নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের আয়োজনে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৩০টি পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা খাবার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, প্রতিষ্ঠাতা সম্পাদক শাহেদ জামান, যুগ্ম সম্পাদক লিসা ইউছুফ, কোষাধ্যক্ষ রাজিব হাওলাদারসহ উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের সদস্যরা।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ৩০টি পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার চিনিগুড়া চাল ২ কেজি, আলু ২ কেজি, তেল আধাকেজি, দুধ ২০০ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন ১ প্যাকেট, মুগ ডাল ১ কেজি, সাবান ১ টি, মিস্টি, নিমকি ও ছানা ইত্যাদি সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।
The post উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের শুভেচ্ছা সামগ্রী বিতরণ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3Dy2Ao1