বঙ্গোপসাগরের
আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ
সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বলে
জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি নিম্নচাপ থেকে
ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হতে পারে। নামটি
দিয়েছেন সৌদি আরবের আবহাওয়াবিদরা।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্য বলছে, বঙ্গোপসাগরে
লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি
হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের
পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪
ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।
এটি ভারতের ওড়িষা উপকূলের দিকে যেতে পারে।
এর প্রভাব পড়তে পারে দেশের
খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে।
আবহাওয়া
অধিদপ্তর বলছে, ৪ দিন ধরে
তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও
আগামী দুই দিনের মধ্যে
তাপমাত্রা আবার কিছুটা বাড়তে
পারে।
এদিকে
রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় শীত বেড়েছে। শনিবার ভোর
থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যায়। তবে
আগামী দু–এক দিনের
মধ্যে এ চিত্র পরিবর্তন
হতে পারে।
অধিদপ্তরের
আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে
বলেন, আমরা ধারণা করছি-
লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর তা দ্রুত
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত
হবে কিনা, তা শতভাগ নিশ্চিত
হতে আরও দু–এক
দিন লাগবে। এখন পর্যন্ত পাওয়া
পূর্বাভাস বলছে, ভারতের ওড়িষা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত
হানার সম্ভাবনা বেশি।