Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সিলেটের বন্যা কবলিত পাশে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ

বুধবার, জুন ২৯, ২০২২

/ by DNN24LIVE

আজ ২৯ জুন, ২০২২ বুধবার সকাল ১১টায় ইংরেজি ভার্সনে পরিচালিত ‘জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ’ কলেজ রো, বরিশাল এর ‘নীলা অডিটোরিয়াম’ – এ এক সভায় সিলেটের বন্যা কবলিত দুর্গতদের সাহায্যার্থে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিষ্ঠান থেকে ৮১,৫৪০/- টাকার চেক বরিশালের জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার এর হাতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সালেহ এম শেলী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট লিপি সরকার, প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের ইংরেজিতে প্রাঞ্জল বক্তৃতায় জেলা প্রশাসক উৎফুল্ল ও বিস্ময় প্রকাশ করেন। বিশেষ ভাবে শিক্ষার্থীদের আর্তমানবতার সেবা দানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাশেষ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ এম শেলী জেলা প্রশাসক মহোদয়কে নিজে প্রতিষ্ঠানে এসে আর্তমানবতার সেবায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের দানের অর্থ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

The post সিলেটের বন্যা কবলিত পাশে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/c7RXELU
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam