অনলাইন ডেস্ক:
অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলী জমি বিনস্ট করে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে অবৈধ ড্রেজার বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জেলার আগৈলঝাড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন উত্তর শিহিপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই গ্রামের আলতাফ খানের ছেলে অবৈধ ড্রেজার মালিক মুরাদ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
The post বরিশালে ড্রেজার মালিককে অর্ধলাখ টাকা জরিমানা appeared first on কাঠালিয়া বার্তা.
from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/3lU8xrC