Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

/ by DNN24LIVE

ঝালকাঠি প্রতিনিধি :

বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৮টি ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটক মিজানুর রহমান (৪৪) ঝালকাঠি জেলার কী‌র্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল। এ ঘটনায় র‍্যাব-৮ এর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলী ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে আটক হন মিজানুর রহমান। ওই সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, র‍্যাবের অভিযানে ৩৯৮টি ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বাড়ী ঝালকাঠির কৃতিপাশায়।

 

The post ইয়াবাসহ পুলিশ সদস্য আটক appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/0mv1pI9
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam