুলে যাইনি। আমরা টিউলিপের নিরাপত্তা নিয়ে দ্বিগ্ন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam