Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সাঁতার কাটতে গিয়ে এক ব্যক্তি কুমিরের আক্রমণে যুবক (ভিডিও)

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

/ by DNN24LIVE


মনে করেন কোথাও ভ্রমণ করতে গিয়ে জলাশয় বা নদের পানিতে আপনি গোসল করতে নেমেছেন। হঠাৎ একটি কুমির আপনাকে তাড়া করল। কেমন হবে?

ভয়াবহ এমন একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। এক ভিডিওতে দেখা গেছে একটি কুমির একজন সাঁতারুকে তাড়া করছে।

ব্রাজিলের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাম্পো গ্রান্ডের পর্যটন এলাকায় ‘দ্য লাগো আমোর নামে একটি হ্রদ রয়েছে। এই হ্রদে পর্যটকসহ সবার জন্য সাঁতার কাটা নিষিদ্ধ। কারণ, সেখানে কুমির রয়েছে।

কিন্তু শনিবার এক পর্যটক ওই হ্রদে গোসল করতে নামেন। এই দৃশ্য দেখে উইলিয়াম কেইটানো নামে স্থানীয় এক ব্যক্তি ভিডিও করা শুরু করেন।

উইলিয়াম কেইটানো বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ওই পর্যটক হ্রদের যেখানে সাঁতার কাটা নিষিদ্ধ, সেখানে নেমে সাঁতার কাটা শুরু করেন।

তার করা ভিডিওতে দেখা যায়, একটি কুমির হতভাগা ওই পর্যটককে তাড়া করছে। কুমিরের তাড়া খেয়ে পর্যটক দ্রুত সাঁতরে স্থলে উঠার চেষ্টা করেন। কিন্তু কুমিরটি যেন মৌমাছির মতো উড়ে পর্যটকে আক্রমণ করে, পর্যটকের বাহুতে কামড় বসায়।

ভিডিও ধারণকারী কেইটানো বলেন, ওই পর্যটক জানতেন না যে, হ্রদের পানিতে কুমির আছে।

স্থানীয় সাংবাদমাধ্যমের খবরে বলা হয়, কুমিরের আক্রমণের শিকার পর্যটক স্থলে উঠতে সক্ষম হন। তিনি খানিকটা আহত হন। স্থানীয়রা ভ্রাম্যমান ইমার্জেন্সি সেবায় কল করেন। ভুক্তভোগী পর্যটককে চিকিৎসার জন্য নেওয়া হয়।

গত পাঁচ বছর যাবত ওই পর্যটনস্থলে আখের রস বিক্রি করা গারাপেইরা মেরিনালভা বলেন, হ্রদের পানিতে সাঁতার কাটতে নামার ঘটনা এটিই প্রথম। সেখানে কুমির আছে সেটা সবাই জানে। অনেক সময় শিশুরা সেখানে যায়, কিন্তু আমরা নিষেধ করার পর তারা ফিরে আসে। তবে সেখানে নামার নিষেধাজ্ঞার সতর্কতাস্বরূপ কোনো চিহ্ন না থাকায় কুমিরের আক্রমণের ওই ঘটনা ঘটে বলে তিনি মন্তব্য করেন।



Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam