অনলাইন ডেস্ক:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ড প্রতিবেশী সহ একই পরিবারের দখলে নিয়েছে মোঃ লোকমান হাওলাদার নামের এক ডায়রিয়া রোগী। মোঃ লোকমান হাওলাদার (৪০) পার্শ্ববর্তী কাউখালি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের বাসিন্দা।
ঘটনার বর্ণনায় লোকমান বলেন, প্রথমে আমার স্ত্রী নার্গিস বেগম (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন, মৃত্যুর খবর পেয়ে স্বজনরা আমাদের বাড়িতে আসেন অতপর একে একে আমি সহ সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই, এদের মধ্যে গুরুতর ৬ জনকে খুলনায় এবং ৩ জনকে বরিশালে পাঠানো হয়েছে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, মোঃ লোকমান হাওলাদার (৪০), আলমগীর মৃধা (৫৫), সোলায়মান মৃধা (১৩), তানিয়া (১৮), সুমা (১৫), সামিয়া (২), মিম (১৩), ইয়াসিন (৭), সেফালি বেগম (৩৮), হৃদয় (১৮), কবির মৃধা (২২), সাবির মৃধা (২৪), মাইমুনা (১২), নাজমা বেগম (২৫), কালাম হাং (৪০), শারমিন বেগম (৩০), সুমাইয়া (১৩), সুফিকুল (৯), হাশেম হাং (৭০), সেতারা বেগম (৬২), রুপামনি (৯), আরাফাত (১০) ও রোজামনি (৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মি রায় বলেন, রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে, রোগীরা আগের তুলনায় সুস্থ আছেন, এটা ডায়রিয়া নাকি কোন ভাইরাসের আক্রমণ তা পরীক্ষা করে দেখা হবে।
The post একই পরিবারের ২৩ জন ডায়রিয়ায় আক্রান্ত ১ জনের মৃ’ত্যু appeared first on কাঠালিয়া বার্তা.
from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/iuQCOgY