Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালে চাঁদা উত্তোলন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

/ by DNN24LIVE
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় কালিজিরা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত রায়হান মুন্সি (৩৫), রাজিব মল্লিক, ট্রান্সপোর্ট ব্যবসায়ী মনির ও জুবায়েরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রায়হান মুন্সি জানান, দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জিম্মি করে কালজিরায় অস্থায়ী নামে মাত্র কার্যালয় বসিয়ে চাঁদা উত্তোলন করে আসছে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাপ্পি ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে কালিজিরায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার চাঁদা তোলার বিষয়টি নিয়ে বিরোধীতা করে চাঁদা তোলা বন্ধ রাখতে বলেন। ওয়ার্ড সভাপতির সাথে সাধারণ সম্পাদকের মনোমালিন্য হয়। সম্পাদক বাপ্পি তার পেশি শক্তি বলে চাঁদা উত্তোলন অব্যাহত রাখেন।

রবিবার সকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার ব্যবসায়ীদের কাছে চাঁদা তোলা বন্ধ রাখতে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী রায়হান মুন্সি, রাজিব, রুবেল, পলাশসহ কয়েকজনকে কালিজিরায় গিয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদেরকে জানিয়ে দেয়। ট্রান্সপোর্ট ব্যবসায়ী মনির সকল ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে নিষেধ করলে ওয়ার্ড সম্পাদক বাপ্পি ও তার সহযোগীরা মনিরের ওপর হামলা চালায়। এ সময় সভাপতির গ্রুপের রায়হান মুন্সি, রাজিব মল্লিকসহ অন্যান্য নেতাকর্মীদেরও কুপিয়ে জখম করে বাপ্পি, আরিফ, দোলন, যুবায়ের, শিপনসহ অজ্ঞাত ১৫ /২০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।

হামলার ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানার এস আই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স হাসপাতালে এসে আহতদের অবস্থা সম্পর্কে জ্ঞাত হন। তিনি জানান, এখন পর্যন্ত মৌখিকভাবে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

The post বরিশালে চাঁদা উত্তোলন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2ZMtji1
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam