বরিশালের হিজলা থানার সদ্য যোগদানকৃত ওসির সাথে হিজলা উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়। সোমবার বেলা ১১ টার সময় থানা হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় হিজলা উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় নবাগত হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া সাংবাদিকদের সাথে কুশল বিনিময় তার বক্তব্যে বলেন- আমি আপনাদের মাঝে নতুন এসেছি। আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে অপরাধ দমনে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা রাখি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, যায়যায়দিন পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি সুমনুর রহমান সোহাগ, যুগান্তর পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি আবদুল হামিদ, এশিয়ান টিভির হিজলা উপজেলা প্রতিনিধি মিলন সরদার, সাংবাদিক নুরনবী, হিজলা উপজেলা মানবধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, আজকের পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম রাড়ী, ইনিউজ ৭১ হিজলা প্রতিনিধি মামুন তালুকদার, দেশ জগত পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি পলাশ দাস।
মতবিনিময় সভা কোরআন তেলোয়াত পাঠ করেন দৈনিক দেশ সেবা হিজলা প্রতিনিধি মনির হোসেন।’
