বামনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা থানা পুলিশ কর্তৃক মাদকসহ গ্রেফতার-০২ আদ্য ১৭ অক্টোবর ২০২৩ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ খলিলুর রহমান, এসআই (নিঃ)/কেএম রাশিদুর রহমান সংগীয় ফোর্সসহ বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, মোঃ রিমন সর্দার(২১), পিতা-মোঃ ছগির সর্দার, সাং-কালিকাবাড়ি, থানা-বামনা,জেলা-বরগুনা, মোঃ জাহিদ খা (২০), পিতা-মোঃ ফুল মিয়া, সাং-ছোনাউঠা, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠিদ্বয়কে গ্রেফতার করা হয় বামনায়। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের কর হয়েছে, এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
The post বামনায় মা’দ’কসহ গ্রেফতার দুই appeared first on কাঠালিয়া বার্তা.
from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/uHPThVp