Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

Cyclone Jawad পটুয়াখালীতে ঝরছে বৃষ্টি

শনিবার, ডিসেম্বর ০৪, ২০২১

/ by DNN24LIVE


ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে ট্রেস বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘জাওয়াদ’ নামের এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। সৌদি আরব এসকাপে এ নামের প্রস্তাব করেছিল।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও শক্তিশালী হয়ে শনিবার (০৪ ডিসেম্বর) প্রবল ঘূর্ণিঝড়ে রূপ পেতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির গতি হতে পারে ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার। তবে নিশ্চিত হওয়া যায়নি- ঘূর্ণিঝড়টি কি ভারতের পূর্ব উপূকল ঘেঁষে বেরিয়ে যাবে নাকি ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।

জানা যায়, ঘূর্ণিঝড়টির প্রভাবে ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ক্ষয়ক্ষতিও।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে ভারতেও বৃষ্টি শুরু হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam