Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র!

শনিবার, মে ২১, ২০২২

/ by DNN24LIVE

অনলাইন ডেস্ক:

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৫ পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করেছে জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মীরা। আটককৃতদের মুঠোফোনের হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। তাদের পিরোজপুর সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে জেলা সদরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা নিরাপত্তা গোয়েন্দা শাখা।

আটককৃতরা সবাই জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুর রহমান, সামান্তগাতি গ্রামের আসমত আলীর ছেলে আবিদ শেখ, সেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের আশরাফ আলীর ছেলে আলী আজম, নাজিরপুর সদর ইউনিয়নের বানিয়ারী গ্রামের আলমগীর শেখের ছেলে মো. শিপন, শ্রীরামকাঠী ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের পরিতোষ হালদারের মেয়ে প্রিয়া হালদার ও মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ হালদার।

পিরোজপুর জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার কর্মকর্তা ও সদস্যরা পরীক্ষা শুরুর আগেই দুইটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ৫ পরীক্ষার্থীকে এবং পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রের সামনে থেকে এক জনকে আটক করে। এদেরকে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে উত্তর পত্রসহ আটক করে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। নাজিরপুরের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে প্রশ্নের উত্তর সমাধান করে পরীক্ষা হলে পাঠানোর সময় তাকে আটক করা হয়। এরপর হলের মধ্যে তল্লাশি চালিয়ে অন্যান্যদের ধরা হয়। এদিকে এ পরীক্ষা কঠোরভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন ও গোয়েন্দা বিভাগ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের সব ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকানগুলো বন্ধ রাখে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ছয়জনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে পাওয়া উত্তরের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

 

সূত্র: দৈনিক শিক্ষা

The post হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র! appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/QSRTF34
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam