Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক

মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১

/ by DNN24LIVE


বুকে ব্যথা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন ভাষাসংগ্রামী, রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিক। 

গত শনিবার (৪ ডিসেম্বর) বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদকে ভূষিত আহমদ রফিককে কলকাতার টেগোর রিসার্চ ইন্সটিটিউট ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত বাংলাদেশের এই গুণী সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর। 

তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো- নির্বাসিত নায়ক (১৯৬৬); বাউল মাটিতে মন (১৯৭০); রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯); শ্রেষ্ঠ কবিতা (১৯৯৮); নির্বাচিত কবিতা (২০০১), প্রবন্ধ-গবেষণা : শিল্প সংস্কৃতি জীবন (১৯৫৮); নজরুল কাব্যে জীবনসাধনা (১৯৫৮); আরেক কালান্তর (১৯৭৭); বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬); রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ (১৯৮৭); একুশের ইতিহাস আমাদের ইতিহাস (১৯৮৮); ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য (১৯৯১); ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা (১৯৯৩); বাঙালি বাংলাদেশ (১৯৯৭); রবীন্দ্রভুবনে পতিসর (১৯৯৮); বাঙলা বাঙালি আধুনিকতা ও নজরুল (১৯৯৯); প্রসঙ্গ : বহুমাত্রিক রবীন্দ্রনাথ (২০০২); রবীন্দ্রভাবনায় গ্রাম : কৃষি ও কৃষক (২০০২); রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬) ইত্যাদি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam