বরিশাল প্রতিনিধি:
চাল,ডাল,তেল,চিনি,আট,ময়দা,পেঁয়াজ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সহ দ্রব্যম‚ল্যের দাম বৃদ্ধিকারী দায়ী ব্যবসায়ীর সিন্ডিকেটের বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।
বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা। বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছত্তার।
এসময় আরো বক্তব্য রাখেন,অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, উপাধাক্ষ হারুর অর রসিদ, অধ্যাপক আজিজুর রহমান খোকন, অধ্যাপক বিরেন্দ নাথ রায় ও জাফর আহমেদ তালুকদার।
অধ্যাপক আঃ ছত্তার বলেন, সরকারে পষ্য লুঠেরা যে, ইউক্রেনের যুদ্ধের অজুহাত দেখিয়ে চলছে যুদ্ধের সাথে আমাদের দেশে যে,পরিমান নিত্য প্রয়োজনীয় ম‚ল্যে বৃদ্ধি করেছে তা সম্প‚র্ণ সরকারের মদতে করা হয়েছে।
The post বরিশালে নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ appeared first on কাঠালিয়া বার্তা.
from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/43er8AY