Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

UP Election: হাড্ডা-হাড্ডি লড়াই হবে কাউখালীর দুই ইউনিয়নে

শনিবার, নভেম্বর ২৭, ২০২১

/ by DNN24LIVE

কাউখালীতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে হামলা,মামলা,গ্রেফতার,সংঘর্ষ টান টান উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল রোববার  ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা তাদের ১৮টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে দাবি করেছেন, ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি।

কেন্দ্র গুলোর প্রবেশ পথে সর্বত্রই বাতাসে দোল খাচ্ছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত সাদাকালো পোস্টার। এতোদিন গানের তালে তালে চলছে মাইকে প্রচার প্রচারণা।

চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নে ৫জন প্রার্থীর মধ্যেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। যারা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এর ভিতর কে বিজয়ের মালা পড়বেন তা নিয়ে এখন চলছে হিসাব-নিকাস। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন নৌকা ও জাতীয় পার্টি-জেপির সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বজলুর রহমান খান নান্নু এই দুই প্রার্থীই দলীয় ভোট রয়েছে। তবে তাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে আওয়ামী লীগের দুই প্রভাবশালী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চশমা প্রতীক লায়েকুজ্জামান মিন্টু এবং আনারস প্রতীক মামুন হোসাইন বাবলু। তাদের নিজস্ব গ্রাম গুলোই রয়েছে তাদের ভোট ব্যাংক।

ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে নির্বাচন করছেন শিহাব উদ্দিন কাসেমী তারও রয়েছে বিপুল সংখক দলীয় ভোট। এ সকল প্রার্থীরা ভোট নিয়ে হিসেব নিকেস করছেন কে কার ভোট ভাগিয়ে নিতে পারেন। এ কারণে সাধারণ ভোটাররা মনে করেন এই ৫জন প্রার্থীর ভিতর যে জিতবে সে সামান্য ভোটের ব্যবধানে জিতব। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

অপরদিকে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে এই ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে তিন প্রার্থীর ভিতরে। নদী বেষ্টিত এই  ইউনিয়নের তিন প্রার্থীর তাদের নিজস্ব গ্রামের ভোটব্যাংক নিয়ে জয় লাভের আশা করছেন। এই তিন প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টি জেপির সাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরুন সমাজ সেবক মোঃ আবু সাঈদ ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ।

এছারাও নৌকা প্রতীক প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ,এম রেজাউল করিম খোকন ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুম হোসেন মোটরসাইকেল ও আবুল কালাম অটোরিকশা কিন্তু তাদের কোন প্রচার-প্রচারনা দেখা যায়নি।

এই ইউনিয়নেও মহিলা সংরক্ষিত পদে ১০জন নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রচারণায় মাঠে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটায় সাধারন ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রিটানির্ং অফিসার মিজানুর রহমান জানান, ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেটদের মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তাই ভোটাররা ভয় ভিতি ছারা ভোট দিতে পারবেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam