Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ভান্ডারিয়ায় ৭ম শ্রেণী ছাত্রী অন্তসত্ত্বা” ধর্ষণের অভিযোগে থানায় মামলা

শনিবার, জুলাই ২৩, ২০২২

/ by DNN24LIVE

ভান্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার রাজপাশা গ্রামে ৭ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগি পরিবার।

(২১জুলাই) বৃহস্পতিবার রাতে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তিকে আসামি করে ভান্ডরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মেয়েটির বাবা। উক্ত, আবুল কালাম রাজপাশা গ্রামের মো. এছাহাক আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা ছাত্রীর চাচাতো ভগ্নিপতি ৩ সন্তানের জনক উপজেলার রাজপাশা গ্রামের আবুল কালাম গত ১০ ফেব্রুয়ারি ফুসলিয়ে তার ফাঁকা বাড়ীতে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপরে তাকে টাকা পয়সা ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে বড় বোন তাকে নিয়ে ভাণ্ডারিয়া লাবন্য ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে জানতে পারেন সে ৬ মাসের অন্তসত্ত্বা।এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মেয়েটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ভান্ডরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

ভান্ডরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

 

The post ভান্ডারিয়ায় ৭ম শ্রেণী ছাত্রী অন্তসত্ত্বা” ধর্ষণের অভিযোগে থানায় মামলা appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/sAo10k7
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam