Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরগুনা বামনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

রবিবার, জুলাই ২৪, ২০২২

/ by DNN24LIVE

বরগুনা প্রতিনিধি:

বরগুনা বামনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বাটাজোড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মোঃ হাবিবুর রহমান (৪০), শাহিনুর বেগম (৩৫), মোঃ আবু তালেব (৩২) ও মোঃ জাহিদ (১১)। আহতদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাটাজোড় গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে তারই আপন ভাই ইলিয়াস হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।শনিবার বিকালে হাবিবুর রহমান বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে ইলিয়াস হোসেন সেখানে উপস্থিত হয় ও তাঁর লোকজনের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। কথা–কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, কয়েকমাস ধরে প্রতিপক্ষ ইলিয়াসের সাথে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার বাড়ির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষ ইলিয়াস-এর সাথে তার বাকবিতন্ডতা হয়। এ সময় কোনকিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষ ইলিয়াস ,বড় ভাই হারুন ,ভাইর স্ত্রী রোকসানা,মেয়ে লিজা ও রিমি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে।পরে স্ত্রী শাহিনুর বেগম,সালা আবু তালেব,ও জাহিদ এগিয়ে আসলে তাদের মারধর করে ও তাদের বাড়িঘর ভাঙচুর চালায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।

এদিকে এসব বিষয়ে জানতে অভিযুক্ত ইলিয়াস হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তাই বক্তব্য দেওয়া সম্ভাব হয়নি।

বামনা থানার ওসি বসির উদ্দিন বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

The post বরগুনা বামনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/rosv4Yy
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam