বরিশাল প্রতিনিধি:
ঢাকাগামী মালবাহী ট্রাক চাঁপায় বিক্রম বেপারী (১৮) নামের এক মোটরসাইকেল মেকানিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায়। নিহত বিক্রম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাজনা গ্রামের কালাম বেপারীর ছেলে। সে গৌরনদী বাসষ্ট্যান্ডের জামাল হোসেনের মোটরসাইকেল গ্যারেজের মেকানিক ছিলো।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
The post ট্রাক চাঁপায় মোটরসাইকেল মেকানিক নিহত appeared first on কাঠালিয়া বার্তা.
from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/WZpMrxR