অপরাধবিষয়ক সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ পুলিশের পারস্পরিক ও পেশাগত দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন। এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন রাজাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়।
আজ
শনিবার বিকেলে রাজাপুর থানা মিলনায়তনে বিভিন্ন
মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি
পুলক বলেন, ‘আমি অনেক ঘটনার সাক্ষী।
সাংবাদিকদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, যা আমার অফিসের কোনও সদস্য কিংবা
কর্মকর্তা দিতে পারেন না।’ পুলিশ এবং সাংবাদিক একে
অপরকে তথ্য দিয়ে সহযোগিতা
করে সব সময়। মাদকের
বিরুদ্ধে জিরো টলারেন্স, চোর
ডাকাত নির্মুলের চেষ্টা, বিট পুলিশিং কার্যক্রম,
দালান মুক্ত থানা গঠনে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন ওসি।
ওসি
পুলক চন্দ্র রায় পাশ্ববর্তী উপজেলা কাঠালিয়া থানা
থেকে গত শনিবার রাজাপুর
থানায় যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সাথে
এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।
মতবিনিময়
সভায় সঞ্চালনার দ্বায়ীত্ব
পালন করেন ওসি তদন্ত আব্দুল হালিম।
এসময়
রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজি, প্রবীন সাংবাদিক আউয়াল গাজী, মাইনুল হক লিপু, অহিদ
সাইফুল, সাইদুল ইসলাম ফরাজি, কামরুল হাসান রানা, খায়রুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।