Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

/ by DNN24LIVE

আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দিয়ে সাদা জার্সিতে তার দীর্ঘ একযুগের ক্যারিরের সমাপ্তি ঘটলো।

আজ এক বিবৃতিতে রিয়াদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

রিয়াদ আরও বলেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য।’

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam