Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরগুনায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১

/ by DNN24LIVE

বরগুনার পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবককে জলদস্যু বলে দাবি করেছে র‌্যাব।  

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার বিষখালি নদীর ওয়াপদার পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিষখাল নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‌্যাব। কিছুক্ষণ পর র‌্যাব সস্যদের লক্ষ্য করে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। 

এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় ৩/৪ জন জলদস্যু পালিয়ে গেছে বলে র‌্যাবের দাবি।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তার নাম ঠিকানা জানা যায়নি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam